ETV Bharat / state

BJP TRIBUTE: হেস্টিংসে প্রয়াত রাজু সরকারকে শেষ শ্রদ্ধা বিজেপি নেতৃত্বের - vice president

আজ সন্ধে 6টা নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকারের মৃতদেহ ৷ শেষ শ্রদ্ধা জানাল বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা ৷

BJP TRIBUTE
হেস্টিংসে প্রয়াত রাজু সরকারকে শেষ শ্রদ্ধা জানাল বিজেপি নেতৃত্ব
author img

By

Published : Jul 27, 2021, 8:32 PM IST

কলকাতা, 27 জুলাই: হেস্টিংসে গতকাল বৈঠক চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে ৷ ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপি যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকারের ৷ তাঁর মরদেহ আজ সন্ধে 6টা নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে যুবমোর্চার কর্মীরা নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসেন ৷

বেশ কিছুক্ষণ মরদেহ সেখানে রাখা হয় । বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং সহ পার্টির অন্যান্য নেতা-নেত্রীরা শেষ শ্রদ্ধা জানান ।

হেস্টিংসে প্রয়াত রাজু সরকারকে শেষ শ্রদ্ধা জানাল বিজেপি নেতৃত্ব

আরও পড়ুন: হেস্টিংসে রাজুর মৃত্যু-তদন্তে লালবাজার

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "রাজুর জন্য আমি জীবন দিতেও রাজি । রাজুকে আমরা এইভাবে হারাব সেটা ভাবতেও পারিনি । পিজিতে নিয়ে যাওয়ার পর যদি প্রাথমিক চিকিৎসা হত, তাহলে হয়ত আমদের রাজুকে হারাতে হত না । রাজুর বুকের যন্ত্রণা হত । কিন্ত রাজু সেটা কাউকে জানায়নি । এমনকি ওঁর পরিবারের কাউকে চিকিৎসা করাতেও দেয়নি । সর্বক্ষণ দলের জন্যই কাজ করে গিয়েছেন । ২৪ ঘণ্টা আমাদের পার্টির জন্য কাজ করেছে । যেভাবে যুবমোর্চাকে নেতৃত্ব দিয়েছে, তাতে রাজুর মতো একজন কর্মীকে হারিয়ে আমরা ভীষণভাবে দুঃখিত । রাজুকে আর হয়ত আমরা পাব না । কিন্ত তার স্বপ্ন সোনার বাংলা তৈরি করব । সেটার জন্যই যুবমোর্চা লড়াই করবে ৷"

কলকাতা, 27 জুলাই: হেস্টিংসে গতকাল বৈঠক চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে ৷ ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপি যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকারের ৷ তাঁর মরদেহ আজ সন্ধে 6টা নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে যুবমোর্চার কর্মীরা নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ বিজেপির প্রধান কার্যালয়ে নিয়ে আসেন ৷

বেশ কিছুক্ষণ মরদেহ সেখানে রাখা হয় । বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং সহ পার্টির অন্যান্য নেতা-নেত্রীরা শেষ শ্রদ্ধা জানান ।

হেস্টিংসে প্রয়াত রাজু সরকারকে শেষ শ্রদ্ধা জানাল বিজেপি নেতৃত্ব

আরও পড়ুন: হেস্টিংসে রাজুর মৃত্যু-তদন্তে লালবাজার

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "রাজুর জন্য আমি জীবন দিতেও রাজি । রাজুকে আমরা এইভাবে হারাব সেটা ভাবতেও পারিনি । পিজিতে নিয়ে যাওয়ার পর যদি প্রাথমিক চিকিৎসা হত, তাহলে হয়ত আমদের রাজুকে হারাতে হত না । রাজুর বুকের যন্ত্রণা হত । কিন্ত রাজু সেটা কাউকে জানায়নি । এমনকি ওঁর পরিবারের কাউকে চিকিৎসা করাতেও দেয়নি । সর্বক্ষণ দলের জন্যই কাজ করে গিয়েছেন । ২৪ ঘণ্টা আমাদের পার্টির জন্য কাজ করেছে । যেভাবে যুবমোর্চাকে নেতৃত্ব দিয়েছে, তাতে রাজুর মতো একজন কর্মীকে হারিয়ে আমরা ভীষণভাবে দুঃখিত । রাজুকে আর হয়ত আমরা পাব না । কিন্ত তার স্বপ্ন সোনার বাংলা তৈরি করব । সেটার জন্যই যুবমোর্চা লড়াই করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.