কলকাতা , 22 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে পূর্ব ভারতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নজির গড়ল কলকাতা । নিজের ভাইয়ের একটি কিডনি এবং বোনের লিভারের প্রায় অর্ধেক অংশ প্রতিস্থাপন করা হল শরীরে । আর এভাবেই নতুন জীবন পেলেন এক ব্যক্তি । একই সঙ্গে একজনের শরীরে কিডনি এবং লিভার প্রতিস্থাপনের ঘটনা পূর্ব ভারতের মধ্যে এই প্রথম বলে জানানো হয়েছে । কলকাতায় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এই অঙ্গ প্রতিস্থাপন করা হয় ।
মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে দক্ষিণ দিকে 170 কিমি দূরে অবস্থিত ছোটো শহর লুঙ্গলেই । এই শহরেরই 43 বছর বয়সি এক ব্যক্তি কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁর চিকিৎসা শুরু হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে । ক্রনিক কিডনি ডিজ়িজ স্টেজ-5-এ পৌঁছে গিয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে , পরবর্তীকালে দেখা যায় , ওই ব্যক্তি ক্রনিক লিভার ডিজ়িজ়েও আক্রান্ত । তাঁর চিকিৎসা চলতে থাকে । তবে তাঁর কিডনি এবং লিভার প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয় ।
কিন্তু, কীভাবে সংগৃহীত হবে কিডনি এবং লিভার ? শুরু হয় খোঁজ । দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ভাই এবং বোন । ভাইয়ের বয়স 40 বছর । তিনি একজন শিক্ষক । তাঁর একটি কিডনি তিনি দিতে সম্মত হন । 42 বছর বয়সি বোন গৃহবধূ । তিনি তাঁর লিভারের প্রায় অর্ধেক অংশ দান করতে চান ৷ এরপর শুরু হয় অঙ্গদানের প্রক্রিয়া । প্রথমে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ভাই এবং বোনের কিডনি উপযুক্ত কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিবেচনা করা হয় । এর পর আইন অনুযায়ী অঙ্গ দানের জন্য প্রক্রিয়া সম্পন্ন হয় । সিদ্ধান্ত হয়, 9 সেপ্টেম্বর অঙ্গ প্রতিস্থাপন করা হবে । এর জন্য সেপ্টেম্বরের শুরুতে এই তিন ভাই-বোনকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ।
মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , 43 বয়সি ব্যক্তির ভাইয়ের একটি কিডনি এবং বোনের লিভারের প্রায় অর্ধেক অংশ তাঁর শরীরে প্রতিস্থাপনের জন্য 9 সেপ্টেম্বর ভোরে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয় । একইসঙ্গে একজন রোগীর শরীরে একটি কিডনি এবং লিভার প্রতিস্থাপনের এই ঘটনা পূর্ব ভারতে এই প্রথম । টানা 18 ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে ৷ সফল অস্ত্রোপচারের পর তিন ভাই-বোনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় । পরে তাঁদের ICU-তেও রাখা হয় । তিন জনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সুস্থ আছেন । গতকাল তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।
একই ব্যক্তির শরীরে জোড়া অঙ্গ প্রতিস্থাপন, নজির গড়ল কলকাতা
মিজ়োরামের লুঙ্গলেই শহরেরই 43 বছর বয়সি এক ব্যক্তি কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁর চিকিৎসা শুরু হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে । ক্রনিক কিডনি ডিজ়িজ স্টেজ-5-এ পৌঁছে গিয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।
কলকাতা , 22 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে পূর্ব ভারতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নজির গড়ল কলকাতা । নিজের ভাইয়ের একটি কিডনি এবং বোনের লিভারের প্রায় অর্ধেক অংশ প্রতিস্থাপন করা হল শরীরে । আর এভাবেই নতুন জীবন পেলেন এক ব্যক্তি । একই সঙ্গে একজনের শরীরে কিডনি এবং লিভার প্রতিস্থাপনের ঘটনা পূর্ব ভারতের মধ্যে এই প্রথম বলে জানানো হয়েছে । কলকাতায় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এই অঙ্গ প্রতিস্থাপন করা হয় ।
মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে দক্ষিণ দিকে 170 কিমি দূরে অবস্থিত ছোটো শহর লুঙ্গলেই । এই শহরেরই 43 বছর বয়সি এক ব্যক্তি কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁর চিকিৎসা শুরু হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে । ক্রনিক কিডনি ডিজ়িজ স্টেজ-5-এ পৌঁছে গিয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে , পরবর্তীকালে দেখা যায় , ওই ব্যক্তি ক্রনিক লিভার ডিজ়িজ়েও আক্রান্ত । তাঁর চিকিৎসা চলতে থাকে । তবে তাঁর কিডনি এবং লিভার প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয় ।
কিন্তু, কীভাবে সংগৃহীত হবে কিডনি এবং লিভার ? শুরু হয় খোঁজ । দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ভাই এবং বোন । ভাইয়ের বয়স 40 বছর । তিনি একজন শিক্ষক । তাঁর একটি কিডনি তিনি দিতে সম্মত হন । 42 বছর বয়সি বোন গৃহবধূ । তিনি তাঁর লিভারের প্রায় অর্ধেক অংশ দান করতে চান ৷ এরপর শুরু হয় অঙ্গদানের প্রক্রিয়া । প্রথমে অঙ্গ প্রতিস্থাপনের জন্য ভাই এবং বোনের কিডনি উপযুক্ত কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিবেচনা করা হয় । এর পর আইন অনুযায়ী অঙ্গ দানের জন্য প্রক্রিয়া সম্পন্ন হয় । সিদ্ধান্ত হয়, 9 সেপ্টেম্বর অঙ্গ প্রতিস্থাপন করা হবে । এর জন্য সেপ্টেম্বরের শুরুতে এই তিন ভাই-বোনকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ।
মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , 43 বয়সি ব্যক্তির ভাইয়ের একটি কিডনি এবং বোনের লিভারের প্রায় অর্ধেক অংশ তাঁর শরীরে প্রতিস্থাপনের জন্য 9 সেপ্টেম্বর ভোরে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয় । একইসঙ্গে একজন রোগীর শরীরে একটি কিডনি এবং লিভার প্রতিস্থাপনের এই ঘটনা পূর্ব ভারতে এই প্রথম । টানা 18 ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে ৷ সফল অস্ত্রোপচারের পর তিন ভাই-বোনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় । পরে তাঁদের ICU-তেও রাখা হয় । তিন জনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সুস্থ আছেন । গতকাল তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।
TAGGED:
অঙ্গ প্রতিস্থাপন