কলকাতা, 21 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তাই ইতিমধ্যেই বঙ্গ বিজেপি কোমর বাঁধছে প্রস্তুতিতে। আর তারপরই বাজবে 2024-এর লোকসভা নির্বাচনের দামামা। তাই রাজনৈতিক মহলের অনুমান, লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) মাথায় রেখেই বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভগবত।
6 দিনের বঙ্গ সফরে এসেছেন আরএসএস (RSS) প্রধান। মূলত সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পাশাপাশি কিছু পরামর্শও দেবেন তিনি। গতকাল, অর্থাৎ শুক্রবার ছিল তাঁর বঙ্গ সফরের তৃতীয় দিন। ওইদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র ভবনে স্বয়ং সেবক এবং অন্যান্য কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সম্মেলন করেন তিনি। প্রায় দু'ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। সংগঠনকে ঢেলে সাজাতে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনের সদস্য সংখ্যা আরও কী করে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। আরএসএস সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সেবক ও কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা ও হাওড়া জেলার স্বয়ং সেবকদের বিশেষ কর্মকর্তারা।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে নির্বাচনী অংক মেনেই কি শহিদ মিনারে মোহন ভাগবতের নেতাজি-স্মরণের পরিকল্পনা!
ইতিমধ্যেই মোহন ভগবত হুগলি-সহ আরও বেশ কয়েকটি জায়গায় সফর করেছেন ৷ 2024 সালের আগে রাজ্যের প্রতিটি বুথকে আরও শক্তিশালী করা এবং কর্মী সংখ্যা বৃদ্ধির বিষয়গুলি নিয়েও তিনি আলোচনা করবেন সংগঠনের সঙ্গে। সংগঠনকে শক্তিশালী করে এলাকা ভিত্তিক সামাজিক কাজ শুরু করার উপরেও জোর দেওয়া হবে। পূর্বনির্ধারিত সূচী অনুসারে আজ, অর্থাৎ শনিবার বিকাল 4টের সময় তিনি কলকাতার কেশব ভবনে বয়স্ক মানুষজনের সঙ্গে বৈঠক করবেন। আগামিকাল রবিবার, অর্থাৎ 22 জানুয়ারি তিনি আবারও সাংগঠনিক বৈঠকে ব্যস্ত থাকবেন ওই কেশব ভবনেই। এরপর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সকালবেলায় শহিদ মিনারে যোগাসন শেষ করে ভাষণ দেবেন। প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর পর আবারও রাজ্যে এসেছেন সংঘ পরিবারের প্রধান মোহন ভগবত। বঙ্গ বিজেপিও মোহন ভগবতের এই মেগা ভাষণের দিকে তাকিয়ে রয়েছে। তাই প্রথম থেকেই ভাগবতের এই বঙ্গ সফর থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট নেওয়ার চেষ্টা করছে বিজেপি।