ETV Bharat / state

নির্মলার বাজেটে বিশেষ গুরুত্ব কলকাতার ভারতীয় যাদুঘরকে - in budget 2020 special announcment for Indian Museum Kolkata

দেশে তৈরি হবে পাঁচটি নতুন সংগ্রহশালা । বাজেটে বিশেষ গুরুত্ব কলকাতার ভারতীয় যাদুঘরকে । বরাদ্দ বাড়ছে টাঁকশালের উন্নয়নে ।

Kolkata Museum
কলকাতা মিউজিয়াম
author img

By

Published : Feb 2, 2020, 10:28 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেটে বিশেষ জায়গা করে নিল কলকাতার ভারতীয় যাদুঘর ৷ 2020-21 অর্থবর্ষের বাজেটে যাদুঘর সংস্কারের জন্য আর্থিক অনুদানের প্রস্তাব দেওয়া হয় ৷ শুধুমাত্র যাদুঘর নয়, এবারের বাজেটে বিশেষ জায়গা করে নিয়েছে কলকাতার টাঁকশালও ৷

বাজেটে রাঁচিতে আদিবাসী মিউজ়িয়াম তৈরি করার কথাও ঘোষণা করা হয় ৷ দেশের আরও 5টি জায়গার নতুন করে সংগ্রহশালা তৈরি করার কথাও বলা হয়েছে ৷ হরিয়ানা, উত্তরপ্রদেশে, অসম, গুজরাত, তামিলনাড়ুতে নতুন করে সংগ্রহশালা তৈরি করা হবে ৷

যাদুঘরগুলোর পরিকাঠামো পরিবর্তন করে ও নতুন করে যাদুঘর তৈরির ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেটে বিশেষ জায়গা করে নিল কলকাতার ভারতীয় যাদুঘর ৷ 2020-21 অর্থবর্ষের বাজেটে যাদুঘর সংস্কারের জন্য আর্থিক অনুদানের প্রস্তাব দেওয়া হয় ৷ শুধুমাত্র যাদুঘর নয়, এবারের বাজেটে বিশেষ জায়গা করে নিয়েছে কলকাতার টাঁকশালও ৷

বাজেটে রাঁচিতে আদিবাসী মিউজ়িয়াম তৈরি করার কথাও ঘোষণা করা হয় ৷ দেশের আরও 5টি জায়গার নতুন করে সংগ্রহশালা তৈরি করার কথাও বলা হয়েছে ৷ হরিয়ানা, উত্তরপ্রদেশে, অসম, গুজরাত, তামিলনাড়ুতে নতুন করে সংগ্রহশালা তৈরি করা হবে ৷

যাদুঘরগুলোর পরিকাঠামো পরিবর্তন করে ও নতুন করে যাদুঘর তৈরির ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷

New Delhi, Feb 01 (ANI): Chief Minister of Madhya Pradesh Kamal Nath hit out at Prime Minister Narendra Modi government over Union Budget 2020. He said that in last 5 years Modi government's budget only increased unemployment. "From last 5 years Modi is presenting budget and in 5 years they have taken economy at a level where GDP is decreasing and unemployment is increasing. Every year they praise themselves and through media. There was need to make incentive better and increase consumption," said Chief Minister Kamal Nath.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.