ETV Bharat / state

BJP: পঞ্চায়েত ভোটের আগে একাধিক নালিশ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি

author img

By

Published : Nov 2, 2022, 8:38 PM IST

Updated : Nov 2, 2022, 8:54 PM IST

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আসন বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ে অভিযোগ দেওয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার ৷ সেদিনই রাজ্য নির্বাচন কমিশনে (West Bengal State Election Commission) একাধিক অভিযোগ জমা দিল বিজেপি ৷

bjp-moves-west-bengal-state-election-commission-with-complaints-ahead-of-panchayat-elections-2023
BJP: পঞ্চায়েত ভোটের আগে একাধিক নালিশ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি

কলকাতা, 2 নভেম্বর : আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগেই বেশ কিছু অভিযোগ নিয়ে আজ আবারও রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) দফতরে হাজির হয়েছিল বিজেপি (BJP) ৷ আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগ জমা দেওয়ার আজ ছিল শেষ দিন ।

বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া বলেন, "পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন বিন্যাস এবং সংরক্ষণের জন্য যে তথ্য তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে যাঁরা এই তথ্য তৈরি করছেন, তাঁদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতেই আমাদের আপত্তি রয়েছে । কারণ, এই তথ্য তৈরি করার ক্ষেত্রে নয় 2011-র আদম শুমারির তথ্য ব্যবহার করা হবে কিংবা স্থানীয় স্তরে অনুসন্ধান (Local Level Enquiry) করে তথ্য তৈরি করা হবে । এই প্রক্রিয়াতেই আমাদের আপত্তি রয়েছে ।’’

তাঁর আরও দাবি, ‘‘যাঁরা এটা তৈরি করবেন তাঁরা শাসক দলের লোকজন । তাই এঁদের হাতে এই তথ্য তৈরির পদ্ধতির বিষয়টা ছেড়ে দিলে তাঁরা নিজেদের দলকেই সুবিধা পাইয়ে দেবেন ৷ কারণ, ওদের হাতেই এখন সব ক্ষমতা । এবং ওরা জানে যে এইভাবে না করলে, এবার আর ওরা জিতবে না । তাই শাসক দল তাঁদের মতো করে এই তথ্য তৈরি করবে যাতে কোনও স্বচ্ছতা থাকবে না । কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস মিলেছে ।"

পঞ্চায়েত ভোটের আগে একাধিক নালিশ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি

তিনি আরও বলেন, "শাসক দল শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয় ৷ তাই আমরা আজ জানিয়েছি যে আগে যদি ওয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে মনোনয়ন পত্র পাঠানো যায়, অবশ্যই তারপর কাগজে কলমে গিয়ে জমা দিয়ে আসা যায়, তাহলে অনেকটাই সুবিধা হয় ।" এছাড়াও বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করনোরর কথা বলা হয়েছে ।

আরও পড়ুন: নির্ভুল করতে হবে ভোটার তালিকা, সর্বদলীয় বৈঠকে সবার গলায় একই সুর

কলকাতা, 2 নভেম্বর : আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগেই বেশ কিছু অভিযোগ নিয়ে আজ আবারও রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) দফতরে হাজির হয়েছিল বিজেপি (BJP) ৷ আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগ জমা দেওয়ার আজ ছিল শেষ দিন ।

বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া বলেন, "পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন বিন্যাস এবং সংরক্ষণের জন্য যে তথ্য তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে যাঁরা এই তথ্য তৈরি করছেন, তাঁদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতেই আমাদের আপত্তি রয়েছে । কারণ, এই তথ্য তৈরি করার ক্ষেত্রে নয় 2011-র আদম শুমারির তথ্য ব্যবহার করা হবে কিংবা স্থানীয় স্তরে অনুসন্ধান (Local Level Enquiry) করে তথ্য তৈরি করা হবে । এই প্রক্রিয়াতেই আমাদের আপত্তি রয়েছে ।’’

তাঁর আরও দাবি, ‘‘যাঁরা এটা তৈরি করবেন তাঁরা শাসক দলের লোকজন । তাই এঁদের হাতে এই তথ্য তৈরির পদ্ধতির বিষয়টা ছেড়ে দিলে তাঁরা নিজেদের দলকেই সুবিধা পাইয়ে দেবেন ৷ কারণ, ওদের হাতেই এখন সব ক্ষমতা । এবং ওরা জানে যে এইভাবে না করলে, এবার আর ওরা জিতবে না । তাই শাসক দল তাঁদের মতো করে এই তথ্য তৈরি করবে যাতে কোনও স্বচ্ছতা থাকবে না । কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস মিলেছে ।"

পঞ্চায়েত ভোটের আগে একাধিক নালিশ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি

তিনি আরও বলেন, "শাসক দল শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয় ৷ তাই আমরা আজ জানিয়েছি যে আগে যদি ওয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে মনোনয়ন পত্র পাঠানো যায়, অবশ্যই তারপর কাগজে কলমে গিয়ে জমা দিয়ে আসা যায়, তাহলে অনেকটাই সুবিধা হয় ।" এছাড়াও বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করনোরর কথা বলা হয়েছে ।

আরও পড়ুন: নির্ভুল করতে হবে ভোটার তালিকা, সর্বদলীয় বৈঠকে সবার গলায় একই সুর

Last Updated : Nov 2, 2022, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.