কলকাতা, 9 নভেম্বর: চলতি বছরে কঠোরভাবে রাজ্যে বাধ্যতামূলক হয়েছে পরিবেশবান্ধব বাজি বা সবুজ বাজি। হাতে গোনা কয়েক দিন বাকি আলোর উৎসবের আর তার আগে কলকাতায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাজি বাজার। আলোর উৎসবে গা ভাসাতে প্রস্তুত সকলেই। শুরু হয়েছে বাজির কেনাকাটা। ইতিমধ্যেই সরকারি তরফে বলা হয়েছে সবুজ বাজি কিনতে। কলকাতায় শহিদ মিনার, টালা, কালিকাপুর, বেহালা এই চার জায়গায় বসেছে বাজি বাজার। টালা বাজি বাজারের সন্টু ফায়ার ওয়ার্কাস মালিক শুভজিৎ গড়াই গোটা বিষয়টি হাতে কলমে করে দেখলেন ৷ ইটিভি ভারতের ক্যামেরায় তা দৃশ্যবন্দি করলেন আমাদের প্রতিনিধি ৷ যাতে সবুজ বাজি কিনতে এসে কোনও ক্রেতাকে ঠকে যেতে না-হয় তাই পড়ে নিন এই প্রতিবেদন ৷
- কীভাবে বুঝবেন কোনটা সবুজ বাজি? এককথায় বলা যায়, বা সরকারিভাবেই বলা হয়েছে বাজির বাক্সের গায়ে যে কিউ-আর-কোড সেটা স্ক্যান করে দেখবেন। বিস্তারিত তথ্য আসবে। আর তা কিনতে হবে ৷ তবে এখানে আছে বিস্তর ফাঁক!
- কি সেই ফাঁক? সবুজ বাজি দেখে কিনতে হলে যাচাই করতে হবে কেন্দ্রীয় সংস্থা তৈরি অ্যাপ (সিএসআইআর নিরি) স্ক্যান করে। কারণ নিরির ছাড়পত্র দেওয়া বাজি প্রস্তুতকারি সংস্থারগুলোর সমস্ত তথ্য, মেয়াদকাল, উপকরণ সবটাই নথিভুক্ত সেই অ্যাপের প্রযুক্তিতে। সেটা মারফত দেখলেই আসল তথ্য পাবেন ক্রেতারা।
টালা বাজি বাজারের সন্টু ফায়ার ওয়ার্কাস মালিক শুভজিৎ গড়াই বলেন, "আমাদের এবার সবটাই সবুজ বাজি। নিরি যে সমস্ত কোম্পানিকে স্বীকৃতি দিয়েছে সেই সমস্ত কোম্পানির তৈরি বাজিই একমাত্র বিক্রি করতে পারব। সেটা সাধারণ মানুষ জানতে পারবেন 'সিএসআইআর নিরি' অ্যাপের স্ক্যানার খুলে বাজির বাক্সে থাকা কিউ-আর-কোড স্ক্যান করুন। একটা সার্টিফিকেটে বেরোবে। তাতে থাকছে সমস্ত তথ্য। আর সেই বাজি আপনি চোখ বন্ধ করেই কিনতে পারবেন।"
কেন সবুজ বাজি বাধ্যতামূলক? আদৌ কমবে পরিবেশ দূষণ? এই প্রশ্নের উত্তরে টালা বাজি বাজারের কর্মকর্তা শুভঙ্কর মান্না বলেন, "এই বছর উচ্চ আদালতের নির্দেশ আছে। সেই নির্দেশ মেনে চলতে হবে। এই বাজারে ক্রেতাদের নিশ্চিত করতে পারি সবটাই পরিবেশবান্ধব সবুজ বাজি। সাধারণ বাজির সঙ্গে এই বাজির পার্থক্য হল, দূষণ 30 শতাংশের কম অর্থাৎ সাধারণ বাজি পোড়ালে যে সমস্ত দূষিতকণা উৎপন্ন হয় সেটা সবুজ বাজির ক্ষেত্রে 30 শতাংশ কম হবে। এটা কেন্দ্রীয় সংস্থারই দাবি। সাধারণ বাজির থেকে খানিকটা দাম বেশি এই সবুজ বাজির ৷"
আরও পড়ুন: সবুজ বাজি পুড়িয়ে সবুজ আলো দেখছেন ? ভয়নাক বিপদের মুখোমুখি আপনি