ETV Bharat / state

এন্টালিতে উদ্ধার রেশনের 650 কেজি চাল, গ্রেপ্তার ব্যবসায়ী - Black marketing of PDS rice in Entally

ধৃত ত্রিলোকী রায়ের গোডাউন থেকে 650 কেজি রেশনের চাল উদ্ধার হয়েছে । এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 4:02 PM IST

কলকাতা, 24 এপ্রিল : কাশীপুর, চিৎপুরের পর এবার এন্টালি। ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হল 650 কেজি চাল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ত্রিলোকী রায় নামে ওই ব্যবসায়ীকে। এই চক্রে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

লকডাউনের জেরে কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়া এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাস্তব চিত্রটা বলছে, একাংশের অর্থাৎ দিন আনা দিন খাওয়া মানুষের সঞ্চিত টাকা প্রায় শেষ। রাজ্য সরকার রেশনে যে চাল দিয়েছে তাও ফুরোতে বসেছে। এই সংক্রান্ত নানা খবর প্রকাশ্যে এসেছে। মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গড়গড়ি, বাইশ বাগান সহ বেশ কয়েকটি গ্রামের কথা উঠে এসেছে। স্থানীয়দের দাবি, কচুশাক খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা । এর মাঝেই ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছে। তেমনই এক চক্রের খোঁজ পাওয়া গেল এন্টালিতে। সেখানে উদ্ধার হয়েছে 650 কেজি চাল। পাওয়া গেছে রেশনের চালের তিনটি খালি বস্তা। অর্থাৎ ওই চাল ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে। জানা গেছে, গোডাউনটি ফুলবাগানের ত্রিলোকী রায়ের(60)। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কোথা থেকে তিনি ওই চাল পেলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সন্দেহ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে যুক্ত অনেকে এই চক্রের সঙ্গে জড়িত। তাদের খোঁজ চলছে।

কলকাতা, 24 এপ্রিল : কাশীপুর, চিৎপুরের পর এবার এন্টালি। ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হল 650 কেজি চাল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ত্রিলোকী রায় নামে ওই ব্যবসায়ীকে। এই চক্রে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

লকডাউনের জেরে কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়া এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাস্তব চিত্রটা বলছে, একাংশের অর্থাৎ দিন আনা দিন খাওয়া মানুষের সঞ্চিত টাকা প্রায় শেষ। রাজ্য সরকার রেশনে যে চাল দিয়েছে তাও ফুরোতে বসেছে। এই সংক্রান্ত নানা খবর প্রকাশ্যে এসেছে। মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গড়গড়ি, বাইশ বাগান সহ বেশ কয়েকটি গ্রামের কথা উঠে এসেছে। স্থানীয়দের দাবি, কচুশাক খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা । এর মাঝেই ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছে। তেমনই এক চক্রের খোঁজ পাওয়া গেল এন্টালিতে। সেখানে উদ্ধার হয়েছে 650 কেজি চাল। পাওয়া গেছে রেশনের চালের তিনটি খালি বস্তা। অর্থাৎ ওই চাল ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে। জানা গেছে, গোডাউনটি ফুলবাগানের ত্রিলোকী রায়ের(60)। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কোথা থেকে তিনি ওই চাল পেলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সন্দেহ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে যুক্ত অনেকে এই চক্রের সঙ্গে জড়িত। তাদের খোঁজ চলছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.