ETV Bharat / state

ক্যাব চালককে মারধরের অভিযোগে ঘেরাও হেয়ার স্ট্রিট থানা - CITU

ক্যাব চালককে হেনস্থার অভিযোগে হেয়ার স্ট্রিট থানা ঘেরা করল অ্যাপ ক্যাব চালকরা । যার নেতৃত্ব দিল CITU ।

Cab Driver
হেয়ার স্ট্রিট থানা ঘেরাও
author img

By

Published : Nov 26, 2019, 9:26 PM IST

Updated : Nov 26, 2019, 11:45 PM IST

কলকাতা, ২৬ নভেম্বর : পিঙ্ক টেস্ট চলাকালীন ইডেন গার্ডেন্সের সামনে অনলাইন ক্যাবের এক চালককে মারধরের অভিযোগ উঠল এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে । দোষীর শাস্তি চেয়ে আজ হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করেন অ্যাপ ক্যাবের চালকরা । তাঁদের অভিযোগ, ওই সার্জেন্ট ক্ষমতার অপব্যবহার করে ওই চালককে গালিগালাজ ও মারধর করেছেন ।

গত শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেনের সামনে থেকে এক ব্যক্তি অনলাইনে গাড়ি বুক করেন । ওই যাত্রীকে ফোন করে নির্দিষ্ট লোকেশনে আসতে অনুরোধ করেন রাহুল শর্মা নামে ওই চালক । রাহুলের অভিযোগ, সেই যাত্রী তাকে ইডেনের কাছেই আসতে বলেন। এই নিয়ে বচসা শুরু হয় দুই পক্ষের । এরপরই বাইকে চেপে এসে একজন ট্রাফিক সার্জেন্ট রাহুলের গাড়ি আটকান । রাহুলকে গাড়ি থেকে নামিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, কিছুক্ষণ আগে তিনিই গাড়িটি বুক করেছিলেন । ফোনে কেন রাহুল তাঁর সঙ্গে জোরে কথা বলেছে, তা জানতে চেয়ে তিনি গালিগালাজ করা শুরু করেন ।

রাহুল বলে, "সার্জেন্টের কাছে ক্ষমা চাই । তাও আমাকে হেনস্থা করা হয় । এমনকি গ্রেপ্তার করে লক আপে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় । আমার গায়ে হাত তোলা হয় । ওই সার্জেন্ট তাঁর ওয়াকিটকি দিয়ে আমার কানের নিচে সজোরে আঘাত করেন । চড়-থাপ্পড় মারেন ।"

দেখুন ভিডিয়ো...
আজ CITU-র নেতৃত্বে বিক্ষোভ দেখান ক্যাব চালকরা । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে মিছিল করে তাঁরা হেয়ার স্ট্রিট থানায় যান । সেখানে তাঁরা ডেপুটেশন দেন । আগামী সাত দিনের মধ্যে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্যাব চালকরা ।

কলকাতা, ২৬ নভেম্বর : পিঙ্ক টেস্ট চলাকালীন ইডেন গার্ডেন্সের সামনে অনলাইন ক্যাবের এক চালককে মারধরের অভিযোগ উঠল এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে । দোষীর শাস্তি চেয়ে আজ হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করেন অ্যাপ ক্যাবের চালকরা । তাঁদের অভিযোগ, ওই সার্জেন্ট ক্ষমতার অপব্যবহার করে ওই চালককে গালিগালাজ ও মারধর করেছেন ।

গত শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেনের সামনে থেকে এক ব্যক্তি অনলাইনে গাড়ি বুক করেন । ওই যাত্রীকে ফোন করে নির্দিষ্ট লোকেশনে আসতে অনুরোধ করেন রাহুল শর্মা নামে ওই চালক । রাহুলের অভিযোগ, সেই যাত্রী তাকে ইডেনের কাছেই আসতে বলেন। এই নিয়ে বচসা শুরু হয় দুই পক্ষের । এরপরই বাইকে চেপে এসে একজন ট্রাফিক সার্জেন্ট রাহুলের গাড়ি আটকান । রাহুলকে গাড়ি থেকে নামিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, কিছুক্ষণ আগে তিনিই গাড়িটি বুক করেছিলেন । ফোনে কেন রাহুল তাঁর সঙ্গে জোরে কথা বলেছে, তা জানতে চেয়ে তিনি গালিগালাজ করা শুরু করেন ।

