ETV Bharat / state

BJP: কলকাতায় বিজেপির আদি পার্টি অফিসে ‘ঘরহীন’ দিলীপ-রাহুল-সুকান্ত ! - রাহুল সিনহা

BJP Party Office Renovation Work: লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ব্যবস্থাপনায় মন দিয়েছে বিজেপি ৷ সেই কারণে কলকাতার মুরলিধর সেন লেনের পার্টি অফিসে চলছে সংস্কার ৷ সেই সংস্কারের কাজে ভাঙ দল দিলীপ ঘোষ ও রাহুল সিনহার ঘর ৷ ভাঙা হবে সুকান্ত মজুমদারের ঘরও ৷

BJP
BJP
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:52 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: পদ গিয়েছিল আগেই ৷ এবার ‘ঘর’ও গেল দিলীপ ঘোষের ৷ কলকাতায় বিজেপির আদি পার্টি অফিসে ভাঙা পড়েছে গেরুয়া শিবিরের এই প্রাক্তন রাজ্য সভাপতির ঘর ৷ এমনকী, ওই পার্টি অফিসে থাকা বঙ্গ বিজেপির আরও এক প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ঘর ভাঙা পড়েছে ৷ কারণ, 6 নম্বর মুরলিধর সেন লেনের বিজেপি কার্যালয়ে এখন চলছে সংস্কারের কাজ ৷ সেই কারণেই দুই প্রাক্তন সভাপতির ঘর ভাঙা হয়েছে বলে বিজেপির তরফে জানা গিয়েছে ৷ এই কাজের জন্য ওই পার্টি অফিসে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও যে ঘর রয়েছে, তাও ভাঙা হবে বলে খবর ৷

প্রশ্ন উঠছে যে কেন এই পদক্ষেপ করা হল বিজেপির তরফে ? কেন তিন শীর্ষস্থানীয় নেতার ঘর ভাঙা হল ? বিজেপির তরফে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, যা আর কয়েকমাস পরই অনুষ্ঠিত হতে চলেছে ৷ মাস কয়েক আগে বীরভূমের সিউড়ি থেকে লোকসভা নির্বাচনে বাংলা থেকে আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ৷ তিনি জানিয়েছিলেন, এবার বাংলায় বিজেপি 35-এর বেশি আসনে জিতবে ৷

বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষস্তরের নেতার বেঁধে দেওয়া লক্ষ্যপূরণে সেই থেকেই তৎপর হয় বঙ্গ বিজেপি ৷ সেই কারণেই সাংগঠনিকভাবে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ চলছে দীর্ঘদিন ধরে ৷ তারই অঙ্গ হল বঙ্গ বিজেপির আইটি সেলের কাজের পরিসর বৃদ্ধি করা ৷

তাই মুরলিধর সেন লেনের অফিসে আইটি সেলের কাজ জায়গা বড় করা হচ্ছে ৷ এতদিন পার্টি অফিসের একতলায় একটি ঘর থেকে কাজ চালাত আইটি সেল ৷ কিন্তু সেখান থেকে চব্বিশের ভোটের কাজ সম্ভব নয় ৷ তাছাড়া বিজেপির জাতীয়স্তর থেকে লোকসভা ভোটে প্রচারের লক্ষ্যে যে কল সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তার জন্যও জায়গার প্রয়োজন ৷ সেই কারণে বড় জায়গা দরকার ৷ তাই দিলীপ-রাহুল-সুকান্তদের ঘর ভেঙে আইটি সেল ও কল সেন্টারকে জায়গা করে দিচ্ছে গেরুয়া শিবির ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে সল্টলেক বিজেপির নতুন একটি ভবনের উদ্বোধন করা হয় । সেই অফিসটি মুরলিধর সেন লেনের অফিসের চেয়ে অনেক বড়৷ দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধির জন্যই ওই অফিসটি নেওয়া হয় বলেও বিজেপির তরফে জানা গিয়েছিল ৷ সেখানে ইদানীং বড় সাংবাদিক বৈঠকগুলি হয় ৷ অন্যান্য সাংগঠনিক কাজও সেখানেই হয় ৷ সেখানে পদাধিকারী হিসেবে ঘর রয়েছে সুকান্ত মজুমদার (রাজ্য সভাপতি) ও শুভেন্দু অধিকরীর (বিরোধী দলনেতা) ৷

এই অফিসটি সেভাবে আর ব্যবহার হয় না ৷ তার পরও বিজেপি মুরলিধর সেন লেনের অফিসটি রেখে দিয়েছে ৷ কারণ, গেরুয়া রঙের এই পুরনো ভবনটি বিজেপির আদি ভিটেবাড়ির মতো । তাই নতুন অফিস যেখানেই নেওয়া হোক না কেন এই ভবনটি সর্বদা বিজেপির প্রধান কার্যালয় থাকবে বলে তখন বলা হয়েছিল । মুরলিধর সেন লেনের দীর্ঘদিনের এই পার্টি অফিস পেয়েছে 10 জন রাজ্য সভাপতিকে । এই ভবনে শ‌্যামাপ্রসাদ মুখোপাধ‌্যায় থেকে অটলবিহারী বাজপেয়ী বর্তমানে অমিত শাহ পর্যন্ত এসেছেন ।

