কলকাতা, 8 মে: রাজ্যের একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতির সিবিআই তদন্তে এই মুহূর্তে কোনও স্থগিতাদেশ নয় । সোমবার এই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশই আপাতত বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ ।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবাদন জানায় রাজ্য ৷ সেই আবেদনের প্রেক্ষিতে গত মাসের শেষের দিকে ওই নির্দেশের উপর 7 দিনের স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ একইসঙ্গে সুপ্রিম কোর্ট এই মামলা অন্য বেঞ্চে পাঠাতে নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ মেনেই এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির শুনানি হয় এদিন ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে দায়ের হওয়া আবেদনের শুনানি আগামী 12 তারিখ ফের হবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷
এদিন চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,"হাইকোর্টয়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল পৌরসভার দুর্নীতিকাণ্ডের তদন্ত করবে সিবিআই । পরবর্তীকালে, সেই নির্দেশ সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করা হলে শীর্ষ আদালতের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর 1 সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয় ৷ নির্দেশ দেওয়া হয় মামলা হাইকোর্টের নতুন বেঞ্চে পাঠানোর ৷ এই নতুন বেঞ্চেই ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো যাবে ।"
অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে ডাকবে কি না তা নিয়ে রাজ্য ভাবিত নয় । রাজ্যের সেই এক্তিয়ার নেই । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশের পর সুপ্রিমকোর্ট তা পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে, তার ভিত্তিতে এই আবেদন জানানো হয়েছে ৷ কারণ সিঙ্গেল বেঞ্চের বিচারপতির পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই । পৌরসভা সংক্রান্ত মামলার বেঞ্চ আলাদা । সিঙ্গেল বেঞ্চে ইডির যে আবেদন ছিল, তাও সম্পূর্ণ ভিত্তিহীন ।
অন্যদিকে, ইডি'র আইনজীবী ধীরজ ত্রিবেদী পালটা দাবি করেছেন, ইডি এবং সিবিআই শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, পৌরোসভায় নিয়োগ সংক্রান্ত নথি পেয়েছে । এই মামলার সঙ্গে পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত না হলে সাক্ষ প্রামাণ লোপাট হওয়ার সম্ভবনা প্রবল । যেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন সেদিন সকালে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দুপুরে শুনানি হয় । মামলায় রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না ।
অন্যদিকে, সিবিআই'য়ের তরফে সোমবার আদালতে জানানো হয়,"সিঙ্গেল বেঞ্চের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে আবেদন করা হয় ৷ কিন্তু সুপ্রিম কোর্ট ওই নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি । শীর্ষ আদালত রায় পুর্নবিবেচনার জন্য ফের হাইকোর্টেই পাঠিয়েছে বিষয়টি । এটি একটি সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি । যা বিভিন্ন দফতরে ছড়িয়ে আছে । রাজ্যের এই পুর্নবিবেচনার আর্জি গ্রহনযোগ্যই নয় ।"
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয়
চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন জানান, আদালতের নির্দেশেই প্রাথমিকে সিবিআই তদন্ত শুরু হয়েছিল । ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন । পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে । এর আগে,তাপস সাহা মামলায় দেখা গিয়েছিল রাজ্যের তদন্তকারী অফিসার দুর্নীতির সঙ্গে যুক্ত অনেক ব্যাক্তিদের কাছে পর্যন্ত পৌঁছতে পারলেও তাপস সাহা পর্যন্ত গিয়ে তদন্ত আটকে যাচ্ছিল । তিনি প্রভাবশালী ব্যক্তি । তারপরেই শুনানির পর বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দেন ।