কলকাতা, 7 ডিসেম্বর : বাড়ির সামনে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ৷ মৃতের নাম মুকেশ সাউ, বয়স 43 বছর । তাঁর গলায় গভীর ক্ষত, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এতে চাঞ্চল্য ছড়িয়েছে বানানি থানা এলাকার সোনালি পার্কে (Body found in Sonali Park area) ৷ আশ্চর্যজনক ভাবে, মৃত ব্যক্তির ডান হাতে একটি ছুরি ছিল । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । ওই ব্যক্তি নিজে ওই ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হয়েছেন, নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । দেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, জানিয়েছে পুলিশ । এই ঘটনায় মৃতের ভাই সঞ্জয় সাউকে আটক করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ছ'টা নাগাদ সোনালি পার্কে একতলা বাড়ির সামনে মুকেশ সাউয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁর ভাই । তিনি তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন ৷ পুলিশ সূত্রের খবর, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, দেহটি রক্তে ভেসে যাচ্ছে । পাশাপাশি মৃতের ডান হাতে একটি ধারালো ছুরি ছিল ৷ মৃতের স্ত্রী এবং সন্তানরা বিহারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ এদিন সকালে তাঁরা সবাই ফিরে আসেন, জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : Girl's murder in Deganga : যৌতুকের টাকা দিতে অস্বীকার, দেগঙ্গায় খুন যুবতী
এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠছে, ওই ব্যক্তির ডান হাতে কেন ছুরি ছিল ? তাহলে কি নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হয়েছেন মুকেশ সাউ ? নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও গল্প রয়েছে ? অন্যদিকে, খুন করে ইচ্ছাকৃত তাঁর ডান হাতে ঘাতক ছুরিটি ধরিয়ে আততায়ীরা পালিয়ে গিয়েছে, এমন ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা ৷ মৃতের ভাইয়ের বক্তব্য অসংগতি থাকায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
ইতিমধ্যেই বাঁশদ্রোনী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করেছে পুলিশ ৷ মৃতের স্ত্রী এবং আত্মীয়দের সঙ্গে ইতিমধ্যে কথা বলে পুলিশ জানতে পেরেছে এলাকায় কারও সঙ্গে কোনও রকম বিবাদ ছিল না মুকেশের ৷
তাহলে কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে হতবাক এলাকার বাসিন্দারা ৷ গলার কাটা দাগ দেখে আপাতত গোয়েন্দাদের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন (suicide) ৷ তবে ঘটনাস্থলের সামনে কোনও সিসিটিভি নজরে আসেনি তদন্তকারীদের ৷ এক্ষেত্রে কলকাতা পুলিশের ডিসি এসএসডি রশিদ মনির খান বলেন, "এলাকার রাস্তায় বাড়ির চারপাশে কোনও সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা রয়েছে কি না, তা ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে ৷"
আরও পড়ুন : Murder in Singur : সিঙ্গুর খুনে মূল অভিযুক্ত এখনও অধরা, গ্রেফতার 1