কলকাতা, 8 জুলাই: চলছে গণতন্ত্রের উৎসব ৷ রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন ৷ আর তার প্রভাব পড়েছে খাস কলকাতায় ৷ শহরের রাস্তা থেকে উধাও অধিকাংশ বাস ও অ্যাপ ক্যাব ৷ ভোটের কাজের জন্য নির্বাচন কমিশনের তরফে অধিকাংশ সরকারি ও বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে ৷ আর তার জেরে সপ্তাহের শেষ দিনের সকালে চূড়ান্ত হয়রানির শিকার অফিসযাত্রীরা ৷ দীর্ঘ অপেক্ষার পর বাস এলেও, তাতে ঝাঁপিয়ে পড়ছে মানুষজন ৷ বাদুড় ঝোলা অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে অফিস যেতে হচ্ছে শহর ও শহরতলীর লোকজনকে ৷
পঞ্চায়েত নির্বাচন হচ্ছে গ্রামাঞ্চলে ৷ আর তার প্রভাব পড়েছে কলকাতা ও শহরতলীর জনজীবনে ৷ পঞ্চায়েত নির্বাচনে শহরের কোনও ভূমিকা নেই ৷ স্বাভাবিকভাবেই সব অফিস-কাছারি খোলা রয়েছে ৷ কিন্তু, রাস্তায় নেই গাড়ি-ঘোড়া ৷ অধিকাংশ রুটের বাস তুলে নেওয়া হয়েছে ভোটের কাজের জন্য ৷ এমনকী অ্যাপ ক্যাবের অধিকাংশ কমিশন ও পুলিশ প্রশাসন ভোটের কাজের জন্য তুলে নিয়ে গিয়েছে ৷ ফলে রোদ-বৃষ্টির মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অফিসযাত্রীদের ৷ বিশেষত, গ্রামঞ্চলের মানুষদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে ৷
বাড়ি গ্রামে, কিন্তু অফিস কলকাতায় ৷ এমন অসংখ্য মানুষ সকাল সকাল ভোট দিয়ে ট্রেন ধরে বালিগঞ্জ, দমদম, বিধাননগর, শিয়ালদা ও হাওড়া স্টেশন হয়ে কলকাতায় পৌঁছন ৷ কিন্তু, তারপর রাস্তায় বাসের দেখা নেই ৷ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলে একটা বা দু’টো বাস আসছে ৷ তাতে লোকজন বাসে বাদুড় ঝোলা হয়ে যাচ্ছেন ৷ এই অংশের লোকজন যেমন রয়েছেন ৷ তেমনই কলকাতায় থাকেন যাঁরা, তাঁরাও রাস্তায় বেরিয়ে চূড়ান্ত নাজেহাল হচ্ছেন ৷ এখানেও সমস্যা একই ৷ সরকারি ও বেসরকারি প্রায় অধিকাংশ বাসই তুলে নেওয়া হয়েছে ৷ আবার বহু সরকারি বাস স্বাস্থ্যক্ষেত্রের মতো জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হচ্ছে ৷
আরও পড়ুন: ভোটগ্রহণ শুরুর 3 ঘণ্টা পর কমিশনে রাজীবা, মৃত্যু নিয়ে প্রশ্নে নির্বিকার কমিশনার
ধাপায় থাকেন দেবস্মিতা মণ্ডল ৷ তিনি এ দিন দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পর বাস পান অফিস যাওয়ার জন্য ৷ শরৎ বোস রোডে তাঁর অফিস ৷ উলটোডাঙার হাডকো মোড়েও প্রায় একই অবস্থা ৷ বাসস্টপে অফিসযাত্রীদের ভিড় ৷ আর যে বাস আসছে, তাতে তিলধারণের জায়গা নেই ৷ তার মধ্যেই ঝাঁপিয়ে পড়ছেন লোকজন ৷ অতনু হালদার নামে এক ব্যক্তি বাসের দরজায় কার্যত ঝুলেঝুলে অফিস পৌঁছন ৷ জানালেন, প্রায় 1 ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস পেয়েছেন তিনি ৷ দেশপ্রিয় পার্কের কাছে দীর্ঘ সময় অ্যাপ ক্যাব বুকিং করার চেষ্টা করে ব্যর্থ হন সুস্মিতা চক্রবর্তী ৷ তাই বাধ্য হয়ে ভিড়ে ঠাসা বাসেই কষ্ট করে অফিস পৌঁছতে হয়েছে তাঁকে ৷ সব মিলিয় পঞ্চায়েতে গ্রামাঞ্চলে যেমন গোলা-বারুদে উত্তপ্ত ৷ তেমনই শহরবাসী নাজেহাল যানবিভ্রাটে ৷