ETV Bharat / state

রক্তদানের পরেই মিলল ইলিশ মাছ এবং ইন্ডাকশন ! - Kolkata news update

কলেজস্ট্রিট অঞ্চলের মির্জাপুর বান্ধব সম্মিলনীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । চতুর্থ বছরে পড়ল এখানকার রক্তদান শিবির । যাঁরা রক্ত দিলেন তাঁরা প্রত্যেকেই পেলেন ইলিশ মাছ এবং ইন্ডাকশন ৷

photo
author img

By

Published : Nov 1, 2019, 9:10 PM IST

Updated : Nov 1, 2019, 9:37 PM IST

কলকাতা, 1 নভেম্বর : ক্লাবের সামনে পোস্টারে বড় বড় করে লেখা 'প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক রক্তদান' । যাঁরা রক্ত দিয়ে বাইরে আসছেন, তাঁদের প্রত্যেকের হাতেই একটি ইলিশ মাছ এবং ইন্ডাকশন ওভেন ৷ আজ কলেজ স্ট্রিট অঞ্চলে একটি রক্তদান শিবিরে এমনটাই ঘটল ৷ এর আগেও রক্তদানের বিনিময়ে মিলেছিল 'উপহার' ৷ উপহারের তালিকায় কখনও ছিল মোবাইল ফোন , কখনও বা পাখা , রেইনকোট ৷ পাওয়া গিয়েছিল মিক্সার গ্রাইন্ডারও ! অথচ , রক্তদান শিবিরে উপহার দেওয়া আইন বিরুদ্ধ ৷

কলেজ স্ট্রিট অঞ্চলের মির্জাপুর বান্ধব সম্মিলনীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । চতুর্থ বছরে পড়ল এখানকার রক্তদান শিবির । বারবারই রক্তদাতাদের উপহার দেওয়ার ঘটনা ঘটেছে এখানে ৷ আজও রক্ত সংগ্রহ করতে আসে একটি সরকারি ব্লাড ব্যাংক ৷ শেষে স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় রক্তদান শিবির ।

দেখুন ভিডিয়ো...

ক্লাবের সম্পাদক সঞ্জয় নন্দীকে রক্তদান শিবিরের এরকম পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি উত্তরে বলেন, "রক্তদানের জন্য আমাদের 60 জন উপস্থিত ছিলেন । 49 জন রক্তদান করার পর স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এই রক্তদানের কর্মসূচি আটকে দিল কেন? আমরা নাকি উপহার দিয়েছি ? ওদের বিষয়টায় সমর্থন নেই । ওদের মনে হয়েছে আমরা উপহার দিচ্ছি । আমরা উপহার দিতে পারব না জানিয়ে রক্তদান শিবির বন্ধ করে দেওয়া হল । "

তিনি আরও বলেন, " আমরা উপহার দিইনি । আমরা স্বেচ্ছায় রক্ত দেওয়ার কথা বলেছি ৷ আমরা প্রলোভন দেখাইনি ৷ মানুষ ভালোবেসে রক্ত দিয়েছেন ,আমরা পরিবর্তে ইন্ডাকশন ও ইলিশ মাছ দিয়েছি । প্রথম বছর পাখা এবং রেইনকোট দিয়েছিলাম । এরপরের বছর দিয়েছিলাম মোবাইল ফোন । তার পরের বছর মিক্সার গ্রাইন্ডার । "

photo
চলছে রক্তদান ...

আজ এই শিবিরে রক্ত সংগ্রহে এসেছিল মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংক । এই শিবিরের বিষয়ে সেন্ট্রাল ব্লাডব্যাংকের অধিকর্তা স্বপন সরেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর থেকে যোগাযোগ করা হয় সেন্ট্রাল ব্লাড ব্যাংকে । সেখানকার আধিকারিকরা এসে এদিনের এই শিবির বন্ধ করে দেন । এই বিষয়ে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা বলেন, "এই ধরনের কাজকে ধিক্কার জানাই ।"

কলকাতা, 1 নভেম্বর : ক্লাবের সামনে পোস্টারে বড় বড় করে লেখা 'প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক রক্তদান' । যাঁরা রক্ত দিয়ে বাইরে আসছেন, তাঁদের প্রত্যেকের হাতেই একটি ইলিশ মাছ এবং ইন্ডাকশন ওভেন ৷ আজ কলেজ স্ট্রিট অঞ্চলে একটি রক্তদান শিবিরে এমনটাই ঘটল ৷ এর আগেও রক্তদানের বিনিময়ে মিলেছিল 'উপহার' ৷ উপহারের তালিকায় কখনও ছিল মোবাইল ফোন , কখনও বা পাখা , রেইনকোট ৷ পাওয়া গিয়েছিল মিক্সার গ্রাইন্ডারও ! অথচ , রক্তদান শিবিরে উপহার দেওয়া আইন বিরুদ্ধ ৷

কলেজ স্ট্রিট অঞ্চলের মির্জাপুর বান্ধব সম্মিলনীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । চতুর্থ বছরে পড়ল এখানকার রক্তদান শিবির । বারবারই রক্তদাতাদের উপহার দেওয়ার ঘটনা ঘটেছে এখানে ৷ আজও রক্ত সংগ্রহ করতে আসে একটি সরকারি ব্লাড ব্যাংক ৷ শেষে স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় রক্তদান শিবির ।

দেখুন ভিডিয়ো...

