কলকাতা, 16 অক্টোবর: তিলোত্তমায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিলের ফুটবলা তরকা রোনাল্ডিনহোর। গতকালই পুজো উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার কলকাতায় আসছেন এবং তাঁর সঙ্গে দেখা করবেন। সেইসঙ্গে একটি জার্সিও উপহার দেবেন তাঁকে। সেইরকম এদিন পূর্বনির্ধারিত সূচির কিছুটা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো।
সোমবার সকাল থেকেই রোনাল্ডিনহোর বিভিন্ন কর্মসূচি ছিল। সকালে নিজের ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন করেন। সেখান থেকে শ্রীভূমির পুজোয় যান। মন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফুটবলও খেলেন। মুখ্য়মন্ত্রীর বাড়ি যাওয়ার আগে বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। আগে সময় ছিল বিকেল তিনটে নাগাদ তিনি আসবেন। সেই সূচি সামান্য কিছুটা বদল করে এদিন 03.42 নাগাদ কালীঘাটে আসেন ব্রাজিলিয়ান সুপারস্টার ৷ সাড়ে তিনটের কিছুটা পর থেকেই নিজের দরজার বাইরে অপেক্ষা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি
তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। মোহনবাগান ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন সত্যজিৎ, ইস্টবেঙ্গলের তরফ থেকে উপস্থিত ছিলেন নিতু তথা দেবব্রত সরকার, ছিলেন মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ। আর ছিলেন কালীঘাট এমএসের প্রতিনিধিরাও। প্রখ্যাত এই ফুটবলার আসতেই তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।
এরপর তাঁকে ছোট্ট টালির ঘরে নিয়ে যান তিনি। মিনিট সতেরো মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। এদিন তাঁর সঙ্গে ছিলেন, ব্যক্তিগত ম্যানেজার। ছিলেন যিনি তাঁকে ভারতে নিয়ে এসেছেন সেই শতদ্রু দত্ত। ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও। ঘড়িতে সময় 04.04 মিনিট তিনি কালীঘাট থেকে বিদায় নেন।
আরও পড়ুন: 'পতিতালয় নয়, সিদ্ধিপ্রাপ্ত সাধক গৃহের মাটি লাগে দুর্গাপুজোয়, বেশ্যা শব্দের অপব্যখ্যা চলছে সমাজে'