কলকাতা, 17 মে: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় গত 4 মে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক সাইকেল আরোহীর মৃত্যু হয় ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি সেই ঘটনার তদন্ত শুরু করে ৷ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন এই মৃত্যুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি ৷
এদিন বিচারপতি মান্থা তাঁর নির্দেশে আরও জানান, ওই ঘটনায় তদন্ত যেমন করছে তেমনই চালিয়ে যেতে পারবে ৷ তবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না । এমনকি কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধেও কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । আগামী 13 জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল শেখ ইসরাফিল নামে বছর 33 এর এক যুবকের ৷ প্রথমে পুলিশ ওই ঘটনার তদন্ত করলেও, পরে ওই ঘটনার তদন্তভার নেয় সিআইডি ৷ এই সিআইডি তদন্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি দাবি জানান, সিবিআই এই ঘটনার তদন্ত করুক ৷ তবে এদিন সিআইডি তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট ৷ 13 জুন ফের শুনানি হবে ৷
হাইকোর্টে, শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী অভিযোগ করেন, বিরোধী দলনেতাকে আরটি গাড়ি, রুট লাইনিং সিসিটিভি দেওয়ার কথা । কিন্তু তা রাজ্য দেয় না । সম্প্রতি বেশ কিছু ঘটনা তাঁর কনভয়ের সামনে ঘটেছে । তা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে বিভিন্ন সময়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি । 4 মে হঠাৎ কনভয়ের সামনে সাইকেল আরোহী চলে আসেন, ধাক্কা লাগে । 5 মে জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয় চণ্ডীপুর থানায় । আনন্দ পাণ্ডে চালক (NSG) ট্রেনি । তাঁকে গ্রেফতার করে পুলিশ । জামিনযোগ্য 304 ধারায় অভিযোগ দায়ের হয় । কিন্তু গ্রেপ্তারের আগে কোনও অনুমতি নেয়নি পুলিশ ।
আরও পড়ুন: বারাসতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া