ETV Bharat / state

'ব্লু বেবি সিনড্রোম' আক্রান্ত শিশুকে 'জীবনদান', অবাক করলেন কলকাতার চিকিৎসকরা - blue baby syndrome

Blue Baby Syndrome: বিরল রোগে আক্রান্ত হয়েছিল মুর্শিদাবাদের আড়াই বছরের শিশু ৷ স্বাভাবিক কাজকর্মেও সমস্যা হত তার ৷ কলকাতার এক হাসপাতালে সফল অস্ত্রোপচার করে ব্লু বেবি সিনড্রোমে আক্রান্ত শিশুকে নয়া জীবনদান করলেন চিকিৎসকরা ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:17 AM IST

চিকিৎসকের বক্তব্য

কলকাতা, 29 ডিসেম্বর: আচমকাই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নীল হয়ে যাচ্ছে । খাবার খেলে বা কান্নাকাটি করলেই নীল হয়ে যাচ্ছে জিভ ! আজব রোগে আক্রান্ত হয় মুর্শিদাবাদের আড়াই বছরের শিশু । অত্যধিক মাত্রায় এই নীল হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় শিশু হয়ে যাচ্ছিল সংজ্ঞাহীনও । এই অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে । হাসপাতালের ওপিডি বিভাগে প্রথম ওই শিশুকে দেখেন চিকিৎসকেরা । তারপরেই সনাক্ত করা হয় রোগটি 'ব্লু বেবি সিনড্রোম' । বিরল এই রোগেই আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের ওই শিশু । তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা মহম্মদ জাবির শেখ । পেশায় ছুতোর । ছেলের এই অসুখের জন্য দেশের বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছেন তিনি । অবশেষে দ্বারস্থ হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানে চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হয় তাঁর ছেলের চিকিৎসা । ইকোকার্ডিওগ্রাম-সহ একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুর ডানদিকের হার্টে সমস্যা রয়েছে । হার্টের কক্ষগুলিতে ছিদ্র রয়েছে । যার ফলে অক্সিজেনযুক্ত রক্তের সঙ্গে মিশে যেত অক্সিজেন ছাড়া রক্ত । সেই কারণে শরীরে বেড়ে যেত কার্বন ডাই অক্সাইডের মাত্রা । এর পাশাপাশি তার ঠোঁটে কাটা থাকার কারণে খাবার চলে যায় শ্বাসনালীতে । পর্যাপ্ত খাবার শরীরে প্রবেশ করত না ।

এই সমস্ত সমস্যা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায় । কিন্তু সেখানেও তৈরি হয় সমস্যা । কারণ শিশুটির ওজন ছিল 9 কেজি । অস্ত্রোপচারের জন্য দরকার হয় অত্যন্ত 12 কেজি ওজন । তবে এত কিছু সত্ত্বেও চিকিৎসক ও তাঁর সহকারীরা শিশুটির ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন । অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটির ডান এবং বাম কক্ষের মধ্যে ছিদ্র বন্ধ করে দেওয়া হয় । এরপর কিছুদিন তাকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয় । স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এই অস্ত্রোপচার করা হয়েছে । তবে হার্টের সমস্যা মিটলেও ঠোঁটের সমস্যা কি মিটবে সে বিষয়ে চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায় বলেন,"শিশুটির আর কোনও সমস্যা নেই ৷ হার্টের সমস্যাটা মিটেছে ৷ একটু সুস্থ হলে ঠোঁটের অপারেশনটা আমরা করতে পারব ৷"

আরও পড়ুন :

1 এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল একরত্তির

2 মুড়ি দিয়ে মাংস খেতে গিয়ে গলায় বিঁঁধল 3 সেমি লম্বা লোহার তার, বিরল অস্ত্রোপচারে মিলল স্বস্তি

3 দু ভাগে বিভক্ত জরায়ুতে যমজ সন্তান, বিরল অস্ত্রোপচার করে ইতিহাস গড়ল শান্তিপুরের হাসপাতাল

চিকিৎসকের বক্তব্য

কলকাতা, 29 ডিসেম্বর: আচমকাই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নীল হয়ে যাচ্ছে । খাবার খেলে বা কান্নাকাটি করলেই নীল হয়ে যাচ্ছে জিভ ! আজব রোগে আক্রান্ত হয় মুর্শিদাবাদের আড়াই বছরের শিশু । অত্যধিক মাত্রায় এই নীল হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় শিশু হয়ে যাচ্ছিল সংজ্ঞাহীনও । এই অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে । হাসপাতালের ওপিডি বিভাগে প্রথম ওই শিশুকে দেখেন চিকিৎসকেরা । তারপরেই সনাক্ত করা হয় রোগটি 'ব্লু বেবি সিনড্রোম' । বিরল এই রোগেই আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের ওই শিশু । তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা মহম্মদ জাবির শেখ । পেশায় ছুতোর । ছেলের এই অসুখের জন্য দেশের বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছেন তিনি । অবশেষে দ্বারস্থ হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানে চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হয় তাঁর ছেলের চিকিৎসা । ইকোকার্ডিওগ্রাম-সহ একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুর ডানদিকের হার্টে সমস্যা রয়েছে । হার্টের কক্ষগুলিতে ছিদ্র রয়েছে । যার ফলে অক্সিজেনযুক্ত রক্তের সঙ্গে মিশে যেত অক্সিজেন ছাড়া রক্ত । সেই কারণে শরীরে বেড়ে যেত কার্বন ডাই অক্সাইডের মাত্রা । এর পাশাপাশি তার ঠোঁটে কাটা থাকার কারণে খাবার চলে যায় শ্বাসনালীতে । পর্যাপ্ত খাবার শরীরে প্রবেশ করত না ।

এই সমস্ত সমস্যা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায় । কিন্তু সেখানেও তৈরি হয় সমস্যা । কারণ শিশুটির ওজন ছিল 9 কেজি । অস্ত্রোপচারের জন্য দরকার হয় অত্যন্ত 12 কেজি ওজন । তবে এত কিছু সত্ত্বেও চিকিৎসক ও তাঁর সহকারীরা শিশুটির ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন । অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটির ডান এবং বাম কক্ষের মধ্যে ছিদ্র বন্ধ করে দেওয়া হয় । এরপর কিছুদিন তাকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয় । স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এই অস্ত্রোপচার করা হয়েছে । তবে হার্টের সমস্যা মিটলেও ঠোঁটের সমস্যা কি মিটবে সে বিষয়ে চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায় বলেন,"শিশুটির আর কোনও সমস্যা নেই ৷ হার্টের সমস্যাটা মিটেছে ৷ একটু সুস্থ হলে ঠোঁটের অপারেশনটা আমরা করতে পারব ৷"

আরও পড়ুন :

1 এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল একরত্তির

2 মুড়ি দিয়ে মাংস খেতে গিয়ে গলায় বিঁঁধল 3 সেমি লম্বা লোহার তার, বিরল অস্ত্রোপচারে মিলল স্বস্তি

3 দু ভাগে বিভক্ত জরায়ুতে যমজ সন্তান, বিরল অস্ত্রোপচার করে ইতিহাস গড়ল শান্তিপুরের হাসপাতাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.