ETV Bharat / state

Cal HC on Petition against CM: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । তাতেই এবার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Cal HC on Mamata Banerjee Controversial remark) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 4:05 PM IST

কলকাতা, 16 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকাল প্রধান বিচারপতি না-বসায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে বিচারপতি টিএস শিভাগনামের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন । তারপরেই বিচারপতি মুখ্যমন্ত্রী কী মন্তব্য করেছিলেন, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন (Mamata Banerjee Controversial Remark Issue) ।

এদিন সকালে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশ ভট্টাচার্য । বিষয়টি জানার পর ডিভিশন বেঞ্চ দ্রুত মামলা দায়ের করার নির্দেশ দেয়। আদালতের প্রথমার্ধ শেষ হওয়ার সময় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চ বিষয়টি বিবেচনা করবে। আজ আর এই মামলার শুনানির সম্ভাবনা নেই । আগামিকাল বা সোমবার এই মামলার শুনানি হতে পারে (Cal HC on Mamata Banerjee Controversial remark)।

উল্লেখ্য, মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । অভিযোগ, একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধান বিচারপতি এখানে নেই । আমি সুব্রতদাকে (অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি সুব্রত তালুকদার), এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ।" বক্তব্যের এই অংশ-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য ।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ। সমস্ত মামলাতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করতে পারেন মামলাকারীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ কয়েক হাজার প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের ইতিমধ্যেই বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল হয়েছে ।

আরও পড়ুন: 'চাকরি চোর তৃণমূল !' সংসদে বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের

কলকাতা, 16 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকাল প্রধান বিচারপতি না-বসায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে বিচারপতি টিএস শিভাগনামের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন । তারপরেই বিচারপতি মুখ্যমন্ত্রী কী মন্তব্য করেছিলেন, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন (Mamata Banerjee Controversial Remark Issue) ।

এদিন সকালে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশ ভট্টাচার্য । বিষয়টি জানার পর ডিভিশন বেঞ্চ দ্রুত মামলা দায়ের করার নির্দেশ দেয়। আদালতের প্রথমার্ধ শেষ হওয়ার সময় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চ বিষয়টি বিবেচনা করবে। আজ আর এই মামলার শুনানির সম্ভাবনা নেই । আগামিকাল বা সোমবার এই মামলার শুনানি হতে পারে (Cal HC on Mamata Banerjee Controversial remark)।

উল্লেখ্য, মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । অভিযোগ, একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধান বিচারপতি এখানে নেই । আমি সুব্রতদাকে (অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি সুব্রত তালুকদার), এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ।" বক্তব্যের এই অংশ-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য ।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ। সমস্ত মামলাতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করতে পারেন মামলাকারীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ কয়েক হাজার প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের ইতিমধ্যেই বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল হয়েছে ।

আরও পড়ুন: 'চাকরি চোর তৃণমূল !' সংসদে বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.