কলকাতা, 22 অগাস্ট : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে ৷ আর এই ঘটনায় CBI তদন্তের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে স্মারকলিপি দিল BJP -র যুব মোর্চা । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে আজ একটি প্রতিনিধি দল রাজ্যপালকে স্মারকলিপি প্রদান করে ।
রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার পর সৌমিত্র খাঁ বলেন, "বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অবিলম্বে CBI তদন্ত চাই । পশ্চিমবাংলা, বাংলাদেশ ও ভারতের গর্ব রবিঠাকুরের শান্তিনিকেতন দখল করছে তৃণমূল কংগ্রেস । এটা খুবই দুঃখজনক ঘটনা । আমরা রাজনীতি চাই না । যখন পাঁচিল দেওয়া হচ্ছিল, তখন যদি জেলা প্রশাসন চিঠি দিয়ে একটি বৈঠক ডাকত তা হলে এই ধরনের ঘটনা ঘটত না । কিন্তু রবিঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করা হল । আমরা চুপ থাকতে পারিনি । আমরা রাজ্যপালকে একটা স্মাকলিপি দিলাম । যদি এইভাবে চলতে থাকে তা হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত জায়গা দখল হয়ে যাবে । তাই এই ঘটনায় তদন্ত করা হোক । আর দোষীদের গ্রেপ্তার করা হোক । "
17 অগাস্ট পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে বিশ্বভারতীতে উত্তেজনা ছড়ায় । বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ শান্তিনিকেতন থানা থেকে মাত্র 50 মিটার দূরত্বে জড়ো হয়ে ভেঙে দেয় নির্মাণ সামগ্রী । JCB মেশিন ট্রাক্টর নিয়ে এসে ভেঙে দেওয়া হয় নির্মাণ কাজের জিনিসপত্র । শ্রমিকদের সরিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয় কাজ । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিসেও ভাঙচুর চালানো হয় । পৌষমেলার গেটও ভেঙে দেওয়া হয় । মাইকে প্রচার করা হয় " উপাচার্য গো ব্যাক '' ৷