ETV Bharat / state

আন্তর্দেশীয় মানব পাচার নিয়ে বিএসএফের বিশেষ কর্মশালা

ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচার বিশেষ করে নারী পাচার রোধ করতে কলকাতায় দুইদিনের কর্মশালার আয়োজন করল দক্ষিণবঙ্গ সীমা সুরক্ষা বাহিনী৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর উপ-মহানিরীক্ষক সুরজিৎ সিং গুলেরিয়াস সহ অন্যান্যরা ৷

author img

By

Published : Jan 20, 2021, 10:13 PM IST

শ্রী সুরজিৎ সিং গুলেরিয়া
শ্রী সুরজিৎ সিং গুলেরিয়া

কলকাতা,20 জানুয়ারি : ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচার রুখতে কলকাতায় দুদিনের কর্মশালার আয়োজন করল দক্ষিণবঙ্গ সীমা সুরক্ষা বাহিনী৷

ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচার রোধের জন্য এর আগেও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ অনেক এনজিও এ ব্যপারে কাজ করলেও পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটেনি ৷ এর অন্যতম কারণ হিসাবে উঠে আসছে মানব পাচার রোধের জাতীয় বা আন্তর্জাতিক আইন সম্পর্কে দুই দেশের নিরাপত্তা বাহিনীর সঠিক ধারণা না থাকা ৷ তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে সীমান্ত রক্ষা বাহিনী এবং মানব পাচার বিরোধী ইউনিটের সদস্যদের প্রশিক্ষিত করতে কলকাতায় আয়োজিত হল এই কর্মশালা৷

আরও পড়ুন:ধর্ষণের শিকার হওয়া শিশুর পড়াশোনার দায়িত্ব নিতে সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

দু'দিন ব্যপী এই কর্মশালার সভাপতিত্ব করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর উপ-মহানিরীক্ষক সুরজিৎ সিং গুলেরিয়া৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন উপ-মহানিরীক্ষক এস কে মিশ্র, সানলাপ এনজিওর তরফে তপতি ভৌমিক সহ অন্যান্যরা। এই কর্মশালার মুখ্য অধিবক্তা ছিলেন মানবেন্দ্র মণ্ডল ও ইনস্টিটিউট অফ সোশাল চেঞ্জের সদস্য জয় প্রকাশ ৷

এই কর্মশালায় অংশগ্রহণ করেন সীমান্ত রক্ষা বাহিনী এবং মানব পাচার বিরেধী ইউনিটের 30 জন কর্মকর্তা, 19 অধস্তন কর্মকর্তা এবং 23 জন অন্য কার্মিক সদস্য-সহ মোট 72 জন সদস্য ৷

কলকাতা,20 জানুয়ারি : ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচার রুখতে কলকাতায় দুদিনের কর্মশালার আয়োজন করল দক্ষিণবঙ্গ সীমা সুরক্ষা বাহিনী৷

ভারত-বাংলাদেশ সীমান্তে মানব পাচার রোধের জন্য এর আগেও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ অনেক এনজিও এ ব্যপারে কাজ করলেও পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটেনি ৷ এর অন্যতম কারণ হিসাবে উঠে আসছে মানব পাচার রোধের জাতীয় বা আন্তর্জাতিক আইন সম্পর্কে দুই দেশের নিরাপত্তা বাহিনীর সঠিক ধারণা না থাকা ৷ তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে সীমান্ত রক্ষা বাহিনী এবং মানব পাচার বিরোধী ইউনিটের সদস্যদের প্রশিক্ষিত করতে কলকাতায় আয়োজিত হল এই কর্মশালা৷

আরও পড়ুন:ধর্ষণের শিকার হওয়া শিশুর পড়াশোনার দায়িত্ব নিতে সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

দু'দিন ব্যপী এই কর্মশালার সভাপতিত্ব করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর উপ-মহানিরীক্ষক সুরজিৎ সিং গুলেরিয়া৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন উপ-মহানিরীক্ষক এস কে মিশ্র, সানলাপ এনজিওর তরফে তপতি ভৌমিক সহ অন্যান্যরা। এই কর্মশালার মুখ্য অধিবক্তা ছিলেন মানবেন্দ্র মণ্ডল ও ইনস্টিটিউট অফ সোশাল চেঞ্জের সদস্য জয় প্রকাশ ৷

এই কর্মশালায় অংশগ্রহণ করেন সীমান্ত রক্ষা বাহিনী এবং মানব পাচার বিরেধী ইউনিটের 30 জন কর্মকর্তা, 19 অধস্তন কর্মকর্তা এবং 23 জন অন্য কার্মিক সদস্য-সহ মোট 72 জন সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.