কলকাতা, 31 জুলাই: রামনবমী অশান্তির মামলায় রাজ্যকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্ট রায়কে অমান্য করে অযথা এনআইএ-র সময় নষ্ট করছে রাজ্য সরকার, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের।
রামনবমীর ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে সোমবার রাজ্যকে তীব্র তিরষ্কার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত । একই সঙ্গে, হাইকোর্টের নির্দেশ কার্যকর না করে রাজ্য অযথা এনআইএ-র সময় নষ্ট করেছে। উলটে রাজ্য এখন এনআইএ তদন্ত আটকাতে পালটা মামলা করেছে বলেও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। এদিন নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানান, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর করতে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 12 টার মধ্যে যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ এনআইএ-কে হস্তান্তর করতে হবে রাজ্য সরকারকে।
রামনবমীতে রাজ্যে অশান্তির মামলায় এর আগে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় । যে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য । যদিও দেশের শীর্ষ আদালত এনআইএ তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি । সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর ফের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাজ্য । সেই মামলার শুনানিতেই এদিন রাজ্যকে কড়া ভর্ৎসনা করল আদালত ।
এদিন অবশ্য এনআইএ-র আবেদনের শুনানি এদিন না করে মঙ্গলবার তাদের মামলার সঙ্গে একসঙ্গে আদালতকে শুনতে আবেদন রাজ্যের আইনজীবীর। তাতে বিস্ময় প্রকাশ করে বিচারপতি জয় সেনগুপ্তর স্পষ্ট বক্তব্য, "সুপ্রিমকোর্ট নির্দেশ দেওয়ার পরেও আপনারা মানছেন না! এটা হতে পারে ? আগে আপনারা নথি দেবেন এনআইএ-কে, তারপর রাজ্যের মামলা শুনব। যদি সেই মামলায় আপনারা জিতে যান তখন আবার নথি ফিরবে আপনাদের কাছে। কিন্তু আজ কখনও নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করানোর ক্ষেত্রে এই আদালত আর এক মিনিটও সময় নষ্ট করতে রাজি নয়।"
আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা অভিষেকের, বাতিল ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি
গত 27 এপ্রিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রামনবমীর ঘটনা নিয়ে এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছিল, 24 জুলাই সুপ্রিমকোর্টও তা বহাল রাখে। যাবতীয় নথি, কেস ডাইরি, সিসিটিভি ফুটেজ সব এনআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ অবিলম্বে পালন করতে এদিন রাজ্যকে নির্দেশ দিল সিঙ্গেল বেঞ্চও। উল্লেখ্য চলতি বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, হুগলি ও ডালখোলায় ঝামেলার ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বার বার কেন এই ধরনের ঘটনা রাজ্যে ঘটছে তা খতিয়ে দেখতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্ত আটকাতে রাজ্য বার বার এনআইকে অসহযোগিতার পাশাপাশি সুপ্রিমকোর্টেও তদন্তের বিরোধিতা করে আপিল করে। এদিন সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ রাজ্যের আচরণে ক্ষোভ প্রকাশ করেছে।