ETV Bharat / state

BSF Rape Controversy: বিএসএফের মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযুক্ত ইনস্পেক্টর, বিজেপিকে নিশানা কুণালের - বিজেপি

নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের ক্যাম্পে ধর্ষণ ! মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ (BSF Lady Constable Allegedly Raped) ৷ অভিযুক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের ৷ এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷

BSF Rape Controversy
BSF Rape Controversy
author img

By

Published : Feb 21, 2023, 4:30 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: বিএসএফের এক ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে (BSF inspector Allegedly Raped Lady Constable) ৷ মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে (BSF Inspector Suspended over Allegations of Rape) ৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে ৷

বিএসএফের (BSF) তরফে জানা গিয়েছে, নির্যাতিতাও বিএসএফে কর্মরত ৷ তিনি কনস্টেবল পদে রয়েছেন ৷ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে সীমান্ত এলাকায় বিএসএফের একটি ক্যাম্পে ওই মহিলা কনস্টেবলের উপর এই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

বিএসএফের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নদিয়ার টুঙ্গি সীমান্তের একটি ক্যাম্পে ওই ইনস্পেক্টর নিযুক্ত রয়েছেন ৷ সেখানেই গত 19 ফেব্রুয়ারি মহিলা কনস্টেবলকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ ঘটনার দিনই বিষয়টি তাঁদের সামনে আসে ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া অভিযুক্তের বিরুদ্ধে ৷ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ঘটনাটি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি টুইটের পরে সামনে আসে ৷ তিনি এই ইস্যুতে বিজেপিকেও নিশানা করেন ৷ এই নিয়ে বিজেপির কী প্রতিক্রিয়া, তাও জানতে চান ৷ তিনি লেখেন, “নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ কমান্ডারের দ্বারা এক মহিলা বিএসএফ কনস্টেবল ধর্ষণের শিকার হয়েছেন । নির্যাতিতাকে এসএসকেএমে নিয়ে এসেছে বিএসএফ ৷ এরপর ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে । কমান্ডারকে সাসপেন্ড করা হয়েছে ।’’ এর পরই বিজেপির (BJP) উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এখন বিজেপি কী বলবে ?’’

  • A lady BSF constable has been raped by BSF Commander in Krishnagunj, Nadia Camp. BSF brought the victim to SSKM, then a zero FIR has been lodged in Bhabanipur PS. The Commander is suspended.

    Now, what will BJP say?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালে বিএসএফ আইন সংশোধন করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সংশোধনের পর বিএসএফের ক্ষমতা বেড়েছে ৷ আগে সীমান্ত থেকে 15 কিলোমিটাররের মধ্যে তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার ছিল এই আধা সামরিক বাহিনীর ৷ কিন্তু এখন পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের আন্তর্জাতিক সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার রয়েছে ৷

যা নিয়ে ব্যাপক বিতর্ক ৷ তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব হয় ৷ অভিযোগ ওঠে, বিজেপি বিরোধীদের হেনস্তা করতে বিএসএফকে ব্যবহার করছে ৷ তাই এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ৷ তবে বিএসএফের তরফে জানানো হয়েছে, এই ঘটনা তারা অত্যন্ত কড়াভাবে মোকাবিলাকে ৷ অভিযুক্তকে কোনোরকম ছাড় দেওয়া হবে না ৷

আরও পড়ুন: গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর

কলকাতা, 21 ফেব্রুয়ারি: বিএসএফের এক ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে (BSF inspector Allegedly Raped Lady Constable) ৷ মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে (BSF Inspector Suspended over Allegations of Rape) ৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে ৷

বিএসএফের (BSF) তরফে জানা গিয়েছে, নির্যাতিতাও বিএসএফে কর্মরত ৷ তিনি কনস্টেবল পদে রয়েছেন ৷ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে সীমান্ত এলাকায় বিএসএফের একটি ক্যাম্পে ওই মহিলা কনস্টেবলের উপর এই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

বিএসএফের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নদিয়ার টুঙ্গি সীমান্তের একটি ক্যাম্পে ওই ইনস্পেক্টর নিযুক্ত রয়েছেন ৷ সেখানেই গত 19 ফেব্রুয়ারি মহিলা কনস্টেবলকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ ঘটনার দিনই বিষয়টি তাঁদের সামনে আসে ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া অভিযুক্তের বিরুদ্ধে ৷ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ঘটনাটি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি টুইটের পরে সামনে আসে ৷ তিনি এই ইস্যুতে বিজেপিকেও নিশানা করেন ৷ এই নিয়ে বিজেপির কী প্রতিক্রিয়া, তাও জানতে চান ৷ তিনি লেখেন, “নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ কমান্ডারের দ্বারা এক মহিলা বিএসএফ কনস্টেবল ধর্ষণের শিকার হয়েছেন । নির্যাতিতাকে এসএসকেএমে নিয়ে এসেছে বিএসএফ ৷ এরপর ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে । কমান্ডারকে সাসপেন্ড করা হয়েছে ।’’ এর পরই বিজেপির (BJP) উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এখন বিজেপি কী বলবে ?’’

  • A lady BSF constable has been raped by BSF Commander in Krishnagunj, Nadia Camp. BSF brought the victim to SSKM, then a zero FIR has been lodged in Bhabanipur PS. The Commander is suspended.

    Now, what will BJP say?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালে বিএসএফ আইন সংশোধন করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সংশোধনের পর বিএসএফের ক্ষমতা বেড়েছে ৷ আগে সীমান্ত থেকে 15 কিলোমিটাররের মধ্যে তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার ছিল এই আধা সামরিক বাহিনীর ৷ কিন্তু এখন পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের আন্তর্জাতিক সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার রয়েছে ৷

যা নিয়ে ব্যাপক বিতর্ক ৷ তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব হয় ৷ অভিযোগ ওঠে, বিজেপি বিরোধীদের হেনস্তা করতে বিএসএফকে ব্যবহার করছে ৷ তাই এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ৷ তবে বিএসএফের তরফে জানানো হয়েছে, এই ঘটনা তারা অত্যন্ত কড়াভাবে মোকাবিলাকে ৷ অভিযুক্তকে কোনোরকম ছাড় দেওয়া হবে না ৷

আরও পড়ুন: গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.