ETV Bharat / state

চিৎপুরে সিগনাল পোস্টে ধাক্কা মেরে ওলটাল স্কুলবাস; আহত 15 - Bus Accident in Chitpur

চিৎপুর লকগেট ব্রিজের কাছে ওলটাল স্কুলবাস । আহত 15 জন ।

আহত
author img

By

Published : Nov 11, 2019, 12:24 PM IST

Updated : Nov 11, 2019, 3:23 PM IST

কলকাতা, 11 নভেম্বর : চিতপুর লকগেট ব্রিজের কাছে ওলটাল স্কুল বাস । আহত 15 জন । আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আজ সকাল 10 টা নাগাদ স্কুলবাসটি পি কে মুখার্জি ও কাশীপুর রোডের সংযোগস্থলে লকগেট ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়ো...

অভিযোগ, লকগেট ব্রিজের কাছে রাস্তাতে রাখা ছিল বালি । তাতেই চাকা পিছলে বাসের নিয়ন্ত্রণ হারান চালক ৷ সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । ঘটনাস্থান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে ।

কলকাতা, 11 নভেম্বর : চিতপুর লকগেট ব্রিজের কাছে ওলটাল স্কুল বাস । আহত 15 জন । আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আজ সকাল 10 টা নাগাদ স্কুলবাসটি পি কে মুখার্জি ও কাশীপুর রোডের সংযোগস্থলে লকগেট ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়ো...

অভিযোগ, লকগেট ব্রিজের কাছে রাস্তাতে রাখা ছিল বালি । তাতেই চাকা পিছলে বাসের নিয়ন্ত্রণ হারান চালক ৷ সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । ঘটনাস্থান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে ।

Intro:কলকাতা, 11 নভেম্বর: চিতপুর লকগেট ব্রিজের কাছে উল্টে গেল স্কুল বাস। একটি সিগন্যাল পোস্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে। আর তাতেই ঘটে দুর্ঘটনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় যখন দের নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।Body:পুলিশ সূত্রে খবর, ঘটনা ঘটে সকাল সাড়ে ন'টা নাগাদ। চিতপুর লকগেট ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। তবে কোনো পড়ুয়ার আঘাত গুরুতর নয় বলে খবর। এই মুহূর্তে বাসাটি সরানোর কাজ চলছে। Conclusion:
Last Updated : Nov 11, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.