কলকাতা, ২৬ নভেম্বর : পিঙ্ক টেস্ট চলাকালীন ইডেন গার্ডেন্সের সামনে অনলাইন ক্যাবের এক চালককে মারধরের অভিযোগ উঠল এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে । দোষীর শাস্তি চেয়ে আজ হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করেন অ্যাপ ক্যাবের চালকরা । তাঁদের অভিযোগ, ওই সার্জেন্ট ক্ষমতার অপব্যবহার করে ওই চালককে গালিগালাজ ও মারধর করেছেন ।
গত শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেনের সামনে থেকে এক ব্যক্তি অনলাইনে গাড়ি বুক করেন । ওই যাত্রীকে ফোন করে নির্দিষ্ট লোকেশনে আসতে অনুরোধ করেন রাহুল শর্মা নামে ওই চালক । রাহুলের অভিযোগ, সেই যাত্রী তাকে ইডেনের কাছেই আসতে বলেন। এই নিয়ে বচসা শুরু হয় দুই পক্ষের । এরপরই বাইকে চেপে এসে একজন ট্রাফিক সার্জেন্ট রাহুলের গাড়ি আটকান । রাহুলকে গাড়ি থেকে নামিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, কিছুক্ষণ আগে তিনিই গাড়িটি বুক করেছিলেন । ফোনে কেন রাহুল তাঁর সঙ্গে জোরে কথা বলেছে, তা জানতে চেয়ে তিনি গালিগালাজ করা শুরু করেন ।
রাহুল বলে, "সার্জেন্টের কাছে ক্ষমা চাই । তাও আমাকে হেনস্থা করা হয় । এমনকি গ্রেপ্তার করে লক আপে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় । আমার গায়ে হাত তোলা হয় । ওই সার্জেন্ট তাঁর ওয়াকিটকি দিয়ে আমার কানের নিচে সজোরে আঘাত করেন । চড়-থাপ্পড় মারেন ।"