ETV Bharat / state

অমিত শাহের পরিবর্তে পুজোর আগে রাজ্যে নাড্ডা - শিলিগুড়িতে জে পি নাড্ডা

পুজোর আগে রাজ্যে আসছেন না অমিত শাহ । তাঁর পরিবর্তে আসছেন জেপি নাড্ডা ।

BJP in Siliguri
অমিত শাহের বদলে শিলিগুড়িতে জে পি নাড্ডা
author img

By

Published : Oct 14, 2020, 4:05 PM IST

Updated : Oct 14, 2020, 5:34 PM IST

কলকাতা, 14 অক্টোবর : অমিত শাহর পরিবর্তে পুজোর আগে রাজ্যে আসছেন জে পি নাড্ডা । 17 অক্টোবরের বদলে 19 অক্টোবর শিলিগুড়ি আসছেন তিনি ।

একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের মনোবলকে আরও চাঙ্গা করতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর । কিন্তু সামনেই বিহারের ভোট এবং অন্য কাজে ব্যস্ত থাকার কারণে রাজ্যে আসতে পারছেন না তিনি । তাঁর বদলে শিলিগুড়ি আসছেন জে পি নাড্ডা ।

এর আগে 12 অক্টোবর অমিত শাহের যে সফরসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বলা হয়েছিল 17 অক্টোবর তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন । শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠকও করার কথা ছিল । এরপর 18 অক্টোবর কলকাতাতেও তিনি সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছিল । তবে এখনই তিনি রাজ্যে আসছেন না বলে জানানো হয়েছে । তাঁর বদলে আসছেন জে পি নাড্ডা ।

কলকাতা, 14 অক্টোবর : অমিত শাহর পরিবর্তে পুজোর আগে রাজ্যে আসছেন জে পি নাড্ডা । 17 অক্টোবরের বদলে 19 অক্টোবর শিলিগুড়ি আসছেন তিনি ।

একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের মনোবলকে আরও চাঙ্গা করতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর । কিন্তু সামনেই বিহারের ভোট এবং অন্য কাজে ব্যস্ত থাকার কারণে রাজ্যে আসতে পারছেন না তিনি । তাঁর বদলে শিলিগুড়ি আসছেন জে পি নাড্ডা ।

এর আগে 12 অক্টোবর অমিত শাহের যে সফরসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বলা হয়েছিল 17 অক্টোবর তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন । শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠকও করার কথা ছিল । এরপর 18 অক্টোবর কলকাতাতেও তিনি সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছিল । তবে এখনই তিনি রাজ্যে আসছেন না বলে জানানো হয়েছে । তাঁর বদলে আসছেন জে পি নাড্ডা ।

Last Updated : Oct 14, 2020, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.