ETV Bharat / state

Bus of TMC faced Accident: দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস - ঝাড়খণ্ড

তৃণমূলের একটি বাস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। যদিও দুর্ঘটনার কারণে হতাহতের কোনও খবর নেই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 3:55 PM IST

কলকাতা, 1 অক্টোবর: তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে শনিবার দিল্লি রওনা হয়েছে প্রায় 100টি বাস ৷ বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি ৷ এর মধ্যে একটি বাস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

যদিও দুর্ঘটনার কারণে হতাহতের কোনও খবর নেই ৷ কেউ আহত হয়নি বলেও খবর মিলেছে ৷ যদিও ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানোনো হয়েছে, কোনও ঝুঁকি নেওয়া যাবে না ৷ একই সঙ্গে, বাসের সমন্বয় ইনচার্জকে অবিলম্বে ওই বাসটিকে কলকাতায় ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দলের তরফে।

তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রে খবর, বাসটি মূলত পুরুলিয়া জেলা থেকে শাসক দলের কর্মীদের নিয়ে যাচ্ছিল। তারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারি বকেয়া অর্থের প্রতিবাদে আগামী 2 ও 3 অক্টোবর যন্তর মন্তরে দুই দিনের প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছিল। হাওড়া থেকে বিশেষ ট্রেন চেয়েছিল তৃণমূল ৷ কিন্তু রেলের তরফে তা প্রত্যাখ্যান করার পরে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের সমর্থকদের বাসে করে নয়াদিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী শনিবার বিকেলে কলকাতা থেকে একের পর এক দিল্লির উদ্দেশ্যে দলীয় কর্মীদের নিয়ে 50টি বাস যাত্রা শুরু করে। জেলা থেকেও বাস রওনা দেয় দিল্লির উদ্দেশে ৷

আরও পড়ুন: কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা

শনিবার বিকেলে যখন বাসগুলি কলকাতা থেকে ছেড়ে যাচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং দলের লোকসভা সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “কেন্দ্র পারলে দিল্লিতে আমাদের আন্দোলন বন্ধ করুক। আমরা 2 ও 3 অক্টোবর শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করব। 100 দিনের কাজের প্রকল্পের তহবিল ছাড়া না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি বিজেপি সরকার বাধা সৃষ্টি করে, আমরা সেই বাধাগুলি ভেঙে দিয়ে আন্দোলন চালিয়ে যাব ৷" (আইএএনএস)

কলকাতা, 1 অক্টোবর: তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে শনিবার দিল্লি রওনা হয়েছে প্রায় 100টি বাস ৷ বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি ৷ এর মধ্যে একটি বাস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

যদিও দুর্ঘটনার কারণে হতাহতের কোনও খবর নেই ৷ কেউ আহত হয়নি বলেও খবর মিলেছে ৷ যদিও ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানোনো হয়েছে, কোনও ঝুঁকি নেওয়া যাবে না ৷ একই সঙ্গে, বাসের সমন্বয় ইনচার্জকে অবিলম্বে ওই বাসটিকে কলকাতায় ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দলের তরফে।

তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রে খবর, বাসটি মূলত পুরুলিয়া জেলা থেকে শাসক দলের কর্মীদের নিয়ে যাচ্ছিল। তারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারি বকেয়া অর্থের প্রতিবাদে আগামী 2 ও 3 অক্টোবর যন্তর মন্তরে দুই দিনের প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছিল। হাওড়া থেকে বিশেষ ট্রেন চেয়েছিল তৃণমূল ৷ কিন্তু রেলের তরফে তা প্রত্যাখ্যান করার পরে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের সমর্থকদের বাসে করে নয়াদিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী শনিবার বিকেলে কলকাতা থেকে একের পর এক দিল্লির উদ্দেশ্যে দলীয় কর্মীদের নিয়ে 50টি বাস যাত্রা শুরু করে। জেলা থেকেও বাস রওনা দেয় দিল্লির উদ্দেশে ৷

আরও পড়ুন: কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা

শনিবার বিকেলে যখন বাসগুলি কলকাতা থেকে ছেড়ে যাচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং দলের লোকসভা সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “কেন্দ্র পারলে দিল্লিতে আমাদের আন্দোলন বন্ধ করুক। আমরা 2 ও 3 অক্টোবর শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করব। 100 দিনের কাজের প্রকল্পের তহবিল ছাড়া না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি বিজেপি সরকার বাধা সৃষ্টি করে, আমরা সেই বাধাগুলি ভেঙে দিয়ে আন্দোলন চালিয়ে যাব ৷" (আইএএনএস)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.