কলকাতা, 15 ডিসেম্বর : এবার থেকে শহর অবৈধ নির্মাণ হলে সেই এলাকার বোরো ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে শোকজ় করবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বৈঠকের পর কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কোনও ওয়ার্ডে নির্মাণকাজ শুরু হলে সেই এলাকার বোরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নজরদারির দায়িত্বে থাকেন । কিন্তু, যদি ইঞ্জিনিয়ারদের নজর এড়িয়ে কোনও অবৈধ নির্মাণ হয় তাহলে সেজন্য দায়ী করা হবে দায়িত্বপ্রাপ্ত বোরো ইঞ্জিনিয়ারদের । কারণ অবৈধ নির্মাণ যদি তৈরি হয় তার মানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের গাফিলতির জন্য অবৈধ নির্মাণ হয়েছে । অথবা অবৈধ নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা । তাই তাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : কারও গ্যাস খেয়ে চিঠি লিখেছে জিতেন্দ্র, মন্তব্য ফিরহাদের
ফিরহাদ হাকিম আরও বলেন, "তদন্ত করে যদি দেখা যায় অবৈধ নির্মাণের পেছনে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারা জড়িত রয়েছেন তাহলে ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করা হবে । সেই সঙ্গে পৌরনিগম অবৈধ নির্মাণ ভেঙে দেবে ।" কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি । এবার থেকে হেরিটেজ সম্পত্তি মিউটেশন করতে গেলে হেরিটেজ কমিশনের অনুমতির প্রয়োজন হবে না । যদি ওই সম্পত্তির কোনও নকশা পরিবর্তন করতে হয় তবে অবশ্য হেরিটেজ কমিশনের অনুমতি নিতে হবে । কলকাতার হেরিটেজ স্থাপত্য ও সম্পত্তির উত্তরাধিকারীদের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ।