ETV Bharat / state

Union Budget 2023: বাজেট কত ভালো ! তা বোঝাতে মানুষের দুয়ারে যাবে বিজেপি - পঞ্চায়েত ভোট

এবারের কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) সুফল বোঝাতে মানুষের দরজায় যাবে বিজেপি ৷ এ নিয়ে কী তাদের পরিকল্পনা ?

BJP to do district based campaign to endorse Union Budget 2023
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2023, 9:43 PM IST

বিজেপির বাজেটবার্তা

কলকাতা, 4 ফেব্রুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) ৷ তার আগে এবারের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) সম্পর্কে গ্রামের মানুষকে ওয়াকিবহাল করতে চায় গেরুয়াশিবির ৷ তার জন্য নির্দিষ্টভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, সেইসঙ্গে আগামী বছরের লোকসভা ভোটের কথাও মাথায় রাখছেন বিজেপি নেতারা ৷ তাই গ্রামের পাশাপাশি শহরের মানুষকেও বাজেটের সুফল বোঝানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, "বাজেট সম্পর্কে অধিকাংশ মানুষেরই স্পষ্ট ধারণা থাকে না ৷ তাঁরা সকলেই যে বাজেট ভালোভাবে বোঝেন, তেমনটা নয় ৷ তার উপর অনেকে এসে তাঁদের ভুল বুঝিয়ে যান ৷ সেই কারণেই আমরা জেলায় জেলায় যাব ৷ মানুষের দরজায় পৌঁছে যাব ৷ তাঁদের বোঝাব, কীভাবে কেন্দ্রীয় বাজেট থেকে তাঁরা সুফল পেতে পারেন ৷" শিশির জানান, দলের তরফে 10 দিনের একটি প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ যা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই 10 দিন বিজেপির নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা রাজ্যের সবক'টি প্রান্ত চষে বেড়াবেন ৷ একেবারে তৃণমূলস্তরে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন তাঁরা ৷ যাতে মানুষ বুঝতে পারেন, কেন্দ্রীয় বাজেট থেকে তাঁরা কতটা উপকৃত হতে পারেন ৷

আরও পড়ুন: চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা ?

প্রসঙ্গত, দ্বিতীয় মোদি সরকারের এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ৷ তাই অনেকের মনে হয়েছিল, এবারের বাজেট হয়তো জনমোহিনী হবে ৷ বুধবার বাজেট পেশ হওয়ার পর ইতিমধ্য়েই তার নানা ব্যাখ্য়া দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের একাংশ বলছেন, দেশের দরিদ্র জনগণের জন্য এই বাজেটে কোনও সুরাহা নেই ৷ যা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ তাই এই বিষয়ে নিজেদের সমর্থনে বক্তব্য রাখতে মানুষের দরজায় পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে শিশিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একথা ঠিক যে এটা বর্তমান কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল ৷ কিন্তু, তাতে কী যায় আসে ? এর আগে 2018 সালেও তো একই ঘটনা ঘটেছিল ৷ কারণ, 2019 সালে লোকসভা ভোট ছিল ৷ আমরা জনমোহিনী বাজেটে বিশ্বাস করি না ৷ আমরা সারাবছর মানুষের জন্য কাজ করি ৷ তাই আমাদের শেষবেলায় এসে 'টুকে পাশ' করতে হয় না !" বিজেপি নেতৃত্বের আশা, দোরগোড়ায় গিয়ে মানুষকে বোঝালে তাঁরা অবশ্যই কেন্দ্রীয় বাজেটের ভালো দিকগুলি উপলব্ধি করতে পারবেন ৷

বিজেপির বাজেটবার্তা

কলকাতা, 4 ফেব্রুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023) ৷ তার আগে এবারের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) সম্পর্কে গ্রামের মানুষকে ওয়াকিবহাল করতে চায় গেরুয়াশিবির ৷ তার জন্য নির্দিষ্টভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, সেইসঙ্গে আগামী বছরের লোকসভা ভোটের কথাও মাথায় রাখছেন বিজেপি নেতারা ৷ তাই গ্রামের পাশাপাশি শহরের মানুষকেও বাজেটের সুফল বোঝানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, "বাজেট সম্পর্কে অধিকাংশ মানুষেরই স্পষ্ট ধারণা থাকে না ৷ তাঁরা সকলেই যে বাজেট ভালোভাবে বোঝেন, তেমনটা নয় ৷ তার উপর অনেকে এসে তাঁদের ভুল বুঝিয়ে যান ৷ সেই কারণেই আমরা জেলায় জেলায় যাব ৷ মানুষের দরজায় পৌঁছে যাব ৷ তাঁদের বোঝাব, কীভাবে কেন্দ্রীয় বাজেট থেকে তাঁরা সুফল পেতে পারেন ৷" শিশির জানান, দলের তরফে 10 দিনের একটি প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ যা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই 10 দিন বিজেপির নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা রাজ্যের সবক'টি প্রান্ত চষে বেড়াবেন ৷ একেবারে তৃণমূলস্তরে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন তাঁরা ৷ যাতে মানুষ বুঝতে পারেন, কেন্দ্রীয় বাজেট থেকে তাঁরা কতটা উপকৃত হতে পারেন ৷

আরও পড়ুন: চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা ?

প্রসঙ্গত, দ্বিতীয় মোদি সরকারের এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ৷ তাই অনেকের মনে হয়েছিল, এবারের বাজেট হয়তো জনমোহিনী হবে ৷ বুধবার বাজেট পেশ হওয়ার পর ইতিমধ্য়েই তার নানা ব্যাখ্য়া দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের একাংশ বলছেন, দেশের দরিদ্র জনগণের জন্য এই বাজেটে কোনও সুরাহা নেই ৷ যা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ তাই এই বিষয়ে নিজেদের সমর্থনে বক্তব্য রাখতে মানুষের দরজায় পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে শিশিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একথা ঠিক যে এটা বর্তমান কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল ৷ কিন্তু, তাতে কী যায় আসে ? এর আগে 2018 সালেও তো একই ঘটনা ঘটেছিল ৷ কারণ, 2019 সালে লোকসভা ভোট ছিল ৷ আমরা জনমোহিনী বাজেটে বিশ্বাস করি না ৷ আমরা সারাবছর মানুষের জন্য কাজ করি ৷ তাই আমাদের শেষবেলায় এসে 'টুকে পাশ' করতে হয় না !" বিজেপি নেতৃত্বের আশা, দোরগোড়ায় গিয়ে মানুষকে বোঝালে তাঁরা অবশ্যই কেন্দ্রীয় বাজেটের ভালো দিকগুলি উপলব্ধি করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.