ETV Bharat / state

BSF Seized Bangladeshi Currency: চাপড়া সীমান্তে সাড়ে আট লক্ষ বাংলাদেশী টাকা বাজেয়াপ্ত করল বিএসএফ

নদিয়ার চাপড়া সীমান্তে সাড়ে আট লক্ষ বাংলাদেশী টাকা বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ এর আগে 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 68 ব্যাটালিয়নের বিওপি মধুপুরের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানকে ব্যর্থ করে ৷ সেই সময় বিএসএফ চারটি বিদেশী পিস্তল, আটটি ম্যাগাজিন এবং 50 টি কার্তুজ বাজেয়াপ্ত করেছিল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:07 PM IST

কলকাতা, 4 অক্টোবর: ভারত-বাংলাদেশ দক্ষিণবঙ্গ সীমান্তের 82 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি এলাকার মহাখোলার বিএসএফ জওয়ানরা সম্প্রতি বাংলাদেশী মুদ্রা পাচার রুখতে সফল হয়েছেন ৷ বিএসএফ সূত্রে খবর, চোরাকারবারিদের থেকে সাড়ে আট লক্ষ বাংলাদেশী টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । যা ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় 6 লক্ষ 37 হাজার ৫০০ টাকা। বাজেয়াপ্ত বাংলাদেশী মুদ্রা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাপড়ার মহতপুর কাস্টমস দফতরে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত চৌকি মহখোলায় বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় কাঁটাতারের ওপারে চোরাকারবারিদের গতিবিধি তাঁদের নজরে আসে। ভারতের দিক থেকে একজনকে বাংলাদেশের দিকে কিছু ছুড়তেও দেখেন জওয়ানরা। এরপরই বিএসএফ কর্মীদের সন্দেহ হয় ৷ সতর্ক হয়ে যায় চোরাকারবারিরাও ৷ ঘন ঝোপঝাড় ও ঘরবাড়ির সুযোগ নিয়ে চোরাচালানকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে খবর। একই ভাবে, ভারতীয় চোরাকারবারী মুখ ঢেকে ঘন ঝোপঝাড় দিয়ে পালিয়ে যায়। পরে জওয়ানরা জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। তল্লাশির সময় কালো পলিথিনে মোড়ানো মোট পাঁচটি বান্ডিল উদ্ধার করে সেনা ৷ যেগুলির মধ্যে বাংলাদেশী মুদ্রায় 500 এবং এক হাজার টাকার মোট সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষের কাছাকাছি ৷

বিএসএফ দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক ডিআইজি এ কে আর্য বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। যার জেরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের সমস্যায় পড়তে হয়।" ওই কর্মকর্তা আরও বলেন, "আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।"

আরও পড়ুন: পোলট্রি ফার্মে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, সুতিতে মৃত্যু তৃণমূল নেতার

গত 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 68 ব্যাটালিয়নের বিওপি মধুপুরের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানকে ব্যর্থ করে ৷ সেই সময় বিএসএফ চারটি বিদেশী পিস্তল, আটটি ম্যাগাজিন এবং 50 টি কার্তুজ বাজেয়াপ্ত করেছিল। ওই অস্ত্র চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা থানার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন 68 ব্যাটালিয়নের মধুপুর এলাকার।

কলকাতা, 4 অক্টোবর: ভারত-বাংলাদেশ দক্ষিণবঙ্গ সীমান্তের 82 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি এলাকার মহাখোলার বিএসএফ জওয়ানরা সম্প্রতি বাংলাদেশী মুদ্রা পাচার রুখতে সফল হয়েছেন ৷ বিএসএফ সূত্রে খবর, চোরাকারবারিদের থেকে সাড়ে আট লক্ষ বাংলাদেশী টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । যা ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় 6 লক্ষ 37 হাজার ৫০০ টাকা। বাজেয়াপ্ত বাংলাদেশী মুদ্রা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাপড়ার মহতপুর কাস্টমস দফতরে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত চৌকি মহখোলায় বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় কাঁটাতারের ওপারে চোরাকারবারিদের গতিবিধি তাঁদের নজরে আসে। ভারতের দিক থেকে একজনকে বাংলাদেশের দিকে কিছু ছুড়তেও দেখেন জওয়ানরা। এরপরই বিএসএফ কর্মীদের সন্দেহ হয় ৷ সতর্ক হয়ে যায় চোরাকারবারিরাও ৷ ঘন ঝোপঝাড় ও ঘরবাড়ির সুযোগ নিয়ে চোরাচালানকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে খবর। একই ভাবে, ভারতীয় চোরাকারবারী মুখ ঢেকে ঘন ঝোপঝাড় দিয়ে পালিয়ে যায়। পরে জওয়ানরা জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। তল্লাশির সময় কালো পলিথিনে মোড়ানো মোট পাঁচটি বান্ডিল উদ্ধার করে সেনা ৷ যেগুলির মধ্যে বাংলাদেশী মুদ্রায় 500 এবং এক হাজার টাকার মোট সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষের কাছাকাছি ৷

বিএসএফ দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক ডিআইজি এ কে আর্য বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। যার জেরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের সমস্যায় পড়তে হয়।" ওই কর্মকর্তা আরও বলেন, "আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।"

আরও পড়ুন: পোলট্রি ফার্মে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, সুতিতে মৃত্যু তৃণমূল নেতার

গত 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 68 ব্যাটালিয়নের বিওপি মধুপুরের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানকে ব্যর্থ করে ৷ সেই সময় বিএসএফ চারটি বিদেশী পিস্তল, আটটি ম্যাগাজিন এবং 50 টি কার্তুজ বাজেয়াপ্ত করেছিল। ওই অস্ত্র চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা থানার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন 68 ব্যাটালিয়নের মধুপুর এলাকার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.