ETV Bharat / state

এবার টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ ক্যাব চালকের বিরুদ্ধে - Mega Serial

টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

স্বস্তিকা দত্ত
author img

By

Published : Jul 10, 2019, 1:56 PM IST

Updated : Jul 10, 2019, 4:37 PM IST

কলকাতা, 10 জুলাই : আবারও কাঠগড়ায় অ্যাপ ক্যাবের চালক । এবার এক টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে । আজ সকালে বাইপাস এলাকায় ঘটেছে ঘটনা ।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবিতে নায়িকায় ভূমিকায় কাজ করেছেন স্বস্তিকা দত্ত নামে এই অভিনেত্রী । বেসরকারি চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । এখন স্বস্তিকা ওই চ্যানেলের অপর একটি ধারাবাহিক 'বিজয়িনী'-র মুখ্য চরিত্রে কাজ করছেন । অভিযোগ, আজ শুটিংয়ে যাওয়ার পথে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে । অভিনেত্রী বলেন, ''আজ সকালে কল টাইম ছিল দাসানি স্টুডিওতে । আমি সেখানে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করি । গাড়ির চালকের নাম জামশেদ । ''

accused
অভিযুক্ত ক্যাব চালক

অভিযোগ, অভিনেত্রীকে তিলজলার বাড়ি থেকে গাড়িতে তোলেন জামশেদ। অভিনেত্রীর অভিযোগ, বাইপাসের কাছে উত্তর পঞ্চান্ন গ্রামের একটি রেস্তোরাঁর সামনে ওই ক্যাব চালক আচমকাই গাড়ি থেকে নামেন । তারপর পিছনের দরজা খুলে হাত ধরে নামাতে চেষ্টা করেন অভিনেত্রীকে । অভিযোগ, সেই সময় গাড়ির চালক তাঁকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । বেশ কিছুক্ষণ চলে বচসা।

স্বস্তিকা দত্ত বলেন, "শুটিংয়ের দেরি হচ্ছিল । পুরো ইউনিট অপেক্ষা করছিল । বাধ্য হয়ে অন্যভাবে চলে যাই ।" বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানান তিনি ।

কলকাতা, 10 জুলাই : আবারও কাঠগড়ায় অ্যাপ ক্যাবের চালক । এবার এক টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে । আজ সকালে বাইপাস এলাকায় ঘটেছে ঘটনা ।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবিতে নায়িকায় ভূমিকায় কাজ করেছেন স্বস্তিকা দত্ত নামে এই অভিনেত্রী । বেসরকারি চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । এখন স্বস্তিকা ওই চ্যানেলের অপর একটি ধারাবাহিক 'বিজয়িনী'-র মুখ্য চরিত্রে কাজ করছেন । অভিযোগ, আজ শুটিংয়ে যাওয়ার পথে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে । অভিনেত্রী বলেন, ''আজ সকালে কল টাইম ছিল দাসানি স্টুডিওতে । আমি সেখানে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করি । গাড়ির চালকের নাম জামশেদ । ''

accused
অভিযুক্ত ক্যাব চালক

অভিযোগ, অভিনেত্রীকে তিলজলার বাড়ি থেকে গাড়িতে তোলেন জামশেদ। অভিনেত্রীর অভিযোগ, বাইপাসের কাছে উত্তর পঞ্চান্ন গ্রামের একটি রেস্তোরাঁর সামনে ওই ক্যাব চালক আচমকাই গাড়ি থেকে নামেন । তারপর পিছনের দরজা খুলে হাত ধরে নামাতে চেষ্টা করেন অভিনেত্রীকে । অভিযোগ, সেই সময় গাড়ির চালক তাঁকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । বেশ কিছুক্ষণ চলে বচসা।

স্বস্তিকা দত্ত বলেন, "শুটিংয়ের দেরি হচ্ছিল । পুরো ইউনিট অপেক্ষা করছিল । বাধ্য হয়ে অন্যভাবে চলে যাই ।" বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানান তিনি ।

Intro:কলকাতা, ১০ জুলাই: আবারও কাঠগড়ায় অ্যাপ ক্যাবের চালক। এবার এক জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রীকে অভিযোগ উঠল উবের চালকের বিরুদ্ধে। আজ সকালে বাইপাস এলাকায় ঘটেছে ঘটনা। আপাতত স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালের শুটিংয়ের জন্য অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়লেও বিকেলে অভিযোগ জানাতে চলেছেন থানায়। এমনটাই জানিয়েছেন ওই অভিনেত্রী।
Body:ভেঙ্কটেশ ফিল্মসের হরিপদ ব্যান্ডওয়ালা ছবির নায়িকা স্বস্তিকা দত্ত। স্টার জলসা চ্যানেলে জনপ্রিয় সিরিয়াল ভজ গোবিন্দর নায়িকা শুরু করেছেন চুটিয়ে অভিনয়। এখন তিনি ওই চ্যানেলের বিজয়িনী সিরিয়ালের লিড অভিনেত্রী। সেই স্বস্তিকাকে আজ শুটিংয়ে যাওয়ার পথে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। স্বস্তিকা জানিয়েছেন, আজ সকালে কল টাইম ছিল দাসানি স্টুডিওতে। তিনি সেখানে যাওয়ার জন্য বুক করেন একটি উবের। গাড়িটির নম্বর WB04E9566। যার চালক এর নাম জামশেদ। অভিযোগ, অভিনেত্রীকে তিলজলার বাড়ি থেকে বুকিং মোতাবেক গাড়িতে তোলেন জামশেদ। তারপর মাদ্রাসায় হঠাৎই ওই ট্রিপ ক্যানসেল করে দেন। অভিনেত্রীকে বলেন গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য। স্বাভাবিক ভাবেই নামতে চাননি তিনি। হঠাৎই গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দেন সেই চালক। তারপরেই শুরু হয় হেনস্থা। Conclusion:স্বস্তিকার অভিযোগ, বাইপাস লাগোয়া উত্তর পঞ্চান্ন গ্রামের একটি রেস্টুরেন্টের সামনে ওই ক্যাব চালক হঠাৎই গাড়ি থেকে নামেন। তারপর পিছনের দরজা খুলে রীতিমত টেনেহিঁচড়ে নামাতে শুরু করেন। তখন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন অভিনেত্রী। অভিযোগ সেই সময় গাড়ির চালক বলেন, “ কি করবি কর, দেখি তুই কি করতে পারিস।” তার পরেও বেশ কিছুক্ষন চলে চিৎকার-চেঁচামেচি। অভিনেত্রী জানান, বাদ শুটিংয়ের দেরি হচ্ছিল। পুরো ইউনিট অপেক্ষা করছিল। সেই কারণে তিনি অন্যভাবে স্টুডিওতে চলে যান। তবে বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তার বক্তব্য, “পুরো ঘটনায় আমি হতভম্ব। এমন ঘটনা আমার সঙ্গে আগে ঘটেনি।" অভিনেত্রীর আত্মীয় কুমারদ্বীপ দত্ত জানিয়েছেন, বিকেলে থানায় অভিযোগ জানাবেন তিনি।
Last Updated : Jul 10, 2019, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.