কলকাতা, 4 জানুয়ারি : প্রধানমন্ত্রীকে এ রাজ্যে কালো পতাকা দেখাবে CPI(M) কর্মী ও সমর্থকরা । বিশ্বব্যাপী কালো পতাকা শোকের বার্তা বহন করে । সেই পতাকাই দেখানো হবে প্রধানমন্ত্রীকে ৷ আজ একথা জানালেন CPI(M) পলিটবিউরো সদস্য মহম্মদ সেলিম ।
এ রাজ্যে প্রতিবাদ নিষিদ্ধ হলেও, প্রতিবাদীর জেল হলেও প্রতিবাদ চলবে । CAA, NPR ও NRC-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে জানান তিনি । বলেন, "কেন্দ্রীয় আইন ও বিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে শীতের রাতেও বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ । এত মানুষের অংশগ্রহণ, বিশেষ করে নতুন প্রজন্ম, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যে প্রতিবাদ তা নজিরবিহীন ।"
দেশের মানুষ যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছে তা নিয়ে নিশ্চিত সেলিম ৷ বলেন, "দেশ জুড়ে বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠনসহ সকলেই অভূতপূর্ব বিক্ষোভ এবং প্রতিবাদ দেখাচ্ছে । দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছে দেশের মানুষ । এই অচলাবস্থা চলতে পারে না ।" সংবাদমাধ্যমের দিকেও প্রশ্ন ছুড়ে দেন সেলিম ৷ জানতে চান, "কাটমানির খবর এখন আর সংবাদমাধ্যমে প্রচার হয় না কেন? তাহলে কি এ রাজ্যে কাটমানি সকলে ফেরত পেয়ে গিয়েছে?"
প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে সেলিম বলেন, "প্রশান্ত কিশোর একদিকে নীতিশ কুমারকে পরামর্শ দিচ্ছেন ৷ অন্যদিকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পরামর্শ দিচ্ছেন । নীতিশ কুমার বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে তিনি । আর মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছেন । দু'জনেরই মেন্টর প্রশান্ত কিশোর ।"
সেলিম অভিযোগ করেন, স্বাধীনতার পর এই প্রথম ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের সরকার পুলিশের মাধ্যমে সন্ত্রাস চালাচ্ছে । রাতের অন্ধকারে পুলিশ ভাঙচুর চালাচ্ছে । মহিলাদের সম্মানহানি করছে । বুধবার দেশজুড়ে CITU-র ডাকা ধর্মঘট সফল করতে সবার কাছে আহ্বান জানিয়েছেন সেলিম ।