রাহুল বলে, "সার্জেন্টের কাছে ক্ষমা চাই । তাও আমাকে হেনস্থা করা হয় । এমনকি গ্রেপ্তার করে লক আপে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় । আমার গায়ে হাত তোলা হয় । ওই সার্জেন্ট তাঁর ওয়াকিটকি দিয়ে আমার কানের নিচে সজোরে আঘাত করেন । চড়-থাপ্পড় মারেন ।"

দেখুন ভিডিয়ো...
আজ CITU-র নেতৃত্বে বিক্ষোভ দেখান ক্যাব চালকরা । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে মিছিল করে তাঁরা হেয়ার স্ট্রিট থানায় যান । সেখানে তাঁরা ডেপুটেশন দেন । আগামী সাত দিনের মধ্যে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্যাব চালকরা ।
Intro:কলকাতা, ২৬ নভেম্বর : ইডেনের সামনে এক অনলাইন ক্যাব চালককে শারীরিক হেনস্থার অভিযোগ। তখন চলছিল ভারত-বাংলাদেশের গোলাপি টেস্ট। অভিযোগের তির কলকাতা ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ওই গাড়ি চালককে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে আজ হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করল ক্যাব চালকরা। নেতৃত্ব দিল CITU।
Body:ঘটনা গত শুক্রবার সন্ধ্যার। দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা পেশায় ক্যাব চালক রাহুল শর্মাকে হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত একটি বুকিং কেন্দ্র করে। ইডেনের সামনে থেকে এক ব্যাক্তি অনলাইনে তার গাড়ি বুক করেন। বুকিং পাওয়ার পর যাত্রীকে ফোন করে নির্দিষ্ট লোকেশনে আসতে অনুরোধ করেন রাহুল। যদিও সেই যাত্রী ওই লোকেশনে আসতে অস্বীকার করেন। অভিযোগ, ইডেনের কাছেই অন্যত্র তাকে ডেকে পাঠান। এই নিয়েই বচসা শুরু হয় দুই পক্ষের।

রাহুলের দাবি, ওই যাত্রী ফোন করে তাকে অকথ্য ভাষায় কথা বলায় তিনিও মাথা গরম করে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, এরপরেই একটি বাইকে করে একজন ট্রাফিক সার্জেন্ট এসে তার গাড়ি আটকান। রাহুলকে গাড়ি থেকে নামিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, কিছুক্ষণ আগে তিনিই গাড়িটি বুক করেছিলেন। ফোনে কেন গাড়ি চালক তার সঙ্গে জোর গলায় কথা বলেছেন, জবাব চেয়ে রাহুল শর্মাকে হেনস্থা করতে শুরু করেন বলে অভিযোগ। ক্যাব চালক রাহুল শর্মার দাবি, ওই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তাকে গালিগালাজ করে গ্রেপ্তার করার হুমকি দেন।Conclusion:রাহুল বলেন, "পুলিশের লোকই গাড়ি বুক করেছিলেন বুঝতে পেরে ঘটনার সময় সার্জেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেও আমাকে হেনস্থা করা হয়। এমনকি গ্রেপ্তার করে লক আপে ঢুকিয়ে দেবেন বলেও হুমকি দেন তিনি"। এর প্রতিবাদ করলেই চালকের গায়ে হাত তোলা হয় বলে দাবি রাহুলের। অভিযোগ, ওই ট্রাফিক সার্জেন্ট ওয়াকি টকি দিয়ে তাঁর কানের নিচে সজোরে আঘাত করেন। এছাড়াও চলতে থাকে চড়-থাপ্পড়।

সেই ঘটনার প্রতিবাদে আজ পথে নামে ক্যাব চালকরা। নেতৃত্বে ছিল CITU। সুবোধ মল্লিক স্কয়ার থেকে জমায়েত হয়ে মিছিল পৌঁছায় হেয়ার স্ট্রিট থানায়। কর্মসূচি ছিল থানা ঘেরাওয়ের। তাদের তরফে দেওয়া হয় দেপুটেশন। আগামী সাত দিনের মধ্যে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ক্যাব চালকরা।
Last Updated : Nov 26, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.