ফলে মুরলিধর সেন লেনের অফিস থেকে যাওয়ায় সেখানে প্রাক্তন দুই সভাপতি ও বর্তমান সভাপতিদের ঘর থেকে গিয়েছিল ৷ যা এবার ভাঙা হল ৷ এই নিয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার সঙ্গে ৷ তিনি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷ তবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, তিনি তিনদিন আগেই বিষয়টি জানতেন ৷ এর মধ্যে কোনও বিতর্ক নেই ৷ ফলে তাঁর কথাতেই স্পষ্ট যে সাংগঠনিক কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: পদ গিয়েছিল আগেই ৷ এবার ‘ঘর’ও গেল দিলীপ ঘোষের ৷ কলকাতায় বিজেপির আদি পার্টি অফিসে ভাঙা পড়েছে গেরুয়া শিবিরের এই প্রাক্তন রাজ্য সভাপতির ঘর ৷ এমনকী, ওই পার্টি অফিসে থাকা বঙ্গ বিজেপির আরও এক প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ঘর ভাঙা পড়েছে ৷ কারণ, 6 নম্বর মুরলিধর সেন লেনের বিজেপি কার্যালয়ে এখন চলছে সংস্কারের কাজ ৷ সেই কারণেই দুই প্রাক্তন সভাপতির ঘর ভাঙা হয়েছে বলে বিজেপির তরফে জানা গিয়েছে ৷ এই কাজের জন্য ওই পার্টি অফিসে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও যে ঘর রয়েছে, তাও ভাঙা হবে বলে খবর ৷

প্রশ্ন উঠছে যে কেন এই পদক্ষেপ করা হল বিজেপির তরফে ? কেন তিন শীর্ষস্থানীয় নেতার ঘর ভাঙা হল ? বিজেপির তরফে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, যা আর কয়েকমাস পরই অনুষ্ঠিত হতে চলেছে ৷ মাস কয়েক আগে বীরভূমের সিউড়ি থেকে লোকসভা নির্বাচনে বাংলা থেকে আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ৷ তিনি জানিয়েছিলেন, এবার বাংলায় বিজেপি 35-এর বেশি আসনে জিতবে ৷

বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষস্তরের নেতার বেঁধে দেওয়া লক্ষ্যপূরণে সেই থেকেই তৎপর হয় বঙ্গ বিজেপি ৷ সেই কারণেই সাংগঠনিকভাবে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ চলছে দীর্ঘদিন ধরে ৷ তারই অঙ্গ হল বঙ্গ বিজেপির আইটি সেলের কাজের পরিসর বৃদ্ধি করা ৷

তাই মুরলিধর সেন লেনের অফিসে আইটি সেলের কাজ জায়গা বড় করা হচ্ছে ৷ এতদিন পার্টি অফিসের একতলায় একটি ঘর থেকে কাজ চালাত আইটি সেল ৷ কিন্তু সেখান থেকে চব্বিশের ভোটের কাজ সম্ভব নয় ৷ তাছাড়া বিজেপির জাতীয়স্তর থেকে লোকসভা ভোটে প্রচারের লক্ষ্যে যে কল সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তার জন্যও জায়গার প্রয়োজন ৷ সেই কারণে বড় জায়গা দরকার ৷ তাই দিলীপ-রাহুল-সুকান্তদের ঘর ভেঙে আইটি সেল ও কল সেন্টারকে জায়গা করে দিচ্ছে গেরুয়া শিবির ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে সল্টলেক বিজেপির নতুন একটি ভবনের উদ্বোধন করা হয় । সেই অফিসটি মুরলিধর সেন লেনের অফিসের চেয়ে অনেক বড়৷ দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধির জন্যই ওই অফিসটি নেওয়া হয় বলেও বিজেপির তরফে জানা গিয়েছিল ৷ সেখানে ইদানীং বড় সাংবাদিক বৈঠকগুলি হয় ৷ অন্যান্য সাংগঠনিক কাজও সেখানেই হয় ৷ সেখানে পদাধিকারী হিসেবে ঘর রয়েছে সুকান্ত মজুমদার (রাজ্য সভাপতি) ও শুভেন্দু অধিকরীর (বিরোধী দলনেতা) ৷

এই অফিসটি সেভাবে আর ব্যবহার হয় না ৷ তার পরও বিজেপি মুরলিধর সেন লেনের অফিসটি রেখে দিয়েছে ৷ কারণ, গেরুয়া রঙের এই পুরনো ভবনটি বিজেপির আদি ভিটেবাড়ির মতো । তাই নতুন অফিস যেখানেই নেওয়া হোক না কেন এই ভবনটি সর্বদা বিজেপির প্রধান কার্যালয় থাকবে বলে তখন বলা হয়েছিল । মুরলিধর সেন লেনের দীর্ঘদিনের এই পার্টি অফিস পেয়েছে 10 জন রাজ্য সভাপতিকে । এই ভবনে শ‌্যামাপ্রসাদ মুখোপাধ‌্যায় থেকে অটলবিহারী বাজপেয়ী বর্তমানে অমিত শাহ পর্যন্ত এসেছেন ।

ফলে মুরলিধর সেন লেনের অফিস থেকে যাওয়ায় সেখানে প্রাক্তন দুই সভাপতি ও বর্তমান সভাপতিদের ঘর থেকে গিয়েছিল ৷ যা এবার ভাঙা হল ৷ এই নিয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার সঙ্গে ৷ তিনি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷ তবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, তিনি তিনদিন আগেই বিষয়টি জানতেন ৷ এর মধ্যে কোনও বিতর্ক নেই ৷ ফলে তাঁর কথাতেই স্পষ্ট যে সাংগঠনিক কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.