ETV Bharat / state

Calcutta High Court: নেতাই মামলায় তিন জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট - নেতাই গণহত্যা

2011 সালের 7 জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় 9 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় মঙ্গলবার জামিন পেয়েছেন ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে (Netai massacre accused) ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 31, 2023, 6:44 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: নেতাই গণহত্যা মামলায় জামিন পেলেন তিন অভিযুক্ত ৷ মঙ্গলবার ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে'র জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এদিন । উল্লেখ্য, 2011 সালের 7 জানুয়ারি সকালে লালগড়ের নেতাই গ্রামে রথীন দণ্ডপাটের বাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। ঘটনায় 4 জন মহিলা-সহ 9 জনের মৃত্যু হয় ৷ 29 জন আহত হন (Netai incident)।

ওই ঘটনায় প্রথমে সিআইডি তদন্ত শুরু করলেও পরে সিবিআই এর তদন্তভার নেয় ৷ ওই ঘটনায় মোট 19 জন গ্রেপ্তার হন । তাঁদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে ছিলেন সিপিএম নেতা ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে, ফুল্লোরা মণ্ডল, রথীন দণ্ডপাট, খলিল উদ্দিন, চণ্ডীচরণ । ফুল্লোরা মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে দু'মাস আগেই শর্ত সাপেক্ষে জামিন পান । আর মঙ্গলবার হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে (netai massacre accused got bail)।

আরও পড়ুন: কাঁথি ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার আপিল মামলায় রায়দান স্থগিত হাইকোর্টে

বর্তমানে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ডালিম পাণ্ডের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী জানিয়েছেন, বিচারপতি জয়মাল্য বাগচী এই তিনজনের জামিন মঞ্জুর করেছেন ৷ নির্দেশ পত্র এলেই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তাঁরা । উল্লেখ্য, বামফ্রন্ট ক্ষমতায় থাকতে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাই গ্রামের প্রতি বাড়ি থেকে একজন সদস্যকে বাম শিবিরে যোগদানের কথা জানানো হয় । অভিযোগ, তার প্রতিবাদে গ্রামবাসীরা 7 জানুয়ারি যখন মিছিল করেছিলেন, সেই মিছিলেই সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চলে । তাতে 9 জন প্রাণ হারান ও 29 জন আহত হন । এই নিয়ে রাজ্যের বর্তমান ও তৎকালীন শাসকদলের বিরোধ আদালত পর্যন্ত গড়ালেও সেই মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে ৷

কলকাতা, 31 জানুয়ারি: নেতাই গণহত্যা মামলায় জামিন পেলেন তিন অভিযুক্ত ৷ মঙ্গলবার ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে'র জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এদিন । উল্লেখ্য, 2011 সালের 7 জানুয়ারি সকালে লালগড়ের নেতাই গ্রামে রথীন দণ্ডপাটের বাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। ঘটনায় 4 জন মহিলা-সহ 9 জনের মৃত্যু হয় ৷ 29 জন আহত হন (Netai incident)।

ওই ঘটনায় প্রথমে সিআইডি তদন্ত শুরু করলেও পরে সিবিআই এর তদন্তভার নেয় ৷ ওই ঘটনায় মোট 19 জন গ্রেপ্তার হন । তাঁদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে ছিলেন সিপিএম নেতা ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে, ফুল্লোরা মণ্ডল, রথীন দণ্ডপাট, খলিল উদ্দিন, চণ্ডীচরণ । ফুল্লোরা মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে দু'মাস আগেই শর্ত সাপেক্ষে জামিন পান । আর মঙ্গলবার হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডে ও তপন দে (netai massacre accused got bail)।

আরও পড়ুন: কাঁথি ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার আপিল মামলায় রায়দান স্থগিত হাইকোর্টে

বর্তমানে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ডালিম পাণ্ডের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী জানিয়েছেন, বিচারপতি জয়মাল্য বাগচী এই তিনজনের জামিন মঞ্জুর করেছেন ৷ নির্দেশ পত্র এলেই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তাঁরা । উল্লেখ্য, বামফ্রন্ট ক্ষমতায় থাকতে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাই গ্রামের প্রতি বাড়ি থেকে একজন সদস্যকে বাম শিবিরে যোগদানের কথা জানানো হয় । অভিযোগ, তার প্রতিবাদে গ্রামবাসীরা 7 জানুয়ারি যখন মিছিল করেছিলেন, সেই মিছিলেই সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চলে । তাতে 9 জন প্রাণ হারান ও 29 জন আহত হন । এই নিয়ে রাজ্যের বর্তমান ও তৎকালীন শাসকদলের বিরোধ আদালত পর্যন্ত গড়ালেও সেই মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.