কলকাতা, 15 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নিজেই জানালেন ফেসবুকে ৷
সূত্রের খবর, মৃদু উপসর্গ লক্ষ্য করে রূপা নিজেই শহরের এক নামী বেসরকারি হাসপাতালে তাঁর কোভিড টেস্ট করান । তাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে ৷ এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন ৷
বিজেপি সূত্রে খবর, রূপার একাধিক দলীয় কর্মসূচি ছিল । সেগুলি সবই বাতিল করা হয়েছে । এমনতে দলের তরফে কোভিড বিধি মেনে চলার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে ।