ETV Bharat / state

সীমান্তে BSF-র অভিযান, উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ সহ গাঁজা ও গোরু

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে আরও উদ্ধার হয়েছে 853 বোতল ফেনসিডিল এবং 10 কেজি 300 গ্রাম গাঁজা। সব মিলিয়ে মোট 1103 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয়েছে মোট 17 কেজি 800 গ্রাম গাঁজা। পাশাপাশি উদ্ধার হয়েছে 14 টি গোরু।

BSF
BSF
author img

By

Published : Aug 18, 2020, 5:20 AM IST

কলকাতা, 18 অগাস্ট: সীমান্তে অপরাধ রুখতে বিশেষ অভিযান চালাল সীমান্তরক্ষী বাহিনী। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সেই অভিযানে উদ্ধার হলো প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ, গাঁজা এবং 14 টি গোরু। কোনও পাচারকারীতে অবশ্য গ্রেপ্তার করা যায়নি ।

BSFসূত্রে খবর,প্রথম ঘটনা কৃষ্ণনগর সেক্টরের কুলিয়া গ্রামের কাছে রানাঘাট বর্ডার আউটপোস্ট। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দেখতে পান কুলিয়া গ্রাম দিয়ে রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে কয়েকজন সীমান্তের দিকে আসছে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয় বিশেষ অভিযানে থাকা বাহিনীর সদস্যরা। ধাওয়া করা হয় সন্দেহজনক ওই ব্যক্তিদের। তারা একটি প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় 200 বোতল ফেনসিডিল।

পরের ঘটনা মালদা সেক্টরের শাসানি বর্ডার আউটপোস্টের কাছে। 24 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা দেখতে পায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি। দ্রুত সক্রিয় হয় BSF। তারা চ্যালেঞ্জ করে সন্দেহজনক ব্যক্তিদের। সীমান্তরক্ষী বাহিনীর সক্রিয়তা দেখে সঙ্গে থাকা জিনিসপত্র ফেলে পালায় পাচারকারীরা । উদ্ধার হয় সাড়ে 7 কেজি গাঁজা এবং 50 বোতল ফেনসিডিল।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে আরও উদ্ধার হয়েছে 853 বোতল ফেনসিডিল এবং 10 কেজি 300 গ্রাম গাঁজা। সব মিলিয়ে মোট 1103 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয়েছে মোট 17 কেজি 800 গ্রাম গাঁজা। পাশাপাশি উদ্ধার হয়েছে 14 টি গোরু।

কলকাতা, 18 অগাস্ট: সীমান্তে অপরাধ রুখতে বিশেষ অভিযান চালাল সীমান্তরক্ষী বাহিনী। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সেই অভিযানে উদ্ধার হলো প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ, গাঁজা এবং 14 টি গোরু। কোনও পাচারকারীতে অবশ্য গ্রেপ্তার করা যায়নি ।

BSFসূত্রে খবর,প্রথম ঘটনা কৃষ্ণনগর সেক্টরের কুলিয়া গ্রামের কাছে রানাঘাট বর্ডার আউটপোস্ট। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দেখতে পান কুলিয়া গ্রাম দিয়ে রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে কয়েকজন সীমান্তের দিকে আসছে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয় বিশেষ অভিযানে থাকা বাহিনীর সদস্যরা। ধাওয়া করা হয় সন্দেহজনক ওই ব্যক্তিদের। তারা একটি প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় 200 বোতল ফেনসিডিল।

পরের ঘটনা মালদা সেক্টরের শাসানি বর্ডার আউটপোস্টের কাছে। 24 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা দেখতে পায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি। দ্রুত সক্রিয় হয় BSF। তারা চ্যালেঞ্জ করে সন্দেহজনক ব্যক্তিদের। সীমান্তরক্ষী বাহিনীর সক্রিয়তা দেখে সঙ্গে থাকা জিনিসপত্র ফেলে পালায় পাচারকারীরা । উদ্ধার হয় সাড়ে 7 কেজি গাঁজা এবং 50 বোতল ফেনসিডিল।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে আরও উদ্ধার হয়েছে 853 বোতল ফেনসিডিল এবং 10 কেজি 300 গ্রাম গাঁজা। সব মিলিয়ে মোট 1103 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয়েছে মোট 17 কেজি 800 গ্রাম গাঁজা। পাশাপাশি উদ্ধার হয়েছে 14 টি গোরু।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.