কলকাতা, 17 জানুয়ারি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত করতে সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট । আদালতের নজরদারিতে এই তদন্ত চলবে । কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে এই বিশেষ তদন্তকারী দল । তাঁরা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন । ন্যাজাট থানায় যে এফআইআর দায়ের হয়েছিল তার সত্যতাও খতিয়ে দেখবে এই বিশেষ টিম ।
বর্তমানে ইসলামপুরে কর্মরত আইপিএস যশপ্রীত সিংকে রাজ্য এই টিমের জন্য নিয়োগ করা হয়েছে । সিবিআইকে আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। এরপরেও যদি তদন্তে আশানুরূপ ফল না-পাওয়া যায় তাহলে আদালত এই টিম বদল করতে দ্বিধা করবে না ৷ বুধবার এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।
এমনকী হাইকোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না। ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না । 12 ফেব্রুয়ারি এর পরবর্তী শুনানি হবে । ওইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে । মামলার শুনানি শেষ হওয়ার পর বুধবার দুপুরে সিবিআইয়ের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) তৈরি হলে রাজ্যের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাবে না । সিবিআই তদন্ত করতে প্রস্তুত। সিবিআইয়ের পূর্ব অভিজ্ঞতা বলছে, আগেও রাজ্যের তরফে সিট গঠনের পরও কোনও সহযোগিতা পাওয়া যায়নি ।"
সিবিআইয়ের একজন সিনিয়র এসপি-র্যাংকের অফিসারের নাম জানানোর নির্দেশ দেওয়া হলেও তা এখনও আসেনি বলে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ৷ এদিন সকালে শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ঘটনাস্থলে 10টা সিসি ক্যামেরা বসানো হয়েছে । 307 ধারা-সহ বেশ কিছু নতুন ধারার জন্য নিম্ন আদালতে আবেদন করছে পুলিশ ।
বিচারপতি বলেন, "কিন্তু তারপরেও মূল অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি ৷ অদূর ভবিষ্যতে পারবে কি না, তাও অজানা । এতকিছু করছেন কিন্তু এখনও পুলিশের গাফিলতি বর্তমান । মূল অভিযুক্ত অধরা । তথ্য প্রমাণ লোপাট হচ্ছে ।" ইডির আইনজীবী এসভি রাজুর কথায়, "এখন চাপ মুক্ত হতে নতুন ধারা যুক্ত করার কথা বলছে পুলিশ ।"
বিচারপতির বক্তব্য, শাহজাহান যদি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হন তাহলে এতদিন ইডি তাঁকে গ্রেফতার করেনি কেন ? আর কেন্দ্রীয় বাহিনী ও ইডি থাকতে যদি না গ্রেফতার করতে পরে তাহলে সিবিআই কীভাবে করবে? ইডির কি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করার এক্তিয়ার আছে ? আমি এখনও আশা করি, এই মামলার রায়ের আগেই শাহজাহানকে পুলিশ গ্রেফতার করবে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন :