ETV Bharat / state

টালা ব্রিজ সংলগ্ন রাস্তায় ছোটো গাড়ি চলাচল বন্ধের প্রস্তাব - বেলগাছিয়া রোড

টালা ব্রিজ সংলগ্ন রাস্তায় ছোটো গাড়ি চলাচল বন্ধ করা হোক ৷ ঘুরিয়ে দেওয়া হোক অন্য রাস্তা দিয়ে ৷ পরিবহন দপ্তরকে ও স্থানীয় পুলিশ স্টেশনগুলিকে প্রস্তাব দিলেন বাস মালিক ও চালকরা ৷

টালা ব্রিজ
author img

By

Published : Oct 16, 2019, 10:33 PM IST

কলকাতা, 16 অক্টোবর: টালা ব্রিজের উপর দিয়ে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ খোলা হয়েছে বিকল্প রাস্তা ৷ কিন্তু তা সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না ৷ বেশ কয়েকটি রাস্তায় প্রবল যানজট তৈরি হচ্ছে ৷ এই সমস্যা সমাধানে ভুক্তভোগী বাসচালক ও বাস মালিকরা আজ একটি প্রস্তাব জমা দিলেন পরিবহন দপ্তর ও স্থানীয় পুলিশ স্টেশনগুলিতে ৷ প্রস্তাবে বলা হয়েছে, টালা ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় ছোটো গাড়ি ও দু'চাকার গাড়ি চলাচল বন্ধ করা হোক ৷

এই প্রসঙ্গে উত্তর কলকাতা মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "অটোগুলি এখন সিঁথির মোড় থেকে পাইকপাড়া পর্যন্ত যাতায়াত করছে । আমরা প্রস্তাব করেছি অটোগুলি যেন শুধু পাইকপাড়া থেকে টালা ব্রিজে ওঠার মুখ পর্যন্ত যাত্রী নিয়ে যায় । বাস ভাড়া বৃদ্ধি হয়নি ৷ অথচ অনেকটা ঘুর পথ দিয়ে যাতায়াত করার জন্য জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে । জ্বালানি খরচ তোলার জন্য বাসগুলির পর্যাপ্ত যাত্রীর প্রয়োজন ।"

প্রসঙ্গত, টালা সেতুর কাজের জন্য তার উপর দিয়ে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে । চলাচল করবে শুধু ছোটো গাড়ি বা যেসব গাড়ির ভার তিন টন বা তার কম । যদিও ব্রিজের উপরে ছোটো গাড়ি চলার অনুমতি রয়েছে, তবুও বাড়তি চাপ কম করার কথা মাথায় রেখেই একাধিক ছোটো গাড়ি খগেন চ্যাটার্জি রোড ও চিৎপুর লকগেট উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করানো হচ্ছে । প্রদীপবাবু বলেন, "পাইকপাড়া থেকে শ্যামবাজারের দূরত্ব 2 কিলোমিটারের থেকে একটু বেশি । টালা ব্রিজে বন্ধ রয়েছে বড় যান চলাচল ৷ তাই সমস্ত বড় যান ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এরমধ্যে অনেক ছোটো গাড়িও একই রাস্তা দিয়ে চলাচল করছে ৷ জ্যামে আটকে পড়ছে গাড়িগুলো ৷ নাজেহাল সাধারণ মানুষ । অন্য সময় মাত্র 20 মিনিটে পার হওয়া যায় এই রাস্তা ৷ আর এখন বিশেষ করে সকালবেলায় অফিস টাইমে ওই দু'কিমি রাস্তা পার হতে এক ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে । এর সমাধান হিসেবে আমরা প্রস্তাব দিয়েছি যাতে কিছু ছোটো গাড়ি, অটো ও মোটর সাইকেল RG কর ব্রিজ দিয়ে যাতায়াত করানো হয় ৷ আর কিছু ছোটো গাড়িকে টালা ব্রিজ দিয়ে যাতায়াত করানো হয় ৷ "

বিভিন্ন রাস্তাগুলিতে যানজটের জেরে চাপ পড়ছে RG কর, বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া সেতুতেও । প্রভাব পড়েছে শ্যামবাজারের রাস্তাগুলিতেও । এছাড়াও গাড়ি চলাচলের গতি বেঁধে দেওয়া হয়েছে ৷ এর ফলে খুব ধীরে এগোচ্ছে গাড়িগুলো ৷ তাই সময় লেগে যাচ্ছে অনেকটাই । এই সমস্ত সমস্যা সমাধানের কথা ভেবেই আজ প্রস্তাব জমা দেওয়া হয় ৷

কলকাতা, 16 অক্টোবর: টালা ব্রিজের উপর দিয়ে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ খোলা হয়েছে বিকল্প রাস্তা ৷ কিন্তু তা সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না ৷ বেশ কয়েকটি রাস্তায় প্রবল যানজট তৈরি হচ্ছে ৷ এই সমস্যা সমাধানে ভুক্তভোগী বাসচালক ও বাস মালিকরা আজ একটি প্রস্তাব জমা দিলেন পরিবহন দপ্তর ও স্থানীয় পুলিশ স্টেশনগুলিতে ৷ প্রস্তাবে বলা হয়েছে, টালা ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় ছোটো গাড়ি ও দু'চাকার গাড়ি চলাচল বন্ধ করা হোক ৷

এই প্রসঙ্গে উত্তর কলকাতা মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "অটোগুলি এখন সিঁথির মোড় থেকে পাইকপাড়া পর্যন্ত যাতায়াত করছে । আমরা প্রস্তাব করেছি অটোগুলি যেন শুধু পাইকপাড়া থেকে টালা ব্রিজে ওঠার মুখ পর্যন্ত যাত্রী নিয়ে যায় । বাস ভাড়া বৃদ্ধি হয়নি ৷ অথচ অনেকটা ঘুর পথ দিয়ে যাতায়াত করার জন্য জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে । জ্বালানি খরচ তোলার জন্য বাসগুলির পর্যাপ্ত যাত্রীর প্রয়োজন ।"

প্রসঙ্গত, টালা সেতুর কাজের জন্য তার উপর দিয়ে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে । চলাচল করবে শুধু ছোটো গাড়ি বা যেসব গাড়ির ভার তিন টন বা তার কম । যদিও ব্রিজের উপরে ছোটো গাড়ি চলার অনুমতি রয়েছে, তবুও বাড়তি চাপ কম করার কথা মাথায় রেখেই একাধিক ছোটো গাড়ি খগেন চ্যাটার্জি রোড ও চিৎপুর লকগেট উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করানো হচ্ছে । প্রদীপবাবু বলেন, "পাইকপাড়া থেকে শ্যামবাজারের দূরত্ব 2 কিলোমিটারের থেকে একটু বেশি । টালা ব্রিজে বন্ধ রয়েছে বড় যান চলাচল ৷ তাই সমস্ত বড় যান ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এরমধ্যে অনেক ছোটো গাড়িও একই রাস্তা দিয়ে চলাচল করছে ৷ জ্যামে আটকে পড়ছে গাড়িগুলো ৷ নাজেহাল সাধারণ মানুষ । অন্য সময় মাত্র 20 মিনিটে পার হওয়া যায় এই রাস্তা ৷ আর এখন বিশেষ করে সকালবেলায় অফিস টাইমে ওই দু'কিমি রাস্তা পার হতে এক ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে । এর সমাধান হিসেবে আমরা প্রস্তাব দিয়েছি যাতে কিছু ছোটো গাড়ি, অটো ও মোটর সাইকেল RG কর ব্রিজ দিয়ে যাতায়াত করানো হয় ৷ আর কিছু ছোটো গাড়িকে টালা ব্রিজ দিয়ে যাতায়াত করানো হয় ৷ "

বিভিন্ন রাস্তাগুলিতে যানজটের জেরে চাপ পড়ছে RG কর, বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া সেতুতেও । প্রভাব পড়েছে শ্যামবাজারের রাস্তাগুলিতেও । এছাড়াও গাড়ি চলাচলের গতি বেঁধে দেওয়া হয়েছে ৷ এর ফলে খুব ধীরে এগোচ্ছে গাড়িগুলো ৷ তাই সময় লেগে যাচ্ছে অনেকটাই । এই সমস্ত সমস্যা সমাধানের কথা ভেবেই আজ প্রস্তাব জমা দেওয়া হয় ৷

