ETV Bharat / state

5 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের সম্ভাবনা - vote on account

একুশের বিধানসভা নির্বাচনে ভোট অন অ্যাকাউন্টে বাজেট অধিবেশন হতে পারে আগামী মাসের 5 তারিখে । আজ তা ফের জানিয়ে দিল পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

5 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের সম্ভাবনা
5 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের সম্ভাবনা
author img

By

Published : Jan 25, 2021, 10:35 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিধানসভায় বাজেট অধিবেশনের সম্ভাবনা রয়েছে বলে আজ ফের একবার জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রথা মেনে চলতি বছর ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে বাজেট অধিবেশন হতে পারে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের সম্ভাবনা নেই । নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের সবকটি দপ্তর থেকে 1 হাজার শব্দের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । অর্থাৎ রাজ্য সরকারের সবকটি দপ্তর থেকে পৃথক পৃথক আয়-ব্যয়ের হিসাব এবং সাফল্য ও উন্নতির খতিয়ান নিয়ে রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে ।

আরও পড়ুন : বাজেট অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে নির্দেশ বিজেপির

রাজ্যপালের বাজেট ভাষণের জন্য প্রস্তুত রয়েছে রাজ্য সরকার । যদিও নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট হবে না বিধানসভায় । পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যা হওয়ার তা প্রথা মেনেই হবে । নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভবপর নয় ।

সূত্রের খবর, ফেব্রুয়ারির 5 তারিখে বিধানসভায় ক্যাবিনেট বৈঠকের মধ্যেই বাজেট পেশ হয়ে যেতে পারে । অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করবেন । নতুন সরকার গঠিত হওয়ার পর তাঁরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ।

কলকাতা, 25 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিধানসভায় বাজেট অধিবেশনের সম্ভাবনা রয়েছে বলে আজ ফের একবার জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রথা মেনে চলতি বছর ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে বাজেট অধিবেশন হতে পারে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের সম্ভাবনা নেই । নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের সবকটি দপ্তর থেকে 1 হাজার শব্দের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । অর্থাৎ রাজ্য সরকারের সবকটি দপ্তর থেকে পৃথক পৃথক আয়-ব্যয়ের হিসাব এবং সাফল্য ও উন্নতির খতিয়ান নিয়ে রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে ।

আরও পড়ুন : বাজেট অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে নির্দেশ বিজেপির

রাজ্যপালের বাজেট ভাষণের জন্য প্রস্তুত রয়েছে রাজ্য সরকার । যদিও নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট হবে না বিধানসভায় । পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যা হওয়ার তা প্রথা মেনেই হবে । নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভবপর নয় ।

সূত্রের খবর, ফেব্রুয়ারির 5 তারিখে বিধানসভায় ক্যাবিনেট বৈঠকের মধ্যেই বাজেট পেশ হয়ে যেতে পারে । অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করবেন । নতুন সরকার গঠিত হওয়ার পর তাঁরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.