ETV Bharat / state

কলকাতায় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড - Bomb hoax

Bomb hoax in Indian museum: কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়াল ৷ বিস্ফোরণের হুমকি দিয়ে লালবাজারে ইমেল পাঠিয়েছে টেরোরাইজার 111 ৷ তারা নিজেদের একটি জঙ্গি সংগঠন বলে দাবি করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 1:01 PM IST

Updated : Jan 5, 2024, 1:06 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক । অভিযোগ, কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছে ৷ লালবাজার সূত্রের খবর, বোমা বিস্ফোরণে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন । কলকাতা পুলিশকে ইমেল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের নিজস্ব ইমেল আইডিতে আজ একটি মেল আসে । টেরোরাইজার 111 নামে এক সংগঠনের নামে ওই ইমেল করা হয়েছে বলে এসটিএফ সূত্রের খবর । অভিযোগ, নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করেছে ইমেল প্রেরক ৷ তাদের দাবি, কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে ‌‌। তাদের সংগঠনকে প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

এ দিকে, হুমকি ইমেল পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ । ইন্ডিয়ান মিউজিয়ামে হাজির হয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা । ঘটনাস্থলে গিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল । গিয়েছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দা এবং কমান্ডোরাও । পাঠানো হয়েছে বম্ব স্কোয়াড । বাহিনীতে ছয়লাপ মিউজিয়াম । জাদুঘর খালি করে জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ । যদিও প্রকাশ্যে পুলিশ বোমাতঙ্কের কথা জানায়নি ।

এ দিকে, তল্লাশির ঘটনায় এ দিন জাদুঘরে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তল্লাশি চালানো হচ্ছে । তবে এখনও বোমার খোঁজ মেলেনি ৷

আরও পড়ুন:

  1. মাঝ আকাশে বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের
  2. জয়পুরের পর ম্যাঙ্গালুরু, বিমানবন্দরে ফের হুমকি মেল ঘিরে বোমাতঙ্ক !
  3. জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে

কলকাতা, 5 জানুয়ারি: কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক । অভিযোগ, কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছে ৷ লালবাজার সূত্রের খবর, বোমা বিস্ফোরণে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন । কলকাতা পুলিশকে ইমেল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের নিজস্ব ইমেল আইডিতে আজ একটি মেল আসে । টেরোরাইজার 111 নামে এক সংগঠনের নামে ওই ইমেল করা হয়েছে বলে এসটিএফ সূত্রের খবর । অভিযোগ, নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করেছে ইমেল প্রেরক ৷ তাদের দাবি, কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে ‌‌। তাদের সংগঠনকে প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

এ দিকে, হুমকি ইমেল পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ । ইন্ডিয়ান মিউজিয়ামে হাজির হয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা । ঘটনাস্থলে গিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল । গিয়েছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দা এবং কমান্ডোরাও । পাঠানো হয়েছে বম্ব স্কোয়াড । বাহিনীতে ছয়লাপ মিউজিয়াম । জাদুঘর খালি করে জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ । যদিও প্রকাশ্যে পুলিশ বোমাতঙ্কের কথা জানায়নি ।

এ দিকে, তল্লাশির ঘটনায় এ দিন জাদুঘরে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তল্লাশি চালানো হচ্ছে । তবে এখনও বোমার খোঁজ মেলেনি ৷

আরও পড়ুন:

  1. মাঝ আকাশে বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের
  2. জয়পুরের পর ম্যাঙ্গালুরু, বিমানবন্দরে ফের হুমকি মেল ঘিরে বোমাতঙ্ক !
  3. জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে
Last Updated : Jan 5, 2024, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.