Intro:টালা ব্রিজ বন্ধ করে দেওয়ার জেরে বিকল্প রাস্তা করা হলেও তেমন একটা সুরাহা হয়েছে না। বেশ কয়েকটি রাস্তায় যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। Body:তাই এবার ভুক্তভুগি বাস চালক ও বাস মালিকরা প্রস্তাব করেছেন যাতে টালা ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় ছোট গাড়ি ও দুচাকার গাড়ি যাতায়াত করানো না হয়।

নর্থ কলকাতা বাস মিনিবাস ওয়ার্কার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ন বসু বলেন, "অটোগুলি এখন সিঁথির মোড় থেকে পাইকপাড়া পর্যন্ত যাতায়াত করছে। আমরা প্রস্তাব করেছি অটোগুলি যেন শুধু পাইকপাড়া থেকে টালা ব্রিজে ওঠার মুখ পর্যন্ত যাত্রী নিয়ে যায়। বাস ভাড়া বৃদ্ধি না করেই অনেকটা ঘুর পথ দিয়ে যাতায়াত করছে বলে জ্বালানি খরচ বেড়েছে অনেকটাই। তাই জ্বালানি খরচ টুকু তোলার জন্য বাসগুলির পর্যাপ্ত যাত্রীর প্রয়োজন।"

তিনি আরও বলেন যে, "পাইকপাড়া থেকে শ্যামবাজার প্রায় 2 কিমির একটু বেশি রাস্তা। তবে টালা ব্রিজ বন্ধ থাকার কারণে যেহেতু সমস্ত গাড়িই ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে তাই যানজটে নাজেহাল স্বাধারীন মানুষ। ছোট ও বড় গাড়ির শুধু লম্বা লাইনই নয়, ওই দু কিমি রাস্তা পার হতে এক ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এর সমাধান হিসেবে ছোট গাড়ি, অটো ও দু'চাকার গাড়ি যাতে আর জি কর ব্রিজ দিয়ে যাতায়াত করে সে বিষয় প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ছোট গাড়িগুলিকে টালা ব্রিজ দিয়েই যাতায়াত করানোর প্রস্তাব দেওয়া হয়েছে।"

টালা সেতুর কাজের জন্য তার উপর দিয়ে চলবে না বড় যানবাহন। চলাচল করবে শুধু ছোট গাড়ি বা যেসব গাড়ির ভার তিন টন বা তার কম।

যদিও ব্রিজের উপরে ছোট গাড়ি চলার অনুমতি রয়েছে, তবুও বাড়তি চাপ কম করার কথা মাথায় রেখেই একাধিক ছোট গাড়ি খগেন চ্যাটার্জি রোড ও চিৎপুর লকগেট উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করানো হচ্ছে।

মুশকিল হয়েছে সেখানেই। সেতুর ওপর দিয়ে ছোট গাড়ি যাওয়ার অনুমতি থাকলেও ব্রিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবং বাড়তি চাপ যাতে আর না হয় সেই জন্য ছোট গাড়িগুলি তো বটেই সাথে বাস, মিনিবাস, ট্যাক্সি, অটো, মালবাহী গাড়িগুলিকেও এই সব রাস্তা দিয়েই যাতায়াত করানো হচ্ছে। এর ফলে প্রচন্ড যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিসের সময় প্রতিদিন সকালবেলায় 20 মিনিটের রাস্তায় লেগে যাচ্ছে প্রায় ঘন্টাখানেক।
Conclusion:বিভিন্ন রাস্তাগুলিতে যানজটের জেরে এখন বেহাল অবস্থা হয়ে পড়েছে আরজি কর, বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া সেতুতেও। প্রভাব পড়েছে শ্যামবাজারের রাস্তাগুলিতেও। গোদের উপর বিষফোঁড়া হয়েছে গাড়ি চলাচলের গতি বেঁধে দেওয়া এর ফলে খুব ধীরে এগোচ্ছে গাড়ি তাই সময় লেগে যাচ্ছে অনেকটাই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.