ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসে কলকাতায় ঘুরল 'বইমেলা' - কলকাতা

বই পড়ার পাশাপাশি ট্রামটিতে জমে উঠেছিল গান-বাজনা, আড্ডা ও খাওয়াদাওয়ার আসর।

book
book
author img

By

Published : Jan 27, 2021, 7:44 AM IST

কলকাতা, 27 জানুয়ারি : কোরোনা পরিস্থিতিতে এবছরের বইমেলা আপাতত স্থগিত রাখা হয়েছে । শহরবাসীর সেই দুঃখ কিছুটা হলেও ভোলানোর চেষ্টা করল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন । একদিনের জন্য ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছিল তারা ।

গতকাল এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যাত্রা করে ট্রামটি । 20টি আসন যুক্ত এই ট্যাবলো ট্রামটি ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে সাজিয়ে তোলা হয়। ট্রামটির উদ্বোধন করেন ডাব্লুবিপিসিসি-র চেয়ারম্যান তাপস রায়, শিল্পী শুভাপ্রসন্ন ও ডাব্লুবিটিসি-র এমডি রাজনবীর সিং কাপুর। এদিন বই পড়ার পাশাপাশি ট্রামটিতে জমে উঠেছিল গান-বাজনা, আড্ডা ও খাওয়াদাওয়ার আসর।

রাজনবীর সিং কাপুর বলেন, "ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাসটা আমাদের মধ্য থেকে প্রায় চলেই যাচ্ছে। তাই বই নেড়েচেড়ে দেখা, পড়ার জন্য এই উদ্যোগ WBTC-র। আর সেই উদ্যোগের ফল এই ভ্রাম্যমাণ বইমেলা।"

আরও পড়ুন : দেশের প্রথম ট্রাম লাইব্রেরি, চলবে বইপাড়ার রাস্তায়


শহরবাসীর কাছে ট্রাম পরিষেবাকে জনপ্রিয় করতে একাধিক পদক্ষেপ করেছে ডাব্লুবিটিসি । তৈরি করা হয়েছে ট্রাম লাইব্রেরি, পাটরানি, টায়ার পার্ক ৷ চালু করা হয়েছে ট্রাম পাস পরিষেবা ৷ সেই তালিকায় নতুন সংযোজন সাধারণতন্ত্র দিবসে ভ্রাম্যমাণ বইমেলা ৷ ডাব্লুবিটিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বইপ্রেমীরা ৷

কলকাতা, 27 জানুয়ারি : কোরোনা পরিস্থিতিতে এবছরের বইমেলা আপাতত স্থগিত রাখা হয়েছে । শহরবাসীর সেই দুঃখ কিছুটা হলেও ভোলানোর চেষ্টা করল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন । একদিনের জন্য ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছিল তারা ।

গতকাল এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যাত্রা করে ট্রামটি । 20টি আসন যুক্ত এই ট্যাবলো ট্রামটি ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে সাজিয়ে তোলা হয়। ট্রামটির উদ্বোধন করেন ডাব্লুবিপিসিসি-র চেয়ারম্যান তাপস রায়, শিল্পী শুভাপ্রসন্ন ও ডাব্লুবিটিসি-র এমডি রাজনবীর সিং কাপুর। এদিন বই পড়ার পাশাপাশি ট্রামটিতে জমে উঠেছিল গান-বাজনা, আড্ডা ও খাওয়াদাওয়ার আসর।

রাজনবীর সিং কাপুর বলেন, "ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাসটা আমাদের মধ্য থেকে প্রায় চলেই যাচ্ছে। তাই বই নেড়েচেড়ে দেখা, পড়ার জন্য এই উদ্যোগ WBTC-র। আর সেই উদ্যোগের ফল এই ভ্রাম্যমাণ বইমেলা।"

আরও পড়ুন : দেশের প্রথম ট্রাম লাইব্রেরি, চলবে বইপাড়ার রাস্তায়


শহরবাসীর কাছে ট্রাম পরিষেবাকে জনপ্রিয় করতে একাধিক পদক্ষেপ করেছে ডাব্লুবিটিসি । তৈরি করা হয়েছে ট্রাম লাইব্রেরি, পাটরানি, টায়ার পার্ক ৷ চালু করা হয়েছে ট্রাম পাস পরিষেবা ৷ সেই তালিকায় নতুন সংযোজন সাধারণতন্ত্র দিবসে ভ্রাম্যমাণ বইমেলা ৷ ডাব্লুবিটিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বইপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.