ETV Bharat / state

100 টাকা নিয়ে বচসা ! বাসচালককে পিষে মারল অন্য চালক - বাসচালককে পিষে মারল অন্য চালক

বেসরকারি একটি বাসের ধাক্কায় ভেঙে যায় সরকারি বাসের লুকিং গ্লাস । এর জেরে শুরু হয় বচসা ।

Road accident in Kolkata
S 32 রুটের বাস
author img

By

Published : Oct 16, 2020, 10:53 PM IST

কলকাতা, 16 অক্টোবর : বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছিলেন 100 টাকা । সেই টাকাটা পেলেনই না, উলটে বেসরকারি বাসের চালক চাপা দিল তাকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকারি বাসের চালকের । খাস কলকাতার এই ঘটনার জেরে ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, S-32 (হাওড়া-ব‍্যারাকপুর) রুটের বাস চালাচ্ছিলেন পূর্ণেন্দু নন্দী নামের এক চালক । কাশিপুর থানা এলাকার চিড়িয়ামোরে উলটো দিক থেকে একটি 78 নম্বর রুটের বাস ধাক্কা মারে । ঘটনায় সরকারি বাসের লুকিং গ্লাস ভেঙে যায় । তার জেরে শুরু হয় বচসা । পূর্ণেন্দু বাবু 78 নম্বর রুটের বাসের চালকের কাছে 100 টাকা দাবি করেন । ক্ষতিপূরণ বাবদ ওই টাকা দাবি করেন তিনি । অভিযোগ, সেই টাকা না দিয়ে 78 নম্বর রুটের বাস চালিয়ে দেয় চালক । সেই বাসে চাপা পড়েন পূর্ণেন্দু ।

তাঁকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার জেরে চিড়িয়ামোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ব্যারাকপুর রুটের সরকারি বাসের চালকরা । এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 78 নম্বর রুটের বাসের ওই চালককে গ্রেপ্তার করেছে । খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার CCTV ফুটেজ । ঘটনাটি ঠিক কী ঘটেছিল তা ওই ফুটেজ দেখে নিশ্চিত হতে চাইছে পুলিশ ।

কলকাতা, 16 অক্টোবর : বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছিলেন 100 টাকা । সেই টাকাটা পেলেনই না, উলটে বেসরকারি বাসের চালক চাপা দিল তাকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকারি বাসের চালকের । খাস কলকাতার এই ঘটনার জেরে ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, S-32 (হাওড়া-ব‍্যারাকপুর) রুটের বাস চালাচ্ছিলেন পূর্ণেন্দু নন্দী নামের এক চালক । কাশিপুর থানা এলাকার চিড়িয়ামোরে উলটো দিক থেকে একটি 78 নম্বর রুটের বাস ধাক্কা মারে । ঘটনায় সরকারি বাসের লুকিং গ্লাস ভেঙে যায় । তার জেরে শুরু হয় বচসা । পূর্ণেন্দু বাবু 78 নম্বর রুটের বাসের চালকের কাছে 100 টাকা দাবি করেন । ক্ষতিপূরণ বাবদ ওই টাকা দাবি করেন তিনি । অভিযোগ, সেই টাকা না দিয়ে 78 নম্বর রুটের বাস চালিয়ে দেয় চালক । সেই বাসে চাপা পড়েন পূর্ণেন্দু ।

তাঁকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার জেরে চিড়িয়ামোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ব্যারাকপুর রুটের সরকারি বাসের চালকরা । এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 78 নম্বর রুটের বাসের ওই চালককে গ্রেপ্তার করেছে । খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার CCTV ফুটেজ । ঘটনাটি ঠিক কী ঘটেছিল তা ওই ফুটেজ দেখে নিশ্চিত হতে চাইছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.