কলকাতা, 25 জানুয়ারি : মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন করে পূর্ব পাকিস্তান ৷ তৈরি হয় বাংলাদেশ ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকা আমাদের সকলেরই জানা ৷ সেই 1971 সাল থেকেই এপারে ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ৷ 50 বছর পেরিয়েও নিজেদের কর্তব্যে অবিচল বিএসএফ ৷
এবার নিজেদের সেই কর্তব্য, নানা সাফল্যের কথা উঠে এল বিএসএফ কর্তাদের মুখে ৷ মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force of India) তরফ থেকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এসএস গুলারিয়া এবং আইজি অনুরাগ গর্গ সাংবাদিকদের মুখোমুখি হয় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন । তাঁদের দাবি, গত কয়েক বছরের তুলনায় চোরাচালান অনেকটাই কম হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে । গরু পাচার রুখতেও অনেকটাই সফল বিএসএফ ৷ বিএসএফ-এর কাজকর্ম একটি ভিডিয়ো ও একটি বইয়ের মাধ্যমে তুলে ধরার কথা জানিয়েছেন কর্তারা ৷
আরও পড়ুন : উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্তে ' অ্যান্টি কাট ও অ্যান্টি ক্লাইম্ব' ফেন্সিং লাগানোর উদ্যোগ বিএসএফের
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ারভুক্ত এলাকার পরিমাণ একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে ৷ বাংলাদেশ সীমান্তেও এর প্রভাব পড়েছে ৷ তাদের বিরুদ্ধে অভিযোগও উঠছে ৷ অভিযোগ, বিএসএফ স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ছে । কিন্তু ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিএসএফের আইজি অনুরাগ গর্গ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন । তিনি জানিয়েছেন, এরকম কোনও কাজ বিএসএফের তরফের করা হয় না । নিজেদের এক্তিয়ারে থেকেই কাজ করে বিএসএফ ৷ কোনও অভিযানে গেলে স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানিয়েই যাওয়া হয় ৷