দিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেটে বিশেষ জায়গা করে নিল কলকাতার ভারতীয় যাদুঘর ৷ 2020-21 অর্থবর্ষের বাজেটে যাদুঘর সংস্কারের জন্য আর্থিক অনুদানের প্রস্তাব দেওয়া হয় ৷ শুধুমাত্র যাদুঘর নয়, এবারের বাজেটে বিশেষ জায়গা করে নিয়েছে কলকাতার টাঁকশালও ৷
বাজেটে রাঁচিতে আদিবাসী মিউজ়িয়াম তৈরি করার কথাও ঘোষণা করা হয় ৷ দেশের আরও 5টি জায়গার নতুন করে সংগ্রহশালা তৈরি করার কথাও বলা হয়েছে ৷ হরিয়ানা, উত্তরপ্রদেশে, অসম, গুজরাত, তামিলনাড়ুতে নতুন করে সংগ্রহশালা তৈরি করা হবে ৷
যাদুঘরগুলোর পরিকাঠামো পরিবর্তন করে ও নতুন করে যাদুঘর তৈরির ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