ETV Bharat / state

বাবুলের বিতর্কিত গান বাজল আসানসোলে, নজর রাখছে কমিশন - tmc

এখনও ছাড়পত্র পায়নি। তার আগেই ফের প্রচারে বিতর্কিত গান ব্যবহার করায় বাবুল সুপ্রিয়র উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 31, 2019, 1:51 AM IST

কলকাতা, ৩১ মার্চ: এখনও ছাড়পত্র পায়নি। তার আগেই ফের প্রচারে বিতর্কিত গান ব্যবহার করায় বাবুল সুপ্রিয়র উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, বিষয়টির উপর নজর রাখছেন দপ্তরের পদস্থ আধিকারিকরা। এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট আসার পর দিল্লির নির্বাচন সদনে কথা বলা হবে। তাদের নির্দেশিকার ভিত্তিতে নেওয়া হবে পদক্ষেপ।

কয়েকদিন আগে বাবুলের "এই তৃণমূল আর না" গানটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। গানটি নিয়ে অভিযোগ দায়ের করা হয় আসানসোল দক্ষিণ থানায়। অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনেও। অভিযোগ, এই গানের মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানহানি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এখনও ক্লিনচিট দেয়নি নির্বাচন কমিশন। অর্থাৎ গানটি প্রচারে ব্যবহার করা যাবে না। কিন্তু, শুক্রবার প্রচারে লাউডস্পিকার বেঁধে চলে সেই বিতর্কিত গান। তখন বাবুল আসানসোলের ইসমাইল এলাকায় হটন রোডে রোড শো করছিলেন।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় বসুর বক্তব্য

এনিয়ে শুক্রবারই বাবুল সু্প্রিয় বলেন, "নির্বাচনের কমিশনের তরফে বলা হয়েছে, মেসেজ, ছবির আকারে কোনও রাজনৈতিক উপাদান যদি নিজস্ব সোশাল মিডিয়া, ব্লগে ব্যবহার করা হয়, তা রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হবে না। পরিষ্কার গাইডলাইন রয়েছে। নিয়ম না জেনে তৃণমূল এগুলি করছে।"

যদিও কমিশন সূত্রে খবর, পুরো বিষয়টি নজরে এসেছে তাদের। পশ্চিম বর্ধমানের জেলাশাসক এই বিষয়ে রিপোর্ট পাঠাবেন। সেটি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই গানটি রাজনৈতিক প্রচারে বাজানো হলে তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে। তারপরই ঠিক হবে বিষয়টি নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না।

কলকাতা, ৩১ মার্চ: এখনও ছাড়পত্র পায়নি। তার আগেই ফের প্রচারে বিতর্কিত গান ব্যবহার করায় বাবুল সুপ্রিয়র উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, বিষয়টির উপর নজর রাখছেন দপ্তরের পদস্থ আধিকারিকরা। এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট আসার পর দিল্লির নির্বাচন সদনে কথা বলা হবে। তাদের নির্দেশিকার ভিত্তিতে নেওয়া হবে পদক্ষেপ।

কয়েকদিন আগে বাবুলের "এই তৃণমূল আর না" গানটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। গানটি নিয়ে অভিযোগ দায়ের করা হয় আসানসোল দক্ষিণ থানায়। অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনেও। অভিযোগ, এই গানের মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানহানি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এখনও ক্লিনচিট দেয়নি নির্বাচন কমিশন। অর্থাৎ গানটি প্রচারে ব্যবহার করা যাবে না। কিন্তু, শুক্রবার প্রচারে লাউডস্পিকার বেঁধে চলে সেই বিতর্কিত গান। তখন বাবুল আসানসোলের ইসমাইল এলাকায় হটন রোডে রোড শো করছিলেন।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় বসুর বক্তব্য

এনিয়ে শুক্রবারই বাবুল সু্প্রিয় বলেন, "নির্বাচনের কমিশনের তরফে বলা হয়েছে, মেসেজ, ছবির আকারে কোনও রাজনৈতিক উপাদান যদি নিজস্ব সোশাল মিডিয়া, ব্লগে ব্যবহার করা হয়, তা রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হবে না। পরিষ্কার গাইডলাইন রয়েছে। নিয়ম না জেনে তৃণমূল এগুলি করছে।"

যদিও কমিশন সূত্রে খবর, পুরো বিষয়টি নজরে এসেছে তাদের। পশ্চিম বর্ধমানের জেলাশাসক এই বিষয়ে রিপোর্ট পাঠাবেন। সেটি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই গানটি রাজনৈতিক প্রচারে বাজানো হলে তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে। তারপরই ঠিক হবে বিষয়টি নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.