কলকাতা, 20 এপ্রিল: অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া মেটানোর জন্য রাজ্যকে পৌরসভার বকেয়া পাওনা মেটানোর নির্দেশ দিল হাইকোর্ট । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ।
বহরমপুর পৌরসভায় রাজ্যের 247টি সম্পত্তি আছে । যার মধ্যে 170টির কর বাবদ প্রায় 11 কোটি টাকা বকেয়া বিগত এক দশক ধরে মেটাচ্ছে না রাজ্য । বছরের পর বছর বকেয়া সেই টাকা রাজ্য মিটিয়ে দিলে তাই দিয়ে অবসরপ্রাপ্ত পুরকর্মীদের গ্র্যাচুয়িটির বকেয়া 10 কোটি মিটিয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছে হাইকোর্ট । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন লিখিতভাবে রাজ্যের কাছে জানতে চায় এই টাকা মেটানোর ব্যাপারে রাজ্যের অবস্থান কী ? আগামী বৃহস্পতিবার এই বক্তব্য জানাতে হবে তাদের ।
বকেয়া গ্র্যাচুইটি না পাওয়ায় বহরমপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ মামলা করেন হাইকোর্টে । মামলায় বহরমপুর পৌরসভা হাইকোর্টে জানায়, প্রায় 500 কর্মীর বকেয়া মেটানোর মতো এত টাকা তাদের নেই । সেই টাকা রাজ্যের কাছে চাওয়া হলেও পাওয়া যায়নি । শুনানিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, পৌরসভার কর্মীরা তাদের কর্মী নয় । তারপরেও তারা পেনশনের 40 শতাংশ পৌরসভাগুলিকে ওই বাবদ মেটায় ।
কিন্তু গ্র্যাচুইটি বাবদ টাকা দেওয়া সম্ভব নয় । এরপর হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে । কারণ শুধু বহরমপুর নয়, রাজ্যের বহু পৌরসভার কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী চরম সমস্যায় পড়ে মামলা করেন হাইকোর্টে । এদিন পৌরসভার তরফে রাজ্যের কাছে তাদের প্রাপ্য সংক্রান্ত হিসেব আদালতের কাছে পেশ করা হয় । সেই হিসেব দেখেই ডিভিশন বেঞ্চ পৌরসভার তাদের কাছের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চায় । ওই টাকা দিয়ে পৌরসভা কর্মীদের বকেয়া মেটানো সম্ভব বলে উল্লেখ বিচারপতিদ্বয়ের ।
আরও পড়ুন : 'অকেজো' ত্রিফলা বিক্রির বরাতেও দুর্নীতি ? কাঠগড়ায় পুরুলিয়া পৌরসভা