ETV Bharat / state

রাজ্যের তিন কেন্দ্রে উপ-নির্বাচন 25 নভেম্বর - kolkata

25 নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন । ফলাফল 28 নভেম্বর ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 25, 2019, 3:18 PM IST

কলকাতা, 25 অক্টোবর : 25 নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন । আজই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন । ওইদিন রাজ্যের পাশাপাশি উত্তরাখণ্ডেরও একটি আসনে উপ-নির্বাচন হবে । ফলাফল জানা যাবে 28 নভেম্বর ।

কালিয়াগঞ্জ, খড়গপুর সদর, করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । একটি আসনে BJP ও দু'টি আসনে আগে তৃণমূল ক্ষমতায় ছিল। কালিয়াগঞ্জের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল, খড়গপুর সদরের দিলীপ ঘোষ ও করিমপুরের মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ায় খালি রয়েছে আসনগুলি ।

কলকাতা, 25 অক্টোবর : 25 নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন । আজই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন । ওইদিন রাজ্যের পাশাপাশি উত্তরাখণ্ডেরও একটি আসনে উপ-নির্বাচন হবে । ফলাফল জানা যাবে 28 নভেম্বর ।

কালিয়াগঞ্জ, খড়গপুর সদর, করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । একটি আসনে BJP ও দু'টি আসনে আগে তৃণমূল ক্ষমতায় ছিল। কালিয়াগঞ্জের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল, খড়গপুর সদরের দিলীপ ঘোষ ও করিমপুরের মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ায় খালি রয়েছে আসনগুলি ।

Mumbai, Oct 25 (ANI): Bollywood actress Isha Koppikar Narang shared her Diwali plans in Mumbai on October 24. While speaking to ANI, she said, "Cleanliness is positive and it is not only limited or confined to the festival of Diwali. It should be done on a daily basis." "I will be celebrating my festival with the family and friends as such I haven't thought of doing something else by now," she added. This year Diwali will be celebrated on October 27.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.