ETV Bharat / state

বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ? - Kunal Ghosh

Bratya Basu meets protesting job seekers: বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিপ্রার্থীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেই বৈঠকে রয়েছেন কুণাল ঘোষ ৷

Bratya Basu meets protesting job seekers
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 4:10 PM IST

Updated : Dec 11, 2023, 6:26 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । নির্ধারিত সময় সোমবার বিকেল তিনটেয় বিকাশ ভবনে বৈঠক বসে ৷ বৈঠকে সরকারের তরফে উপস্থিত হন শিক্ষাসচিব মনীশ জৈন, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়, ল' অফিসার তাপস পাঁজা-সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিক ।

এছাড়াও বৈঠকে উপস্থিত হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । সোমবার বিকাশ ভবনে এসেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "আমি সরকারের কেউ নই । আজ আসতে চাইনি । চাকরিপ্রার্থীদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে । তাই তাঁদের অনুরোধে আমি আজ এখানে এসেছি ।"

গত শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজারতম দিনে গান্ধি মূর্তির পাদদেশে ধরনা মঞ্চে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ । সে দিনই মাথা মুড়িয়ে প্রতিবাদে শামিল হন দুই আন্দোলনকারী ৷ এই ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয় ৷ সে দিনই ধরনা মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কুণাল ঘোষ । তারপরেই চাকরিপ্রার্থী ও শিক্ষামন্ত্রীর মধ্যে বৈঠকের দিন নির্ধারণ করা হয় ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আজ নবম থেকে দ্বাদশ শ্রেণির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সাত জন প্রতিনিধি বিকাশ ভবনে যান । সাত প্রতিনিধি হলেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সঙ্গীতা নাগ ও মিঠুন বিশ্বাস । চাকরিপ্রার্থী শহিদুল্লাহ জানান, "5578 জন চাকরিপ্রার্থী, যাঁদের নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু দেড় বছর হয়ে গেলেও তাঁদের নিয়োগ হল না ৷ সেই বিষয়গুলোই আজ আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে তুলে ধরব ।"

আরও পড়ুন:

  1. 'আত্মসম্মান থাকলে পদত্যাগ করুন', সুপ্রিম কোর্টের নির্দেশের অস্থায়ী উপাচার্যদের অনুরোধ ব্রাত্যর
  2. '781 নয়, শিক্ষকের শূন্যপদ অনেক বেশি'; বিধানসভায় রাতারাতি উলটো সুর ব্রাত্যর
  3. গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ, বার্তা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস কুণালের

কলকাতা, 11 ডিসেম্বর: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । নির্ধারিত সময় সোমবার বিকেল তিনটেয় বিকাশ ভবনে বৈঠক বসে ৷ বৈঠকে সরকারের তরফে উপস্থিত হন শিক্ষাসচিব মনীশ জৈন, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়, ল' অফিসার তাপস পাঁজা-সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিক ।

এছাড়াও বৈঠকে উপস্থিত হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । সোমবার বিকাশ ভবনে এসেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "আমি সরকারের কেউ নই । আজ আসতে চাইনি । চাকরিপ্রার্থীদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে । তাই তাঁদের অনুরোধে আমি আজ এখানে এসেছি ।"

গত শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীদের আন্দোলনের হাজারতম দিনে গান্ধি মূর্তির পাদদেশে ধরনা মঞ্চে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ । সে দিনই মাথা মুড়িয়ে প্রতিবাদে শামিল হন দুই আন্দোলনকারী ৷ এই ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয় ৷ সে দিনই ধরনা মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কুণাল ঘোষ । তারপরেই চাকরিপ্রার্থী ও শিক্ষামন্ত্রীর মধ্যে বৈঠকের দিন নির্ধারণ করা হয় ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আজ নবম থেকে দ্বাদশ শ্রেণির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সাত জন প্রতিনিধি বিকাশ ভবনে যান । সাত প্রতিনিধি হলেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সঙ্গীতা নাগ ও মিঠুন বিশ্বাস । চাকরিপ্রার্থী শহিদুল্লাহ জানান, "5578 জন চাকরিপ্রার্থী, যাঁদের নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু দেড় বছর হয়ে গেলেও তাঁদের নিয়োগ হল না ৷ সেই বিষয়গুলোই আজ আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে তুলে ধরব ।"

আরও পড়ুন:

  1. 'আত্মসম্মান থাকলে পদত্যাগ করুন', সুপ্রিম কোর্টের নির্দেশের অস্থায়ী উপাচার্যদের অনুরোধ ব্রাত্যর
  2. '781 নয়, শিক্ষকের শূন্যপদ অনেক বেশি'; বিধানসভায় রাতারাতি উলটো সুর ব্রাত্যর
  3. গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ, বার্তা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস কুণালের
Last Updated : Dec 11, 2023, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.