ETV Bharat / state

Busting and Pumping Station: গল্ফগ্রিনে উদ্বোধন হল নয়া বুস্টিং স্টেশন ও জলাধারের

author img

By

Published : Jun 15, 2023, 8:58 AM IST

গল্ফগ্রিনের শীতলাখোলায় তৈরি হল নয়া বুস্টিং স্টেশন ও জলাধার ৷ উপকৃত হবেন লক্ষাধিক মানুষ ৷ 25 কোটি টাকা খরচে এই পানীয় জলের পাম্পিং স্টেশন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে ।

Etv Bharat
কলকাতা পৌরনিগম

কলকাতা, 15 জুন: গরমকালে পানীয় জলের চাহিদা বাড়তে থাকে ৷ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ না থাকায় সমস্য়া হয় দক্ষিণ কলকাতার যাদবপুর, কসবা এবং পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দাদের ৷ তাদের কথা ভেবেই এবার সমস্যা সমধানের পথে হাঁটল কলকাতা কর্পোরেশন ৷ বুধবার গল্ফগ্রিনের শীতলাখোলায় চালু হল পানীয় জলের নতুন বুস্টিং পাম্পিং স্টেশন ও জলাধার ।

এই পাম্পিং স্টেশনের উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার-সহ অন্যান্যরা । এর জেরে আজাদগড়, সমাজগড়, অরবিন্দ নগর, অশ্বিনী নগরসহ গল্ফগ্রিনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা মিটবে। সবমিলিয়ে উপকৃত হবেন প্রায় লক্ষাধিক এলাকাবাসী ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, 2020 সালের ফেব্রুয়ারি মাসে 17 কাঠা জমিতে এই পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল । তবে করোনার কারণে সেই কাজ থমকে যায় । নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে অবশেষে 25 কোটি টাকা খরচে এই পানীয় জলের পাম্পিং স্টেশন তৈরি হয়েছে ।

এই প্রসঙ্গেই স্থানীয় 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন দাশগুপ্ত বলেন, "এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মিটছে । আজাদগড়, সমাজগড়, অরবিন্দনগর, অশ্বিনীনগর, বিজয়গড়, গল্ফগ্রিনের আংশিক অঞ্চল-সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এবার উপকৃত হবেন । প্রায় লক্ষাধিক মানুষের পানীয় জলের ভোগান্তি মিটবে ।"

এই জলাধার ও বুস্টিং সেন্টার পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও । তাদের কথায়, পানীয় জল পাওয়া যায় না এমনটা নয়। তবে পর্যাপ্ত পরিমাণে মেলে না । তাই গরমকালে প্রচণ্ড জলকষ্টে ভুগতে হয় এলাকাবাসীকে । আশা করছি, এবার থেকে আর সেই সমস্যা হবে না ।

আরও পড়ুন: শহরে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন গড়ছে টাটা পাওয়ার

শীঘ্রই যাদবপুর টালিগঞ্জে পানীয় জলের সমস্যা দূর হবে ৷ ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের বৈঠকের পর শহরের আরও দু’টি জায়গায় বুস্টার পাম্পিং স্টেশন এবং আংশিক জলাধার তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে । যার মধ্যে একটি 67 নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডে একটি এবং অপরটি 60 নম্বর ওয়ার্ডের লিন্টন স্ট্রিটে গড়ে তোলা হবে ৷ এই দুই জায়গায় জলাধার ও বুস্টিং সেন্টার হলে আরও লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। দ্রুত এই জলাধার তৈরির কাজ শুরু হবে জানা গিয়েছে জল সরবরাহ বিভাগ সূত্রে ।

কলকাতা, 15 জুন: গরমকালে পানীয় জলের চাহিদা বাড়তে থাকে ৷ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ না থাকায় সমস্য়া হয় দক্ষিণ কলকাতার যাদবপুর, কসবা এবং পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দাদের ৷ তাদের কথা ভেবেই এবার সমস্যা সমধানের পথে হাঁটল কলকাতা কর্পোরেশন ৷ বুধবার গল্ফগ্রিনের শীতলাখোলায় চালু হল পানীয় জলের নতুন বুস্টিং পাম্পিং স্টেশন ও জলাধার ।

এই পাম্পিং স্টেশনের উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার-সহ অন্যান্যরা । এর জেরে আজাদগড়, সমাজগড়, অরবিন্দ নগর, অশ্বিনী নগরসহ গল্ফগ্রিনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা মিটবে। সবমিলিয়ে উপকৃত হবেন প্রায় লক্ষাধিক এলাকাবাসী ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, 2020 সালের ফেব্রুয়ারি মাসে 17 কাঠা জমিতে এই পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল । তবে করোনার কারণে সেই কাজ থমকে যায় । নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে অবশেষে 25 কোটি টাকা খরচে এই পানীয় জলের পাম্পিং স্টেশন তৈরি হয়েছে ।

এই প্রসঙ্গেই স্থানীয় 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন দাশগুপ্ত বলেন, "এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মিটছে । আজাদগড়, সমাজগড়, অরবিন্দনগর, অশ্বিনীনগর, বিজয়গড়, গল্ফগ্রিনের আংশিক অঞ্চল-সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এবার উপকৃত হবেন । প্রায় লক্ষাধিক মানুষের পানীয় জলের ভোগান্তি মিটবে ।"

এই জলাধার ও বুস্টিং সেন্টার পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও । তাদের কথায়, পানীয় জল পাওয়া যায় না এমনটা নয়। তবে পর্যাপ্ত পরিমাণে মেলে না । তাই গরমকালে প্রচণ্ড জলকষ্টে ভুগতে হয় এলাকাবাসীকে । আশা করছি, এবার থেকে আর সেই সমস্যা হবে না ।

আরও পড়ুন: শহরে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন গড়ছে টাটা পাওয়ার

শীঘ্রই যাদবপুর টালিগঞ্জে পানীয় জলের সমস্যা দূর হবে ৷ ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের বৈঠকের পর শহরের আরও দু’টি জায়গায় বুস্টার পাম্পিং স্টেশন এবং আংশিক জলাধার তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে । যার মধ্যে একটি 67 নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডে একটি এবং অপরটি 60 নম্বর ওয়ার্ডের লিন্টন স্ট্রিটে গড়ে তোলা হবে ৷ এই দুই জায়গায় জলাধার ও বুস্টিং সেন্টার হলে আরও লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। দ্রুত এই জলাধার তৈরির কাজ শুরু হবে জানা গিয়েছে জল সরবরাহ বিভাগ সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.