কলকাতা, 11 অগস্ট: দুই দিনের সফরে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। শুক্রবার রাত ন'টার সময় কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। বিজেপি সূত্রে খবর, দু'দিনের কর্মসূচি সেরে রবিবার তিনি দিল্লি ফিরে যাবেন।
বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, যে শনিবার এবং রবিবার মূলত পঞ্চায়েতি রাজ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি। শনিবার সকাল 10টা নাগাদ জেপি নাড্ডা বাগনানের একটি পঞ্চায়েতি রাজ সম্মেলনে উপস্থিত থাকবেন। এরপর বেলা একটা নাগাদ দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে 'আমার মাটি, আমার দেশ' এবং 'বির বন্ধন, বসুধা বন্ধন' অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। শনিবার বেলা তিনটে নাগাদ এবারের পঞ্চায়ত নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন নাড্ডা। এই অনুষ্ঠানে বিজেপির জয়ী প্রাথীদের সম্বর্ধনা দেওয়া হবে বলে খবর। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী সন্ত্রাসে যে বিজেপি কর্মী-সমর্থক এবং প্রার্থীরা বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন, তাঁদের সঙ্গেও দেখা করে কথা বলবেন নাড্ডা। এরপর রাজারহাটের একটি বেসরকারি হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ৷ সেই বৈঠকে ভার্চুয়ালি থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
আরও পড়ুন: নাবালিকা ধর্ষণ-গণপিটুনির সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড ! বিল পেশ শাহের
আগামী বছর লোকসভা নির্বাচন আর সেই প্রস্তুতিকে মাথায় রেখেই বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতির। সংসদে বাদল অধিবেশন শেষে রাজ্যে ফিরেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাই স্বাভাবিকভাবেই লোকসভার প্রস্তুতি নিয়ে নাড্ডার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন তিনিও। প্রসঙ্গত, শেষ বার যখন রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা তখনও তৈরি হয়নি বিজেপির সল্টলেকের দফতর। তাই এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে হোটেলে বিধায়ক এবং সাংসদের সঙ্গে ফের একবার বৈঠক করবেন তিনি। আর ওইদিনই তিনি সল্টলেকের বিজেপি দফতরেও যাবেন। সেখান একটি বৈঠক সেরে তিনি আবারও যোগ দেবেন পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠানে। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে রবিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি দলীয় কর্মসূচিতেও যোগ দিতে পারেন তিনি। তবে তা এখনও কিছু চূড়ান্তভাবে জানা যায়নি।