ক্লাবের সম্পাদক সঞ্জয় নন্দীকে রক্তদান শিবিরের এরকম পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি উত্তরে বলেন, "রক্তদানের জন্য আমাদের 60 জন উপস্থিত ছিলেন । 49 জন রক্তদান করার পর স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এই রক্তদানের কর্মসূচি আটকে দিল কেন? আমরা নাকি উপহার দিয়েছি ? ওদের বিষয়টায় সমর্থন নেই । ওদের মনে হয়েছে আমরা উপহার দিচ্ছি । আমরা উপহার দিতে পারব না জানিয়ে রক্তদান শিবির বন্ধ করে দেওয়া হল । "

তিনি আরও বলেন, " আমরা উপহার দিইনি । আমরা স্বেচ্ছায় রক্ত দেওয়ার কথা বলেছি ৷ আমরা প্রলোভন দেখাইনি ৷ মানুষ ভালোবেসে রক্ত দিয়েছেন ,আমরা পরিবর্তে ইন্ডাকশন ও ইলিশ মাছ দিয়েছি । প্রথম বছর পাখা এবং রেইনকোট দিয়েছিলাম । এরপরের বছর দিয়েছিলাম মোবাইল ফোন । তার পরের বছর মিক্সার গ্রাইন্ডার । "

photo
চলছে রক্তদান ...

আজ এই শিবিরে রক্ত সংগ্রহে এসেছিল মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংক । এই শিবিরের বিষয়ে সেন্ট্রাল ব্লাডব্যাংকের অধিকর্তা স্বপন সরেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর থেকে যোগাযোগ করা হয় সেন্ট্রাল ব্লাড ব্যাংকে । সেখানকার আধিকারিকরা এসে এদিনের এই শিবির বন্ধ করে দেন । এই বিষয়ে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা বলেন, "এই ধরনের কাজকে ধিক্কার জানাই ।"

Intro:কলকাতা, ১ নভেম্বর: রক্তদানের বিনিময়ে আগে পাওয়া গিয়েছিল মোবাইল ফোন, পাখা, রেইনকোট, মিক্সার মেশিন। স্থান একই। এবার পাওয়া গেল একটি করে ইলিশ মাছ এবং ইন্ডাকশন কুকার। রক্তদান শিবিরে উপহার দেওয়া আইন বিরুদ্ধ। অথচ, শুক্রবার কলেজস্ট্রিট অঞ্চলের একটি রক্তদান শিবিরে রক্তদাতাদের দেওয়া হল ওই উপহার। এ দিকে, এই শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছিল সরকারি ব্লাডব্যাংক। অবশেষে, স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় এই শিবির।
Body:কলেজস্ট্রিট অঞ্চলের মির্জাপুর বান্ধব সম্মিলনীতে শুক্রবার ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চতুর্থ বছরে পড়ল এখানকার রক্তদান শিবির। কালীপুজোর আয়োজনও করেছিল এই ক্লাব। এই ক্লাবের সেক্রেটারি সঞ্জয় নন্দীর কাছে এ দিনের রক্তদান শিবিরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "রক্তদানের জন্য আমাদের এখানে ৬০ জন ছিলেন। ৪৯ জনের রক্ত দেওয়ার পরে স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এই রক্তদানের কর্মসূচি আটকে দিল।" কেন? তিনি বলেন, "আমরা নাকি উপহার দিয়েছি। ওনাদের চোখে লেগেছে। ওনাদের ভাষায় এটাকে উপহার বলছে। আমরা উপহার দিতে পারব না, এই বলে বন্ধ করে দেওয়া হল।"

কী দিচ্ছিলেন আপনারা, যে কারণে বন্ধ করে দেওয়া হল রক্তদানের কর্মসূচি? সঞ্জয় নন্দী বলেন, "আমরা উপহার দিইনি। আমরা স্ব-ইচ্ছায় রক্ত দেওয়ার কথা বলেছি।" একই সঙ্গে তিনি বলেন, "প্রলোভন মানে কী? প্রলোভন হল, আপনাকে আমি কিছু দিলাম, তার পরিপ্রেক্ষিতে বললাম এটা করুন, আমি এটা করিয়ে দেব। কিন্তু, আমরা তো এটা করিনি। যিনি রক্ত দিয়েছেন ভালোবেসে, তাঁকে আমরা এটা দিয়েছি।" কী দিয়েছেন? তিনি বলেন, "ইন্ডাকশন কুকার দিয়েছি আর, একটি করে মাছ দিয়েছি।" কী মাছ দিয়েছেন, ইলিশ? তিনি বলেন, "হ্যাঁ।" একই সঙ্গে তিনি বলেন, "প্রথম বছর দিয়েছিলাম পাখা এবং রেইনকোট। তার পরের বছর দিয়েছিলাম মোবাইল ফোন। তার পরের বছর দিয়েছিলাম মিক্সচার মেশিন।"
Conclusion:এ দিনের এই শিবিরে রক্ত সংগ্রহে এসেছিল মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে লেখা ছিল, "প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক রক্তদান"। এই শিবিরের বিষয়ে সেন্ট্রাল ব্লাডব্যাংকের অধিকর্তা ডাক্তার স্বপন সরেনের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর বক্তব্য মেলেনি। সূত্রের খবর, খবর পেয়ে স্বাস্থ্য দপ্তর থেকে যোগাযোগ করা হয় সেন্ট্রাল ব্লাডব্যাংকে। পরে সেখানকার আধিকারিকরা এসে এদিনের এই শিবির বন্ধ করে দেন। রক্তদান শিবিরে এমন উপহার দেওয়ার বিষয়ে, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কফিহাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অচিন্ত্য লাহা বলেন, "এই ধরনের কাজকে ধিক্কার জানাই।"
________

ছবি:
wb_kol_02a_blood_donation_fish_pic_7203421
থেকে
wb_kol_02e_blood_donation_fish_pic_7203421

ভিস্যুয়াল:
wb_kol_02f_blood_donation_fish_vis_7203421

_______



Last Updated : Nov 1, 2019, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.