কলকাতা, 3 জানুয়ারি : বাইপাস সার্জারির প্রয়োজন নেই । তবে, সৌরভের বাকি দু'টি ব্লকেজে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে । এই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে করানো হবে, এই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড । আজ একথা জানান চিকিৎসকরা ।
বুকে অস্বস্তি, অসহ্য যন্ত্রণা, বমি, মাথা ঘোরার সমস্যা নিয়ে শনিবার দুপুর একটা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়কে । গতকাল সকাল 11টা নাগাদ বাড়িতে জিম করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । হাসপাতালে ইসিজি করানোর পর চিকিৎসকরা দেখেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন । পরে ক্যাথল্যাবে নিয়ে যাওয়ার পর তাঁরা দেখেন, ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে আক্রান্ত হয়েছেন সৌরভ । তাঁর হার্টের তিনটি আর্টারিতে ব্লকেজ রয়েছে । এর মধ্যে একটি আর্টারির ব্লক গতকাল অ্যাঞ্জিওপ্লাস্টি করে খুলে দেওয়া হয়েছে । ওই আর্টারিতে একটি স্টেন্ট বসানো হয়েছে । গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্লক হয়ে থাকা বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হবে নাকি বাইপাস সার্জারি করা হবে, এই বিষয়ে সোমবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে ।
আরও পড়ুন, কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?
হাসপাতালের সিইও জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালে ফোন করে খোঁজখবর নিচ্ছেন । এদিকে আগামীকাল বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আসতে পারেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।