ETV Bharat / state

BJP Rally on JU Incident: মিলেছে আদালতের অনুমতি, শুক্রবার বিজেপি যুবমোর্চার 'যাদবপুর বাঁচাও' মহামিছিল - রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

BJP Yuva Morcha Rally: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মহামিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা ৷ শুক্রবার বেলা 2টো 30 মিনিটে গোলপার্ক থেকে শুরু হবে এই মিছিল ৷

BJP Yuva Morcha Rally
বিজেপি যুবমোর্চার মিছিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 6:26 PM IST

কলকাতা, 24 অগস্ট: বুধবার মিলেছে কলকাতা হাইকোর্টের অনুমতি ৷ এরপরেই শুক্রবার 'যাদবপুর বাঁচাও' মহামিছিল কর্মসূচির ডাক দিল বিজেপি যুবমোর্চা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাবালক পড়ুয়ার মৃত্যুতে সুবিচারের দাবিতে আগামিকাল এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ।

যাদবপুরের মেইন হোস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি । 16 থেকে 19 অগস্ট পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 8বি বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির যুবমোর্চার পক্ষ থেকে একটি ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । তবে 18 তারিখ যাদবপুর থানার পুলিশ এসে ধরনা মঞ্চ খুলে দেয় ৷ বিনা অনুমতিতে ধরনা কর্মসূচি করার জন্য পুলিশ তরফে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছিল । তারপরে অর্ধেক খোলা মঞ্চের উপর বসে এবং রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে।

BJP Yuva Morcha Rally
মহামিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা

প্রসঙ্গত, ধরনা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবমোর্চাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট অভিযান কর্মসূচির ডাক দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেইমতোই আগামিকাল গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হল । এই মহা মিছিলে উপস্থিত থাকবেন যুবমোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুক্রবারের কর্মসূচি নিয়ে সুকান্ত টুইট করে জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ও অতিবাম ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত হোস্টেলে র‍্যাগিং-এর ফলে প্রথম বর্ষের নাবালক ছাত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলিকে র‍্যাগিং ও মাদকমুক্ত করতে যুবমোর্চার ডাকে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে 25 অগস্ট অর্থাৎ শুক্রবার 'যাদবপুর বাঁচাও' মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে ।

BJP Yuva Morcha Rally
মহামিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা

আরও পড়ুন: যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুবমোর্চার মিছিলে অনুমতি হাইকোর্টের

  • যাদবপুর ইউনিভার্সিটিতে বাম-অতিবাম ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত হোস্টেলে র‍্যাগিং-এর দরুন প্রথম বর্ষের ছাত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলিকে র‍্যাগিং ও মাদকমুক্ত করতে আগামীকাল ২৫ শে আগস্ট শুক্রবার "যাদবপুর বাঁচাও" মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে। pic.twitter.com/PAfOQ4OIPp

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিলে বুধবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে 5টা পর্যন্ত এই মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে এইট-বি পর্যন্ত এই মিছিল করতে বলা হয়েছিল। পাশাপাশি বিভাগীয় ডিসি'কে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী মিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা ৷

কলকাতা, 24 অগস্ট: বুধবার মিলেছে কলকাতা হাইকোর্টের অনুমতি ৷ এরপরেই শুক্রবার 'যাদবপুর বাঁচাও' মহামিছিল কর্মসূচির ডাক দিল বিজেপি যুবমোর্চা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাবালক পড়ুয়ার মৃত্যুতে সুবিচারের দাবিতে আগামিকাল এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ।

যাদবপুরের মেইন হোস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি । 16 থেকে 19 অগস্ট পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 8বি বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির যুবমোর্চার পক্ষ থেকে একটি ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । তবে 18 তারিখ যাদবপুর থানার পুলিশ এসে ধরনা মঞ্চ খুলে দেয় ৷ বিনা অনুমতিতে ধরনা কর্মসূচি করার জন্য পুলিশ তরফে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছিল । তারপরে অর্ধেক খোলা মঞ্চের উপর বসে এবং রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে।

BJP Yuva Morcha Rally
মহামিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা

প্রসঙ্গত, ধরনা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবমোর্চাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট অভিযান কর্মসূচির ডাক দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেইমতোই আগামিকাল গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হল । এই মহা মিছিলে উপস্থিত থাকবেন যুবমোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুক্রবারের কর্মসূচি নিয়ে সুকান্ত টুইট করে জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ও অতিবাম ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত হোস্টেলে র‍্যাগিং-এর ফলে প্রথম বর্ষের নাবালক ছাত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলিকে র‍্যাগিং ও মাদকমুক্ত করতে যুবমোর্চার ডাকে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে 25 অগস্ট অর্থাৎ শুক্রবার 'যাদবপুর বাঁচাও' মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে ।

BJP Yuva Morcha Rally
মহামিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা

আরও পড়ুন: যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুবমোর্চার মিছিলে অনুমতি হাইকোর্টের

  • যাদবপুর ইউনিভার্সিটিতে বাম-অতিবাম ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত হোস্টেলে র‍্যাগিং-এর দরুন প্রথম বর্ষের ছাত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলিকে র‍্যাগিং ও মাদকমুক্ত করতে আগামীকাল ২৫ শে আগস্ট শুক্রবার "যাদবপুর বাঁচাও" মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে। pic.twitter.com/PAfOQ4OIPp

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিলে বুধবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে 5টা পর্যন্ত এই মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে এইট-বি পর্যন্ত এই মিছিল করতে বলা হয়েছিল। পাশাপাশি বিভাগীয় ডিসি'কে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী মিছিলের ডাক দিল বিজেপি যুবমোর্চা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.