কলকাতা, 26 এপ্রিল : "পশ্চিমবঙ্গের পুলিশ অমানবিক । বিজেপির বিকাশভবন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বর্বরতাপূর্ণ আক্রমণ করেছে ।" মঙ্গলবার বিজেপির যুব মোর্চার বিকাশভবন অভিযানে বিধাননগর পুলিশের বাধাদান প্রসঙ্গে এমনই অভিযোগ করেছেন যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য (BJP Yuva Morcha national president Tejasvi Surya citicises Bengal Police) । এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এদিন বিকাশভবন অভিযানের ডাক দিয়েছিল যুব মোর্চা ।
আরও পড়ুন : বিজেপি'র বিকাশ ভবন অভিযানে বাধা পুলিশের, বিষাক্ত রাসয়ানিক ব্যবহারের অভিযোগ গেরুয়া শিবিরের
বিজেপির অভিযোগ, পুলিশের আক্রমণে এদিন তাদের 25 জন কর্মী-সমর্থক আহত হয়েছেন । পুলিশের বিরুদ্ধে জল কামানের মাধ্যমে বিষাক্ত রাসয়ানিক প্রয়োগের অভিযোগও করেছে গেরুয়া শিবির । এই প্রসঙ্গে তেজস্বী সূর্য বলেন, "পুলিশ আমাদের কর্মকর্তাদের উপর হামলা করে । 25 জন গভীরভাবে জখম হয়েছেন, তাঁদের আমরা বিভিন্ন হাসপাতালে ভর্তি করি । আমরা পুলিশকে অনুরোধ করি আহতদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করুন । কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এসেনি । এই যে দুর্নীতির রাজনীতিকরণ চলছে, তাতে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রীকে বলছি আপনার নীতি পরিবর্তন করতে হবে, না করলে যুব মোর্চা পরিবর্তন করবে । সারা দেশ থেকে যুব মোর্চার নেতৃত্ব আসবে এখানে ।"