ETV Bharat / state

গড়িয়ায় গুলি ব্যবসায়ীকে, এলাকায় আতঙ্ক - Narendrapur Police Station

পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে অথবা আর্থিক লেনদেন সংক্রান্ত কারনেও এই ঘটনা ঘটতে পারে ।

Businessman shot at Garia
ছবি
author img

By

Published : May 7, 2021, 3:27 PM IST

গড়িয়া, 7 মে : প্রকাশ্যে শুট আউট এক ব্যবসায়ীকে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় । বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলি লাগে বিকাশের ডান পায়ে ।

রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার এক বেসরকারি হাসপাতাল ও পড়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় মলয়কুমার পাইক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । ঘটনায় কার্ত্তিক নামে আরও এক যুবক জখম হয়েছেন । তাঁকেও স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল কর্মীকে গুলি , উত্তেজনা শালিমারে

ঘটনার খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ । তবে কী কারণে গুলি বিকাশের উপর এই হামলা সে বিষয়টি এখনও পরিস্কার নয় । পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে অথবা আর্থিক লেনদেন সংক্রান্ত কারনেও এই ঘটনা ঘটতে পারে । তবে সঠিক কি কারণে বিকাশের উপর হামলা চলল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মলয়কুমার পাইক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

গড়িয়া, 7 মে : প্রকাশ্যে শুট আউট এক ব্যবসায়ীকে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় । বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলি লাগে বিকাশের ডান পায়ে ।

রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার এক বেসরকারি হাসপাতাল ও পড়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় মলয়কুমার পাইক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । ঘটনায় কার্ত্তিক নামে আরও এক যুবক জখম হয়েছেন । তাঁকেও স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল কর্মীকে গুলি , উত্তেজনা শালিমারে

ঘটনার খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ । তবে কী কারণে গুলি বিকাশের উপর এই হামলা সে বিষয়টি এখনও পরিস্কার নয় । পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে অথবা আর্থিক লেনদেন সংক্রান্ত কারনেও এই ঘটনা ঘটতে পারে । তবে সঠিক কি কারণে বিকাশের উপর হামলা চলল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মলয়কুমার পাইক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.