কলকাতা, 18 সেপ্টেম্বর : আগেও তার নাম উঠেছে বিভিন্ন গন্ডগোলে । কড়েয়া থানা এলাকায় ইদানিং যথেষ্ট প্রভাব তৈরি হয়েছে তার । অন্তত স্থানীয় মানুষজনের দাবি তেমনই । অস্ত্র উঁচিয়ে হুমকি , তোলাবাজিতে সে হয়ে উঠেছে কুখ্যাত । আর এবার একটি বারকে কেন্দ্র করে গতরাতে হওয়া বড় গন্ডগোলে উঠে এল কুখ্যাত দুষ্কৃতী নিশাত হায়দারের নাম । তার খোঁজ শুরু করেছে পুলিশ । ওই দুষ্কৃতীর সাগরেদদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কড়েয়া থানা এলাকার নাসিরুদ্দিন রোডে একটি হুক্কা বার সম্প্রতি অনেক রাত অবধি খোলা থাকছে । গত রাত দেড়টা নাগাদও সেই বার বন্ধ হয়নি । তার সুযোগ নিয়ে নিশাত হায়দার নামে ওই দুষ্কৃতী দলবল নিয়ে সেখানে পৌঁছায় । তারা খোঁজ করতে থাকে ওই বাড়ির মালিক রাহুল সিংয়ের । বারের ম্যানেজারের দাবি, তোলাবাজির জন্যই মালিকের খোঁজ চালাচ্ছিল তারা । কিন্তু ওই সময়ে বারে রাহুল ছিলেন না । ম্যানেজার মহম্মদ আমিন কথা বলতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । বন্দুকের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি । এরপর ওই বার থেকে নিশাত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বেরিয়ে যায় । এই সময় তারা বোমাবাজি করে বলেও অভিযোগ । অন্তত চারটি বোমা গতরাতে ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি । সঙ্গে চালানো হয় তিন রাউন্ড গুলিও ।
এই ঘটনার পরেই পুরো বিষয়টি জানানো হয় পুলিশকে । বারের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়েছে, এই ঘটনা ঘটিয়েছে নিশাতই । তারপরেই শুরু হয়েছে খোঁজ । ওই বারটি এত রাত পর্যন্ত কেন খোলা থাকত তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি হামলার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ ।